Ajker Patrika

যন্ত্রের সাহায্যে বোরো ধানের চারা রোপণ উদ্বোধন

চৌদ্দগ্রাম প্রতিনিধি
আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২২, ১২: ৫০
যন্ত্রের সাহায্যে বোরো ধানের চারা রোপণ উদ্বোধন

চৌদ্দগ্রামে বোরো ধানের সমলয় চাষাবাদের ব্লক প্রদর্শনীতে রাইস ট্রান্সপ্ল্যান্টারের মাধ্যমে চারা রোপণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার সকালে স্থানীয় সাংসদ এবং কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুল হক মুজিব এর উদ্বোধন করেন।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ২০২১-২০২২ অর্থবছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় এ উদ্যোগ নেওয়া হয়েছে। এ উপলক্ষ্যে উপজেলার শ্রীপুর ইউনিয়নের বাগৈগ্রাম এলাকায় আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে সাংসদ মুজিবুল হক মুজিব বলেন, ‘সারের জন্য এখন আর কোনো কৃষককে জীবন দিতে হয় না। দিনের পর দিন ঘণ্টার পর ঘণ্টা সারের জন্য কৃষকদের লাইন ধরতে হয় না।’

সাংসদ আরও বলেন, ‘বর্তমান সরকার হাজারো কোটি টাকা ভর্তুকি দিয়ে বীজ-সার ও কৃষি উপকরণ কৃষকদের কাছে পৌঁছে দিচ্ছে। এরই অংশ হিসেবে আজকের মেশিনটি (রাইস ট্রান্সপ্ল্যান্টার) চৌদ্দগ্রামের কৃষকদের জন্য দেওয়া হয়েছে।’

অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি এবং পৌরসভার মেয়র জি এম মীর হোসেন মিরু সভাপতিত্ব করেন। এ সময় জেলা কৃষি কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রহমত উল্যাহ বাবুল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এ বি এম এ বাহার, যুবলীগের যুগ্ম আহ্বায়ক সৈয়দ আহমেদ খোকন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জিএম জাহিদ হোসেন টিপু, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল হাসেম, উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মো. খোরশেদ আলম, আলকরা ইউপির চেয়ারম্যান গোলাম ফারুক হেলাল, কাশিনগর ইউপির চেয়ারম্যান মোশারেফ হোসেন, কালিকাপুর ইউপির চেয়ারম্যান মাহবুব হোসেন মজুমদার, জগন্নাথদিঘি ইউপির চেয়ারম্যান জানে আলম ভূঁইয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

টিআইএন নেওয়ার পরে কিন্তু ঘুমাইতে পারবেন না: এনবিআর চেয়ারম্যান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত