নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সুপার এইটে খেলা—এই বিশ্বকাপ বাংলাদেশ দলের সাফল্য বলতে এটাই; যে সাফল্যের সুবাদে জাতীয় দলের সাবেক তিন ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল, রাজিন সালেহ ও আফতাব আহমেদের মূল্যায়নে শান্তরা পাস মার্ক পেয়েছেন। তবে আফগানদের বিপক্ষে ১২.১ ওভারে জিতে সেমিফাইনালে যাওয়ার যে সুযোগ ছিল দলের, সেই সুযোগ কাজে লাগানোর চেষ্টা না দেখে তিন সাবেকই ধুয়ে দিয়েছেন দলকে।
মোহাম্মদ আশরাফুল
বোলাররা অসাধারণ বোলিং করেছে। ১০ এর মধ্যে আমি ৯ দেব তাদের। ব্যাটিংটা খুব বাজে হয়েছে, ৪ দেব ব্যাটিংকে। দলের পারফরম্যান্স? ভারত-অস্ট্রেলিয়া ম্যাচ বাদে ৫টা ম্যাচ খারাপ করেনি বাংলাদেশ। আমরা ৩টি ম্যাচ জিতেছি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আম্পায়ারের কারণে জিততে পারিনি, আমাদেরও ভুল ছিল। আফগানিস্তানের বিপক্ষেও আমাদের ভুলের কারণে জিততে পারিনি। সেমিফাইনালে খেলতে পারিনি। দলের পারফরম্যান্সকে ১০ এর মধ্যে সাড়ে ৬ দেব আমি। আফগানদের বিপক্ষে ১২ ওভারেই হেরে গেলে কিছু মনে করতাম না। কিন্তু আমরা চেষ্টাই করলাম না, দুঃখ এখানেই। বিশেষ করে ৯ থেকে ১২ ওভারে যেভাবে ব্যাটিং করল মাহমুদউল্লাহ-লিটন, এটা অবাক করার মতো। প্লেয়ার, ম্যানেজমেন্টের কী চিন্তাভাবনা, কিছুই বুঝতে পারিনি।
আফতাব আহমেদ
আমরা শেষ ম্যাচটা আফগানিস্তানের বিপক্ষে হারলাম। হারাটা কোনো সমস্যা নয়। ১২ ওভারে লক্ষ্য তাড়া করতে না পারাটাও সমস্যা নয়। কিন্তু সমস্যা হচ্ছে, ১২ ওভারে লক্ষ্যে পৌঁছানোর কোনো চেষ্টাই ছিল না দলের। চেষ্টা করলে কী হতো, ১০ ওভারে ৮০-৯০ রানে অলআউট হয়ে যাব—এই তো! তাতে অন্তত মনকে সান্ত্বনা দিতে পারতাম, আমরা চেষ্টা করেছি।
শান্ত বলছে, ৩টি উইকেট হারানোর আগপর্যন্ত তারা চেষ্টা করেছে। এরপর সেমির লড়াইয়ের আশা বাদ দিয়ে নরমাল জয়ের জন্য খেলেছে দল। এই জয় দিয়ে কী হবে। আমি খুবই হতাশ এবং অবাক। কেননা সেমিফাইনালের টিকিট কাটার জন্য দ্রুত রান তোলার চেষ্টাই ছিল না। আমার মনে হচ্ছে, লিটন নিজের রান করে খুশি হয়ে বাসায় ফিরছে।
রাজিন সালেহ
সত্যি বলতে, বিশ্বকাপে অসাধারণ বোলিং করেছে বাংলাদেশের বোলাররা। বিশ্বকাপের মতো জায়গায় ভিন্ন কন্ডিশনে তারা দুর্দান্ত বল করেছে। এ কৃতিত্ব তাদের দিতে হবে। এটা অনুপ্রেরণাদায়ক। বিশেষ করে তানজিম হাসান সাকিব ও রিশাদ হোসেনের কথা বলতে হয়। আমি বোলিং বিভাগকে ১০-এর মধ্যে ৬ দেব।
ব্যাটিংটা আমাদের ভালো হয়নি। নিয়মিত খারাপ হয়েছে। টপ অর্ডার পুরোপুরি বাজে ব্যাটিং করেছে। এভাবে খেলায় জেতা খুবই কঠিন। ব্যাটিং অর্ডারকে আমি ১০-এর মধ্যে ৩ দেব। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জেতা ম্যাচ হেরেছি ব্যাটিং ধসের কারণে। আফগানদের বিপক্ষেও জেতা ম্যাচ হেরেছি। এই ম্যাচ হারার কথা ছিল না। পুরো টুর্নামেন্টে আমাদের ব্যাটিংটা ভালো হয়নি। পারফরম্যান্স বিবেচনায় ১০-এর মধ্যে ৪ দেব বাংলাদেশ দলকে।
সুপার এইটে খেলা—এই বিশ্বকাপ বাংলাদেশ দলের সাফল্য বলতে এটাই; যে সাফল্যের সুবাদে জাতীয় দলের সাবেক তিন ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল, রাজিন সালেহ ও আফতাব আহমেদের মূল্যায়নে শান্তরা পাস মার্ক পেয়েছেন। তবে আফগানদের বিপক্ষে ১২.১ ওভারে জিতে সেমিফাইনালে যাওয়ার যে সুযোগ ছিল দলের, সেই সুযোগ কাজে লাগানোর চেষ্টা না দেখে তিন সাবেকই ধুয়ে দিয়েছেন দলকে।
মোহাম্মদ আশরাফুল
বোলাররা অসাধারণ বোলিং করেছে। ১০ এর মধ্যে আমি ৯ দেব তাদের। ব্যাটিংটা খুব বাজে হয়েছে, ৪ দেব ব্যাটিংকে। দলের পারফরম্যান্স? ভারত-অস্ট্রেলিয়া ম্যাচ বাদে ৫টা ম্যাচ খারাপ করেনি বাংলাদেশ। আমরা ৩টি ম্যাচ জিতেছি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আম্পায়ারের কারণে জিততে পারিনি, আমাদেরও ভুল ছিল। আফগানিস্তানের বিপক্ষেও আমাদের ভুলের কারণে জিততে পারিনি। সেমিফাইনালে খেলতে পারিনি। দলের পারফরম্যান্সকে ১০ এর মধ্যে সাড়ে ৬ দেব আমি। আফগানদের বিপক্ষে ১২ ওভারেই হেরে গেলে কিছু মনে করতাম না। কিন্তু আমরা চেষ্টাই করলাম না, দুঃখ এখানেই। বিশেষ করে ৯ থেকে ১২ ওভারে যেভাবে ব্যাটিং করল মাহমুদউল্লাহ-লিটন, এটা অবাক করার মতো। প্লেয়ার, ম্যানেজমেন্টের কী চিন্তাভাবনা, কিছুই বুঝতে পারিনি।
আফতাব আহমেদ
আমরা শেষ ম্যাচটা আফগানিস্তানের বিপক্ষে হারলাম। হারাটা কোনো সমস্যা নয়। ১২ ওভারে লক্ষ্য তাড়া করতে না পারাটাও সমস্যা নয়। কিন্তু সমস্যা হচ্ছে, ১২ ওভারে লক্ষ্যে পৌঁছানোর কোনো চেষ্টাই ছিল না দলের। চেষ্টা করলে কী হতো, ১০ ওভারে ৮০-৯০ রানে অলআউট হয়ে যাব—এই তো! তাতে অন্তত মনকে সান্ত্বনা দিতে পারতাম, আমরা চেষ্টা করেছি।
শান্ত বলছে, ৩টি উইকেট হারানোর আগপর্যন্ত তারা চেষ্টা করেছে। এরপর সেমির লড়াইয়ের আশা বাদ দিয়ে নরমাল জয়ের জন্য খেলেছে দল। এই জয় দিয়ে কী হবে। আমি খুবই হতাশ এবং অবাক। কেননা সেমিফাইনালের টিকিট কাটার জন্য দ্রুত রান তোলার চেষ্টাই ছিল না। আমার মনে হচ্ছে, লিটন নিজের রান করে খুশি হয়ে বাসায় ফিরছে।
রাজিন সালেহ
সত্যি বলতে, বিশ্বকাপে অসাধারণ বোলিং করেছে বাংলাদেশের বোলাররা। বিশ্বকাপের মতো জায়গায় ভিন্ন কন্ডিশনে তারা দুর্দান্ত বল করেছে। এ কৃতিত্ব তাদের দিতে হবে। এটা অনুপ্রেরণাদায়ক। বিশেষ করে তানজিম হাসান সাকিব ও রিশাদ হোসেনের কথা বলতে হয়। আমি বোলিং বিভাগকে ১০-এর মধ্যে ৬ দেব।
ব্যাটিংটা আমাদের ভালো হয়নি। নিয়মিত খারাপ হয়েছে। টপ অর্ডার পুরোপুরি বাজে ব্যাটিং করেছে। এভাবে খেলায় জেতা খুবই কঠিন। ব্যাটিং অর্ডারকে আমি ১০-এর মধ্যে ৩ দেব। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জেতা ম্যাচ হেরেছি ব্যাটিং ধসের কারণে। আফগানদের বিপক্ষেও জেতা ম্যাচ হেরেছি। এই ম্যাচ হারার কথা ছিল না। পুরো টুর্নামেন্টে আমাদের ব্যাটিংটা ভালো হয়নি। পারফরম্যান্স বিবেচনায় ১০-এর মধ্যে ৪ দেব বাংলাদেশ দলকে।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
২ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
২ দিন আগে