Ajker Patrika

দুই মাসের মধ্যে নিবন্ধনের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৯ অক্টোবর ২০২১, ১২: ২১
দুই মাসের মধ্যে নিবন্ধনের নির্দেশ

দেশের ই-কমার্স খাতের কোম্পানিগুলোকে দুই মাসের মধ্যে নিবন্ধনের আওতায় আনার নির্দেশ দিয়েছে মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গতকাল বৃহস্পতিবার মন্ত্রিসভা বৈঠকে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, ই-কমার্স প্রতিষ্ঠানগুলো এবং এর সঙ্গে যারা সম্পৃক্ত, তাদের আগামী দুই মাসের মধ্যে নিবন্ধন করাতে বলা হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে এই নিবন্ধন হবে। নিবন্ধন প্রক্রিয়ায় কোম্পানিগুলোকে বাংলাদেশ ব্যাংকে ডিপোজিট রাখতে হবে, যাতে কোনো সমস্যা হলে এই ডিপোজিট থেকে সমাধান করা যায়।

অনিয়ম বন্ধে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্ট ইউনিট, ডিজিটাল মনিটরিং প্ল্যাটফর্ম এবং অন্যান্য গোয়েন্দা সংস্থাকে ই-কমার্স খাতে নজরদারি করার নির্দেশ দিয়েছে মন্ত্রিসভা। গত ২৫ অক্টোবর বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির সভাপতিত্বে সচিবালয়ে এক সভায় ই-কমার্স প্রতিষ্ঠানগুলোকে ইউনিক বিজনেস আইডেনটিফিকেশন নাম্বার (ইউবিআইডি) দিয়ে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত হয়।

কপিরাইট আইনে যুক্ত হচ্ছে ডেটাবেইস চলচিত্র ও সংগীত জগতের অডিও-ভিডিও কপির সুরক্ষায় সেগুলো আর্কাইভে সংরক্ষণের বিধান রেখে কপিরাইট আইনের খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। গতকাল মন্ত্রিসভা বৈঠকে এই আইনের খসড়ার নীতিগত অনুমোদন দেওয়া হয়।

মন্ত্রিপরিষদ সচিব জানান, প্রস্তাবিত আইনে অজ্ঞাতনামা বা ছদ্মনামের স্বত্বাধিকারী, ডেটাবেইস, নৈতিক অধিকার, পাবলিক ডোমেইন বিষয়গুলো যুক্ত করা হয়েছে। কপিরাইটে প্রথম প্রকাশ হওয়ার পর ৬০ বছর পর্যন্ত কপিরাইট থাকবে। আইনে দৃষ্টি প্রতিবন্ধীদের পড়ার উপযোগী করে বই প্রকাশের সুযোগ রাখা হয়েছে। ফলে সমাজের সুবিধাবঞ্চিত অনেকেই এই কপিরাইটের আওতায় আসবেন। চলচিত্র ও সংগীত জগতের অডিও-ভিডিও কপি সুরক্ষার জন্য আর্কাইভে সংরক্ষণের কন্ডিশন দেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জাতীয় নির্বাচন: ভোট কমিটির নেতৃত্বে ডিসি–ইউএনওকে না রাখার চিন্তা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বিলুপ্তের সিদ্ধান্ত হয়নি, নাহিদের মন্তব্যের জবাবে উমামা

আ.লীগ নেতার গ্রেপ্তার নিয়ে রাজশাহীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

মাগুরার শিশুটি এখনো অচেতন, চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান

ঈদে পুলিশের সহযোগী ফোর্স হবে বেসরকারি নিরাপত্তাকর্মী, পাবে গ্রেপ্তারের ক্ষমতা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত