নিজস্ব প্রতিবেদক, ঢাকা
পূর্ব ঘোষণা অনুযায়ী রাজধানীসহ দেশের কয়েকটি শহরে সীমিত পরিসরে গতকাল মঙ্গলবার শুরু হয়েছে বুস্টার ডোজ দেওয়া। সুরক্ষা অ্যাপ জটিলতায় প্রতিটি শহর ও গ্রামে দিতে আরও কয়েক দিন লাগতে পারে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। প্রথম দিনে ঢাকার বাইরে চট্টগ্রামেও দেওয়া হয়েছে বুস্টার ডোজ। সব মিলিয়ে এ দিন এক হাজার ৩৫৫ জনকে করোনার তৃতীয় ডোজ দেওয়া হয়েছে বলে জানা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরে অতিরিক্ত পরিচালক অধ্যাপক ডা. আহমেদুল কবীর আজকের পত্রিকাকে বলেন, সুরক্ষা অ্যাপ এখনো সম্পূর্ণ প্রস্তুত না হওয়ায় সবখানে এখনই শুরু করা যাচ্ছে না। ঢাকার বাইরে দিতে আরও কয়েক দিন লাগবে। আপাতত চট্টগ্রামসহ আরও কয়েকটি শহরে এসএমএসের মাধ্যমে নির্দিষ্ট সংখ্যক মানুষকে দেওয়া হবে।
গতকাল ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে সকাল ৮টা থেকে শুরু হয় বুস্টার ডোজ দেওয়া। চলে দুপুর আড়াইটা পর্যন্ত। বেশির ভাগ কেন্দ্রে একই সময়ে শুরু হলেও কয়েকটিতে ১০টার পরে শুরু হয়। বয়স্ক ও করোনা প্রতিরোধে সামনে থেকে লড়াই করা ব্যক্তিদেরই আপাতত বুস্টার ডোজ দেওয়া হচ্ছে। ঢামেক হাসপাতালে প্রথম দিনে পাঁচ শ জনের অধিক বুস্টার ডোজ নিয়েছেন। প্রথম দিনে বুস্টার ডোজ নেন রাজধানীর বাসিন্দা ৭০ বছর বয়সী তপন কুমার রায়। তিনি বলেন, গতরাতে (সোমবার) এসএমএস পেয়ে আজ (গতকাল) টিকা নিতে এসেছি। আমি অ্যাস্ট্রাজেনেকের দুই ডোজের টিকা নিয়েছি। এখন ফাইজারের টিকা বুস্টার ডোজ হিসেবে দেওয়া হয়েছে। কোনো ক্ষতি করে কিনা ভাবছি।
এদিকে দেশে করোনা শনাক্তের হার আবারও চার শ ছুঁই ছুঁই। নতুন করে আরও দুজনের ওমিক্রন শনাক্ত হয়েছে। আগের দিন সোমবার একজনের গতকাল মঙ্গলবার আরও এক নারীর শরীরে ওমিক্রনের অস্তিত্ব পাওয়া গেছে। জার্মানির গ্লোবাল ইনিশিয়েটিভ অন শেয়ারিং অল ইনফ্লুয়েঞ্জা (জিআইএসএআইডি) এই তথ্য জানিয়েছে। এতে বলা হয়, ঢাকায় বসবাসরত ৩৩ বছর বয়সী এক নারী ওমিক্রনের শিকার হয়েছেন। আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআর, বি) ওই নারীর নমুনা সংগ্রহ করেছিল।
এর আগে গত সোমবার জিআইএসএআইডি জানায়, বাংলাদেশে তৃতীয় ব্যক্তি হিসেবে ঢাকার অবস্থান করা ৫৬ বছর বয়সী এক পুরুষের ওমিক্রন শনাক্ত হয়েছে। ইনস্টিটিউট অব ডেভেলপিং সায়েন্স অ্যান্ড হেলথ ইনিশিয়েটিভ (আইদেশি) ওই ব্যক্তির নমুনা পরীক্ষা করেছিল। এর আগে গত ডিসেম্বর জিম্বাবুয়ে ফেরত নারী ক্রিকেট দলের দুই সদস্যের ওমিক্রন শনাক্ত হয়। এই নিয়ে এখন পর্যন্ত দেশে ওমিক্রনে আক্রান্তের সংখ্যা চারজনে দাঁড়িয়েছে।
তবে আশার কথা হলো, নিম্নমুখী প্রাণহানির হার এখনো কম রয়েছে। আগের দিনের মতো গত ২৪ ঘণ্টায় করোনায় একজন মারা গেছে। মারা যাওয়া একমাত্র ষাটোর্ধ্ব ব্যক্তি ঢাকা বিভাগের বাসিন্দা।
পূর্ব ঘোষণা অনুযায়ী রাজধানীসহ দেশের কয়েকটি শহরে সীমিত পরিসরে গতকাল মঙ্গলবার শুরু হয়েছে বুস্টার ডোজ দেওয়া। সুরক্ষা অ্যাপ জটিলতায় প্রতিটি শহর ও গ্রামে দিতে আরও কয়েক দিন লাগতে পারে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। প্রথম দিনে ঢাকার বাইরে চট্টগ্রামেও দেওয়া হয়েছে বুস্টার ডোজ। সব মিলিয়ে এ দিন এক হাজার ৩৫৫ জনকে করোনার তৃতীয় ডোজ দেওয়া হয়েছে বলে জানা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরে অতিরিক্ত পরিচালক অধ্যাপক ডা. আহমেদুল কবীর আজকের পত্রিকাকে বলেন, সুরক্ষা অ্যাপ এখনো সম্পূর্ণ প্রস্তুত না হওয়ায় সবখানে এখনই শুরু করা যাচ্ছে না। ঢাকার বাইরে দিতে আরও কয়েক দিন লাগবে। আপাতত চট্টগ্রামসহ আরও কয়েকটি শহরে এসএমএসের মাধ্যমে নির্দিষ্ট সংখ্যক মানুষকে দেওয়া হবে।
গতকাল ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে সকাল ৮টা থেকে শুরু হয় বুস্টার ডোজ দেওয়া। চলে দুপুর আড়াইটা পর্যন্ত। বেশির ভাগ কেন্দ্রে একই সময়ে শুরু হলেও কয়েকটিতে ১০টার পরে শুরু হয়। বয়স্ক ও করোনা প্রতিরোধে সামনে থেকে লড়াই করা ব্যক্তিদেরই আপাতত বুস্টার ডোজ দেওয়া হচ্ছে। ঢামেক হাসপাতালে প্রথম দিনে পাঁচ শ জনের অধিক বুস্টার ডোজ নিয়েছেন। প্রথম দিনে বুস্টার ডোজ নেন রাজধানীর বাসিন্দা ৭০ বছর বয়সী তপন কুমার রায়। তিনি বলেন, গতরাতে (সোমবার) এসএমএস পেয়ে আজ (গতকাল) টিকা নিতে এসেছি। আমি অ্যাস্ট্রাজেনেকের দুই ডোজের টিকা নিয়েছি। এখন ফাইজারের টিকা বুস্টার ডোজ হিসেবে দেওয়া হয়েছে। কোনো ক্ষতি করে কিনা ভাবছি।
এদিকে দেশে করোনা শনাক্তের হার আবারও চার শ ছুঁই ছুঁই। নতুন করে আরও দুজনের ওমিক্রন শনাক্ত হয়েছে। আগের দিন সোমবার একজনের গতকাল মঙ্গলবার আরও এক নারীর শরীরে ওমিক্রনের অস্তিত্ব পাওয়া গেছে। জার্মানির গ্লোবাল ইনিশিয়েটিভ অন শেয়ারিং অল ইনফ্লুয়েঞ্জা (জিআইএসএআইডি) এই তথ্য জানিয়েছে। এতে বলা হয়, ঢাকায় বসবাসরত ৩৩ বছর বয়সী এক নারী ওমিক্রনের শিকার হয়েছেন। আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআর, বি) ওই নারীর নমুনা সংগ্রহ করেছিল।
এর আগে গত সোমবার জিআইএসএআইডি জানায়, বাংলাদেশে তৃতীয় ব্যক্তি হিসেবে ঢাকার অবস্থান করা ৫৬ বছর বয়সী এক পুরুষের ওমিক্রন শনাক্ত হয়েছে। ইনস্টিটিউট অব ডেভেলপিং সায়েন্স অ্যান্ড হেলথ ইনিশিয়েটিভ (আইদেশি) ওই ব্যক্তির নমুনা পরীক্ষা করেছিল। এর আগে গত ডিসেম্বর জিম্বাবুয়ে ফেরত নারী ক্রিকেট দলের দুই সদস্যের ওমিক্রন শনাক্ত হয়। এই নিয়ে এখন পর্যন্ত দেশে ওমিক্রনে আক্রান্তের সংখ্যা চারজনে দাঁড়িয়েছে।
তবে আশার কথা হলো, নিম্নমুখী প্রাণহানির হার এখনো কম রয়েছে। আগের দিনের মতো গত ২৪ ঘণ্টায় করোনায় একজন মারা গেছে। মারা যাওয়া একমাত্র ষাটোর্ধ্ব ব্যক্তি ঢাকা বিভাগের বাসিন্দা।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে