Ajker Patrika

পাড় ভেঙে প্লাবিত গ্রাম

শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি
আপডেট : ১০ জুন ২০২২, ১৩: ৩১
পাড় ভেঙে প্লাবিত গ্রাম

ঝিনাইদহের শৈলকুপায় জিকে প্রকল্পের প্রধান খালের পাড় ভেঙে শতাধিক বাড়িঘর, গাছপালা ফসলাদি প্লাবিত হয়েছে। ফলে কুষ্টিয়ার সঙ্গে শৈলকুপা, লাঙ্গলবাঁধ, শ্রীপুর এলাকার সঙ্গে সম্পূর্ণ সড়ক যোগাযোগ অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেছে। গতকাল বৃহস্পতিবার সকালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার চরবাখরবার গ্রামে এ ঘটনা ঘটেছে।

জানা যায়, কাতলাগাড়ি বাজারে জিকে সেচ প্রকল্পের খালের ওপর দীর্ঘদিন ধরে সেতু নির্মাণ করায় পানি যাওয়া আসায় বাধা সৃষ্টির কারণে খালে প্রচুর পানির চাপ বৃদ্ধি পেয়েছে। ৭-৮ দিন আগে চরবাখরবার গ্রামে জিকে প্রধান খালের পাড়ে ছিদ্র হয়ে পানি বের হচ্ছিল। এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের লোকজনকে জানানো হয়। কিন্তু তাঁরা কোনো ব্যবস্থা গ্রহণ করেননি। তাঁদের অভিযোগ কর্মকর্তাদের গাফিলতিতেই গতকাল বৃহস্পতিবার সকালে জিকে প্রধান খালের উত্তরের পাড়ের প্রায় ৩০-৪০ ফুট ভেঙে যায়। এ সময় খালের পানি তীব্র বেগে চরবাখরবার গ্রামে ঢোকে। এতে প্রায় ১শ বাড়িঘর ও কয়েক শ বিঘা ফসলি জমি প্লাবিত হয়। এমন ঘটনার পরেও ঘটনাস্থলে দুপুর পর্যন্ত পানি উন্নয়ন বোর্ডের কোনো কর্মকর্তার দেখা মেলেনি।

চর বাখরবা গ্রামের শরিফুল ইসলাম বলেন, এর আগেও ওই এলাকায় খালের পাড় ভেঙে পানিতে কয়েকটি গ্রাম ও ফসলের মাঠ প্লাবিত হয়েছিল। গতকাল বৃহস্পতিবার সকালে পানির চাপে পাড় আবারও ভেঙে যায়। পানি প্রবল বেগে গ্রামে ঢুকে পড়ে। পানিতে বাড়িঘর ও ফসল ডুবে যাওয়া ছাড়াও পুকুরের মাছ ভেসে গেছে। এদিকে ক্ষতিগ্রস্তরা জিকে প্রকল্পের কর্তৃপক্ষের কাছে ক্ষতিপূরণ দাবি করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

টিআইএন নেওয়ার পরে কিন্তু ঘুমাইতে পারবেন না: এনবিআর চেয়ারম্যান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত