মাসুদুর রহমান মাসুদ, ঝিকরগাছা
গ্রামাঞ্চলে এক সময়ে বসতবাড়ির আশপাশে, ঝোপঝাড়ে ও পতিত জমিতে দেখা মিলত দেশি আনারসের। এখন অবশ্য তা দুষ্প্রাপ্য। আগের মতো নজরে পড়ে না এসব দেশি আনারস। এমনকি নিজেদের খাওয়ার জন্যও কোনো পরিবার এ আনারস লাগায় না।
গ্রামাঞ্চলের যখন এমন অবস্থা তখন ঝিকরগাছার পানিসারা ইউনিয়নের নারাঙ্গালী গ্রামে দেখা গেছে দেশি আনারস। ঝোপঝাড়, গাছের নিচে, পতিত জমিতে এ আনারসের বাগান। আঁকারে এতটাই বড় যে দেখে বোঝার উপায় নেই এটা দেশি আনারস। এ আনারস বাগানের মালিক কাজী শাহজামাল। বাড়িরপাশে পাঁচ বিঘা পতিত জমিতে তাঁর এই দেশি আনারসের খেত।
সরেজমিনে দেখা গেছে, বিভিন্ন গাছ-গাছালির নিচে ঝোপ-ঝাড়, গাছের নিচে, পতিত জমিতে রয়েছে দেশি আনারসের গাছ। গাছগুলো প্রায় সব নুয়ে পড়েছে আনারসের ভারে। পাঁচ বিঘা জমিতে সাড়ে তিন হাজার আনারস গাছ রয়েছে। কোনো পরিচর্যা ছাড়াই এ বাগান থেকে প্রতিবছর ৬০-৭০ হাজার টাকার আনারস বিক্রি করা যায়। এ বছর প্রায় লাখ টাকার আনারস বিক্রির সম্ভাবনা রয়েছে।
কাজী শাহজামাল বলেন, বাপ-দাদার আমল থেকে বাড়ির পাশে জঙ্গলে আনারসের গাছগুলো রয়েছে। যা থেকে বছরে প্রায় ৬০-৭০ হাজার টাকার আনারস বিক্রি করা হয়। বিনা পরিচর্যায় পতিত জমি থেকে আনারস বিক্রি করে প্রতিবছর এ টাকা পাই। প্রতিটা আনারস পাইকারি বিক্রি হচ্ছে ৫০ টাকা করে। এবার লাখের কাছাকাছি টাকা বিক্রি করতে পারব। গত কয়েক দিন ধরে যা বিক্রি করেছি তাতে প্রায় ২০-২৫ হাজার টাকা বিক্রি হয়েছে।
শাহজামাল আরও বলেন, প্রতিটি গাছে একটি করে আনারস ধরে। তার গোঁড়া থেকে একাধিক বোগ (নতুন গাছ) বের হয়। এ বোগ লাগালে তিন বছর পর তাতে আনারস ধরে। দেশি আনারসের গুণাগুণ বেশি তাই এর চাহিদাও অনেক বেশি। আনারস চাষে কোনো কীটনাশক, সেচ ও পরিচর্যার প্রয়োজন হয় না।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাসুদ হোসেন পলাশ বলেন, ঝিকরগাছার মাটি বেলে ও দোআঁশ মাটি। এ মাটিতে আনারস ভালো হয়। আনারসে রোগ-বালাই নেই বললেই চলে। এতে সার-কীটনাশক ও সেচ একেবারেই লাগে না। শরীরের জন্য খুবই উপকারী। পরিচর্যা লাগে না বলে খরচও কম। স্থানীয় কৃষকেরা যদি আনারস চাষে আগ্রহী হন তাহলে কৃষি বিভাগ সর্বাত্মক সহায়তা করবে।
গ্রামাঞ্চলে এক সময়ে বসতবাড়ির আশপাশে, ঝোপঝাড়ে ও পতিত জমিতে দেখা মিলত দেশি আনারসের। এখন অবশ্য তা দুষ্প্রাপ্য। আগের মতো নজরে পড়ে না এসব দেশি আনারস। এমনকি নিজেদের খাওয়ার জন্যও কোনো পরিবার এ আনারস লাগায় না।
গ্রামাঞ্চলের যখন এমন অবস্থা তখন ঝিকরগাছার পানিসারা ইউনিয়নের নারাঙ্গালী গ্রামে দেখা গেছে দেশি আনারস। ঝোপঝাড়, গাছের নিচে, পতিত জমিতে এ আনারসের বাগান। আঁকারে এতটাই বড় যে দেখে বোঝার উপায় নেই এটা দেশি আনারস। এ আনারস বাগানের মালিক কাজী শাহজামাল। বাড়িরপাশে পাঁচ বিঘা পতিত জমিতে তাঁর এই দেশি আনারসের খেত।
সরেজমিনে দেখা গেছে, বিভিন্ন গাছ-গাছালির নিচে ঝোপ-ঝাড়, গাছের নিচে, পতিত জমিতে রয়েছে দেশি আনারসের গাছ। গাছগুলো প্রায় সব নুয়ে পড়েছে আনারসের ভারে। পাঁচ বিঘা জমিতে সাড়ে তিন হাজার আনারস গাছ রয়েছে। কোনো পরিচর্যা ছাড়াই এ বাগান থেকে প্রতিবছর ৬০-৭০ হাজার টাকার আনারস বিক্রি করা যায়। এ বছর প্রায় লাখ টাকার আনারস বিক্রির সম্ভাবনা রয়েছে।
কাজী শাহজামাল বলেন, বাপ-দাদার আমল থেকে বাড়ির পাশে জঙ্গলে আনারসের গাছগুলো রয়েছে। যা থেকে বছরে প্রায় ৬০-৭০ হাজার টাকার আনারস বিক্রি করা হয়। বিনা পরিচর্যায় পতিত জমি থেকে আনারস বিক্রি করে প্রতিবছর এ টাকা পাই। প্রতিটা আনারস পাইকারি বিক্রি হচ্ছে ৫০ টাকা করে। এবার লাখের কাছাকাছি টাকা বিক্রি করতে পারব। গত কয়েক দিন ধরে যা বিক্রি করেছি তাতে প্রায় ২০-২৫ হাজার টাকা বিক্রি হয়েছে।
শাহজামাল আরও বলেন, প্রতিটি গাছে একটি করে আনারস ধরে। তার গোঁড়া থেকে একাধিক বোগ (নতুন গাছ) বের হয়। এ বোগ লাগালে তিন বছর পর তাতে আনারস ধরে। দেশি আনারসের গুণাগুণ বেশি তাই এর চাহিদাও অনেক বেশি। আনারস চাষে কোনো কীটনাশক, সেচ ও পরিচর্যার প্রয়োজন হয় না।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাসুদ হোসেন পলাশ বলেন, ঝিকরগাছার মাটি বেলে ও দোআঁশ মাটি। এ মাটিতে আনারস ভালো হয়। আনারসে রোগ-বালাই নেই বললেই চলে। এতে সার-কীটনাশক ও সেচ একেবারেই লাগে না। শরীরের জন্য খুবই উপকারী। পরিচর্যা লাগে না বলে খরচও কম। স্থানীয় কৃষকেরা যদি আনারস চাষে আগ্রহী হন তাহলে কৃষি বিভাগ সর্বাত্মক সহায়তা করবে।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
২ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
২ দিন আগে