কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি
কিশোরগঞ্জের কটিয়াদীতে চতুর্থ ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ভোটগ্রহণের পর কেন্দ্র থেকে কর্মকর্তারা ফেরার সময় হামলা ও দুটি মাইক্রোবাসে আগুন দেওয়ার ঘটনায় মামলা হয়েছে। এতে ৫৪ জনের নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাতনামা আসামি করা হয়েছে ৫০০ জনকে। গ্রেপ্তার আতঙ্কে ছয়টি গ্রাম পুরুষশূন্য হয়ে পড়েছে।
উপজেলার সহশ্রাম ধুলদিয়া ইউপি নির্বাচনে গৌরীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের প্রিসাইডিং অফিসার সিরাজুল ইসলাম বাদী হয়ে গত ২৭ ডিসেম্বর কটিয়াদী মডেল থানায় মামলাটি দায়ের করেন।
জানতে চাইলে মামলার বাদী সিরাজুল ইসলাম বলেন, ২৬ ডিসেম্বর ভোটগ্রহণ শেষে সন্ধ্যায় ফলাফল ঘোষণা করা হয়। এরপর ব্যালট বাক্স, নির্বাচনী সরঞ্জামাদিসহ কর্তব্যরত পুলিশ ও আনসার সদস্যদের নিয়ে উপজেলা নির্বাচন অফিসে যাওয়ার পথে ওই হামলার ঘটনা ঘটে। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ৪-৫ শত জন লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে পথরোধ করে। চার দিক থেকে ইটপাটকেল ছুড়তে থাকে। একপর্যায়ে আক্রমণকারীরা নির্বাচনী সীমানায় ঢুকে কেন্দ্রের কাজে ব্যবহৃত দুটি মাইক্রোবাস আগুনে পুড়িয়ে দেয়। এ পরিস্থিতিতে পুলিশ ১৫০টি গুলি, কাঁদানে গ্যাসের শেল, রাবার বুলেট ছোড়ে। তিনি আরও বলেন, ‘এ ঘটনায় আমি, কেন্দ্রের সহকারী প্রিসাইডিং অফিসার, পুলিশ ও আনসারসহ ১৪ জন জখম হই।’
সংরক্ষিত নারী সদস্য প্রার্থী অজুফা খাতুন বলেন, ‘ভোটগ্রহণের পর ফলাফল ঘোষণা না করে প্রিসাইডিং অফিসার অন্যদের নিয়ে চলে যেতে চাইলে, এলাকাবাসী বাধা দেয়। এই পরিপ্রেক্ষিতে সংঘর্ষ বাঁধে। এ ঘটনার পর ভয়ে ধুলদিয়া সহশ্রাম ইউনিয়নের ছয়টি গ্রামের পুরুষ লোক বাড়িতে থাকেন না। এই অবস্থায় আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি।’
কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শাহাদত হোসেন বলেন, আসামি গ্রেপ্তারে অভিযান চলছে।
কিশোরগঞ্জের কটিয়াদীতে চতুর্থ ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ভোটগ্রহণের পর কেন্দ্র থেকে কর্মকর্তারা ফেরার সময় হামলা ও দুটি মাইক্রোবাসে আগুন দেওয়ার ঘটনায় মামলা হয়েছে। এতে ৫৪ জনের নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাতনামা আসামি করা হয়েছে ৫০০ জনকে। গ্রেপ্তার আতঙ্কে ছয়টি গ্রাম পুরুষশূন্য হয়ে পড়েছে।
উপজেলার সহশ্রাম ধুলদিয়া ইউপি নির্বাচনে গৌরীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের প্রিসাইডিং অফিসার সিরাজুল ইসলাম বাদী হয়ে গত ২৭ ডিসেম্বর কটিয়াদী মডেল থানায় মামলাটি দায়ের করেন।
জানতে চাইলে মামলার বাদী সিরাজুল ইসলাম বলেন, ২৬ ডিসেম্বর ভোটগ্রহণ শেষে সন্ধ্যায় ফলাফল ঘোষণা করা হয়। এরপর ব্যালট বাক্স, নির্বাচনী সরঞ্জামাদিসহ কর্তব্যরত পুলিশ ও আনসার সদস্যদের নিয়ে উপজেলা নির্বাচন অফিসে যাওয়ার পথে ওই হামলার ঘটনা ঘটে। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ৪-৫ শত জন লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে পথরোধ করে। চার দিক থেকে ইটপাটকেল ছুড়তে থাকে। একপর্যায়ে আক্রমণকারীরা নির্বাচনী সীমানায় ঢুকে কেন্দ্রের কাজে ব্যবহৃত দুটি মাইক্রোবাস আগুনে পুড়িয়ে দেয়। এ পরিস্থিতিতে পুলিশ ১৫০টি গুলি, কাঁদানে গ্যাসের শেল, রাবার বুলেট ছোড়ে। তিনি আরও বলেন, ‘এ ঘটনায় আমি, কেন্দ্রের সহকারী প্রিসাইডিং অফিসার, পুলিশ ও আনসারসহ ১৪ জন জখম হই।’
সংরক্ষিত নারী সদস্য প্রার্থী অজুফা খাতুন বলেন, ‘ভোটগ্রহণের পর ফলাফল ঘোষণা না করে প্রিসাইডিং অফিসার অন্যদের নিয়ে চলে যেতে চাইলে, এলাকাবাসী বাধা দেয়। এই পরিপ্রেক্ষিতে সংঘর্ষ বাঁধে। এ ঘটনার পর ভয়ে ধুলদিয়া সহশ্রাম ইউনিয়নের ছয়টি গ্রামের পুরুষ লোক বাড়িতে থাকেন না। এই অবস্থায় আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি।’
কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শাহাদত হোসেন বলেন, আসামি গ্রেপ্তারে অভিযান চলছে।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে