Ajker Patrika

সাইপ্রাসের তালিকাভুক্ত অপরাধীসহ গ্রেপ্তার ৩

কুমিল্লা প্রতিনিধি
সাইপ্রাসের তালিকাভুক্ত অপরাধীসহ গ্রেপ্তার ৩

ভালো বেতনে চাকরি বা ইউরোপের বিভিন্ন দেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা; এমন অভিযোগে কুমিল্লায় র‍্যাবের অভিযানে ইউরোপে মানবপাচার চক্রের মূল হোতা ও সাইপ্রাসের তালিকাভুক্ত অপরাধী সোহেল মজুমদারকে দুই সহযোগীসহ গ্রেপ্তার করা হয়েছে। গত রোববার রাতে সদর দক্ষিণ মডেল থানাধীন জাঙ্গালিয়া বাসস্ট্যান্ড এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গতকাল সোমবার দুপুরে নগরীর শাকতলা র‍্যাব কার্যালয়ে সংবাদ সম্মেলনে র‍্যাব-১১-এর ক্রাইম প্রিভেনশন-২ এ তথ্য জানায়।

র‍্যাব জানায়, গত রোববার রাতে সদর দক্ষিণ মডেল থানাধীন জাঙ্গালিয়া বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে মানবপাচার চক্রের মূল হোতা সদর দক্ষিণ উপজেলার মাটিয়ারার বাসিন্দা সোহেল মজুমদার (৩২), মো. জাকির হোসেন (৪২) ও কাজী আবু নোমানকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব আরও জানায়, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার ধনাইতরী গ্রামের দুলাল মিয়া র‍্যাবের কাছে অভিযোগ করেন। তিনি বলেন, তাঁর ছোট ভাই মো. সাইফুলকে ইউরোপে নেওয়ার কথা বলে জাকির কয়েক দফায় সাড়ে সাত লাখ টাকা হাতিয়ে নেন। সাইপ্রাস নিয়ে যাওয়ার কথা বলে দুবাই নিয়ে যায় এবং সেখানে নিয়ে একটি কক্ষে আটকে আরও চার লাখ টাকা হাতিয়ে নেন। পরে আরও তিন লাখ টাকা দাবি করেন।

র‍্যাব আরও জানায়, হোসেল মজুমদারের বিরুদ্ধে সাইপ্রাসে নথিপত্র, প্রতারণা ও মানি লন্ডারিং আইনে অন্তত আটটি অভিযোগ রয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় সোপর্দ করা হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

টিআইএন নেওয়ার পরে কিন্তু ঘুমাইতে পারবেন না: এনবিআর চেয়ারম্যান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত