Ajker Patrika

বিশৃঙ্খলাকারীদের ছাড় দেওয়া হবে না: ডিআইজি

শেরপুর প্রতিনিধি
আপডেট : ২৬ নভেম্বর ২০২১, ১৭: ০১
বিশৃঙ্খলাকারীদের ছাড় দেওয়া হবে না: ডিআইজি

ময়মনসিংহ রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) ব্যারিস্টার হারুন-অর-রশিদ বলেছেন, ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসন কঠোর অবস্থানে থাকবে। কেন্দ্রে কাউকেই কোনো ধরনের বিশৃঙ্খলা করতে দেওয়া হবে না। কেউ যদি কোনো কেন্দ্রে বিশৃঙ্খলা করার চেষ্টা করে, তাহলে কোনো ছাড় দেওয়া হবে না। আমাদের দায়িত্ব অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়া। সেটি বাস্তবায়নে যা যা করণীয় ইতিমধ্যে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সেসব নির্দেশনা দেওয়া হয়েছে।

গতকাল বৃহস্পতিবার দুপুরে জেলা শিল্পকলা একাডেমির হলরুমে জেলা প্রশাসনের উদ্যোগে ইউপি নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে আয়োজিত সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহের বিভাগীয় কমিশনার মো. শফিকুল রেজা বিশ্বাস। সভাপতিত্ব করেন শেরপুরের জেলা প্রশাসক (ডিসি) মো. মোমিনুর রশীদ।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি ব্যারিস্টার হারুন-অর-রশিদ ছাড়াও ময়মনসিংহ বিভাগের বিজিবি সেক্টর কমান্ডার কর্নেল মো. মাহমুদুর রহমান, র‍্যাব-১৪ এর অধিনায়ক উইং কমান্ডার মো. রুকুনুজ্জামান, শেরপুরের পুলিশ সুপার মো. হাসান নাহিদ চৌধুরী, জেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমান, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক এ টি এম জিয়াউল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট চন্দন কুমার পাল, ময়মনসিংহের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. শাহেদুন্নবী চৌধুরী এবং ময়মনসিংহ আনসার ও ভিডিপির অতিরিক্ত মহাপরিচালক নূরে আলম সিদ্দিকী।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহনাজ ফেরদৌসের সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন নালিতাবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবু, পৌর মেয়র আবু বক্কর সিদ্দিক, জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শানিয়াজ্জামান তালুকদার, জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার নুরুল ইসলাম হিরু, প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মলয় মোহন বল, সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন প্রমুখ।

সভায় প্রার্থীরা ভোট কেন্দ্রের শৃঙ্খলা বজায় রাখতে ভ্রাম্যমাণ টিম বাড়ানোর দাবি জানান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আ. লীগ নির্বাচনে অংশ নেবে কি না, তারাই সিদ্ধান্ত নেবে: বিবিসিকে প্রধান উপদেষ্টা

‘মবের হাত থেকে বাঁচাতে’ পলকের বাড়ি হয়ে গেল অস্থায়ী পুলিশ ক্যাম্প

স্বাধীনতা পদক পাচ্ছেন এম এ জি ওসমানীসহ ৮ জন

কনের বাড়িতে প্রবেশের আগমুহূর্তে হৃদ্‌রোগে বরের মৃত্যু

বগুড়ায় মোবাইল ফোনে কথা বলার সময় ছাদ থেকে পড়ে নার্সিং শিক্ষার্থীর মৃত্যু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত