শেরপুর প্রতিনিধি
ময়মনসিংহ রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) ব্যারিস্টার হারুন-অর-রশিদ বলেছেন, ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসন কঠোর অবস্থানে থাকবে। কেন্দ্রে কাউকেই কোনো ধরনের বিশৃঙ্খলা করতে দেওয়া হবে না। কেউ যদি কোনো কেন্দ্রে বিশৃঙ্খলা করার চেষ্টা করে, তাহলে কোনো ছাড় দেওয়া হবে না। আমাদের দায়িত্ব অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়া। সেটি বাস্তবায়নে যা যা করণীয় ইতিমধ্যে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সেসব নির্দেশনা দেওয়া হয়েছে।
গতকাল বৃহস্পতিবার দুপুরে জেলা শিল্পকলা একাডেমির হলরুমে জেলা প্রশাসনের উদ্যোগে ইউপি নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে আয়োজিত সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহের বিভাগীয় কমিশনার মো. শফিকুল রেজা বিশ্বাস। সভাপতিত্ব করেন শেরপুরের জেলা প্রশাসক (ডিসি) মো. মোমিনুর রশীদ।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি ব্যারিস্টার হারুন-অর-রশিদ ছাড়াও ময়মনসিংহ বিভাগের বিজিবি সেক্টর কমান্ডার কর্নেল মো. মাহমুদুর রহমান, র্যাব-১৪ এর অধিনায়ক উইং কমান্ডার মো. রুকুনুজ্জামান, শেরপুরের পুলিশ সুপার মো. হাসান নাহিদ চৌধুরী, জেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমান, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক এ টি এম জিয়াউল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট চন্দন কুমার পাল, ময়মনসিংহের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. শাহেদুন্নবী চৌধুরী এবং ময়মনসিংহ আনসার ও ভিডিপির অতিরিক্ত মহাপরিচালক নূরে আলম সিদ্দিকী।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহনাজ ফেরদৌসের সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন নালিতাবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবু, পৌর মেয়র আবু বক্কর সিদ্দিক, জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শানিয়াজ্জামান তালুকদার, জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার নুরুল ইসলাম হিরু, প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মলয় মোহন বল, সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন প্রমুখ।
সভায় প্রার্থীরা ভোট কেন্দ্রের শৃঙ্খলা বজায় রাখতে ভ্রাম্যমাণ টিম বাড়ানোর দাবি জানান।
ময়মনসিংহ রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) ব্যারিস্টার হারুন-অর-রশিদ বলেছেন, ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসন কঠোর অবস্থানে থাকবে। কেন্দ্রে কাউকেই কোনো ধরনের বিশৃঙ্খলা করতে দেওয়া হবে না। কেউ যদি কোনো কেন্দ্রে বিশৃঙ্খলা করার চেষ্টা করে, তাহলে কোনো ছাড় দেওয়া হবে না। আমাদের দায়িত্ব অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়া। সেটি বাস্তবায়নে যা যা করণীয় ইতিমধ্যে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সেসব নির্দেশনা দেওয়া হয়েছে।
গতকাল বৃহস্পতিবার দুপুরে জেলা শিল্পকলা একাডেমির হলরুমে জেলা প্রশাসনের উদ্যোগে ইউপি নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে আয়োজিত সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহের বিভাগীয় কমিশনার মো. শফিকুল রেজা বিশ্বাস। সভাপতিত্ব করেন শেরপুরের জেলা প্রশাসক (ডিসি) মো. মোমিনুর রশীদ।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি ব্যারিস্টার হারুন-অর-রশিদ ছাড়াও ময়মনসিংহ বিভাগের বিজিবি সেক্টর কমান্ডার কর্নেল মো. মাহমুদুর রহমান, র্যাব-১৪ এর অধিনায়ক উইং কমান্ডার মো. রুকুনুজ্জামান, শেরপুরের পুলিশ সুপার মো. হাসান নাহিদ চৌধুরী, জেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমান, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক এ টি এম জিয়াউল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট চন্দন কুমার পাল, ময়মনসিংহের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. শাহেদুন্নবী চৌধুরী এবং ময়মনসিংহ আনসার ও ভিডিপির অতিরিক্ত মহাপরিচালক নূরে আলম সিদ্দিকী।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহনাজ ফেরদৌসের সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন নালিতাবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবু, পৌর মেয়র আবু বক্কর সিদ্দিক, জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শানিয়াজ্জামান তালুকদার, জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার নুরুল ইসলাম হিরু, প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মলয় মোহন বল, সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন প্রমুখ।
সভায় প্রার্থীরা ভোট কেন্দ্রের শৃঙ্খলা বজায় রাখতে ভ্রাম্যমাণ টিম বাড়ানোর দাবি জানান।
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৬ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৬ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৬ দিন আগে