আজকের পত্রিকা ডেস্ক
কুমিল্লায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে শোভাযাত্রা, আলোচনা সভা, মহড়াসহ নানা অনুষ্ঠান হয়েছে। গতকাল বৃহস্পতিবার জেলা ও উপজেলা প্রশাসন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে এসব কর্মসূচি পালন করা হয়। এতে দুর্যোগে ক্ষয়ক্ষতি কমাতে পূর্বপ্রস্তুতি, জনসচেতনতা ও দক্ষতা বৃদ্ধিতে জোর দেওয়ার বিষয়টি উঠে আসে। প্রতিনিধিদের পাঠানো খবর:
ব্রাহ্মণপাড়া: উপজেলায় সারা দেশের মতো ‘মুজিব বর্ষের সফলতা, দুর্যোগ প্রস্তুতিতে গতিশীলতা’ প্রতিপাদ্যে দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে সকাল সাড়ে ১০টায় উপজেলা চত্বর থেকে শোভাযাত্রা বের করা হয়। এটি বিভিন্ন সড়ক ঘুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এসে আলোচনা সভায় মিলিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহেল রানা। উপজেলা সমবায় কর্মকর্তা মো. মঈন উদ্দিন হাসানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. এনামুল হক। এ ছাড়া বক্তব্য দেন উপজেলা প্রকৌশলী মো. আবদুর রহিম, কৃষি কর্মকর্তা মো. মাহবুবুল হাসান, ভেটেরিনারি সার্জন শুভ সূত্রধর।
উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. ফারুক আহমেদ, যুব উন্নয়ন কর্মকর্তা সায়েদুল আলম চৌধুরী, ভগবান সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবু হানিফ, সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কবির আহমেদ, উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক আবদুল হালিম, তথ্য সেবা কর্মকর্তা মোসা. মনিরা বেগম প্রমুখ।
দাউদকান্দি: উপজেলা পরিষদ চত্বরে ভূমিকম্পে করণীয় বিষয়ক মহড়া এবং পরিষদের সম্মেলনকক্ষে আলোচনা সভা হয়েছে। এ আয়োজন করে উপজেলা প্রশাসন। এর আগে উপজেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রা বের করা হয়। এটি উপজেলা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।
মহড়ায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা দুর্ঘটনা এবং উদ্ধার কাজে কীভাবে সহযোগিতা করা যায় তা দেখান। আলোচনা সভায় উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুল ইসলাম খান সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আহসান উল্লাহ এতে সঞ্চালনা করেন। সভায় বক্তব্য দেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তারিকুল ইসলাম নয়ন।
হোমনা: উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের বাস্তবায়নে ও উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা হয়েছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রেহানা বেগম, পৌর মেয়র মো. নজরুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহাসিন সরকার।
উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা মো. শহীদ উল্লাহ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাহিদ আহাম্মদ জাকির, পল্লী উন্নয়ন কর্মকর্তা স্বপন চন্দ্র বর্মণ প্রমুখ।
তিতাস: জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে গতকাল উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কার্যালয়ের উদ্যোগে শোভাযাত্রা বের করা হয়। সকাল সাড়ে ১০টায় শুরু হওয়া শোভাযাত্রাটি উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে বের হয়ে গৌরীপুর-হোমনা সড়ক প্রদক্ষিণ শেষে আবার উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়।
এতে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. পারভেজ হোসেন সরকার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে এম আবু নওশাদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পি আইও) আহসান উল্লাহ, সমাজসেবা কর্মকর্তা সেতারুজ্জামান প্রমুখ।
চান্দিনা: সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে সভা করা হয়। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিয়াউল হক মীর সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তপন বকসী।
বিশেষ অতিথি ছিলেন পৌরসভার মেয়র মো. শওকত হোসেন ভূঁইয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাফিয়া আক্তার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাকিবুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আবদুল মালেক।
কুমিল্লায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে শোভাযাত্রা, আলোচনা সভা, মহড়াসহ নানা অনুষ্ঠান হয়েছে। গতকাল বৃহস্পতিবার জেলা ও উপজেলা প্রশাসন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে এসব কর্মসূচি পালন করা হয়। এতে দুর্যোগে ক্ষয়ক্ষতি কমাতে পূর্বপ্রস্তুতি, জনসচেতনতা ও দক্ষতা বৃদ্ধিতে জোর দেওয়ার বিষয়টি উঠে আসে। প্রতিনিধিদের পাঠানো খবর:
ব্রাহ্মণপাড়া: উপজেলায় সারা দেশের মতো ‘মুজিব বর্ষের সফলতা, দুর্যোগ প্রস্তুতিতে গতিশীলতা’ প্রতিপাদ্যে দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে সকাল সাড়ে ১০টায় উপজেলা চত্বর থেকে শোভাযাত্রা বের করা হয়। এটি বিভিন্ন সড়ক ঘুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এসে আলোচনা সভায় মিলিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহেল রানা। উপজেলা সমবায় কর্মকর্তা মো. মঈন উদ্দিন হাসানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. এনামুল হক। এ ছাড়া বক্তব্য দেন উপজেলা প্রকৌশলী মো. আবদুর রহিম, কৃষি কর্মকর্তা মো. মাহবুবুল হাসান, ভেটেরিনারি সার্জন শুভ সূত্রধর।
উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. ফারুক আহমেদ, যুব উন্নয়ন কর্মকর্তা সায়েদুল আলম চৌধুরী, ভগবান সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবু হানিফ, সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কবির আহমেদ, উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক আবদুল হালিম, তথ্য সেবা কর্মকর্তা মোসা. মনিরা বেগম প্রমুখ।
দাউদকান্দি: উপজেলা পরিষদ চত্বরে ভূমিকম্পে করণীয় বিষয়ক মহড়া এবং পরিষদের সম্মেলনকক্ষে আলোচনা সভা হয়েছে। এ আয়োজন করে উপজেলা প্রশাসন। এর আগে উপজেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রা বের করা হয়। এটি উপজেলা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।
মহড়ায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা দুর্ঘটনা এবং উদ্ধার কাজে কীভাবে সহযোগিতা করা যায় তা দেখান। আলোচনা সভায় উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুল ইসলাম খান সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আহসান উল্লাহ এতে সঞ্চালনা করেন। সভায় বক্তব্য দেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তারিকুল ইসলাম নয়ন।
হোমনা: উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের বাস্তবায়নে ও উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা হয়েছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রেহানা বেগম, পৌর মেয়র মো. নজরুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহাসিন সরকার।
উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা মো. শহীদ উল্লাহ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাহিদ আহাম্মদ জাকির, পল্লী উন্নয়ন কর্মকর্তা স্বপন চন্দ্র বর্মণ প্রমুখ।
তিতাস: জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে গতকাল উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কার্যালয়ের উদ্যোগে শোভাযাত্রা বের করা হয়। সকাল সাড়ে ১০টায় শুরু হওয়া শোভাযাত্রাটি উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে বের হয়ে গৌরীপুর-হোমনা সড়ক প্রদক্ষিণ শেষে আবার উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়।
এতে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. পারভেজ হোসেন সরকার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে এম আবু নওশাদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পি আইও) আহসান উল্লাহ, সমাজসেবা কর্মকর্তা সেতারুজ্জামান প্রমুখ।
চান্দিনা: সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে সভা করা হয়। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিয়াউল হক মীর সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তপন বকসী।
বিশেষ অতিথি ছিলেন পৌরসভার মেয়র মো. শওকত হোসেন ভূঁইয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাফিয়া আক্তার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাকিবুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আবদুল মালেক।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে