নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আফগানিস্তান সিরিজ শেষে বাংলাদেশের কোচিং স্টাফরা যাচ্ছেন আট-দশ দিনের ছুটিতে। দলের বেশির ভাগ ক্রিকেটারের ১০ দিনের ছুটি। তবে ছুটি নেই সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তাসকিন আহমেদ ও লিটন দাসের। আন্তর্জাতিক সূচির এই বিরতিতে তাঁরা ব্যস্ত থাকবেন ফ্র্যাঞ্চাইজি লিগে।
সামনে বিশ্বকাপ ও এশিয়া কাপ। বড় দুটি টুর্নামেন্টের আগে যেহেতু জাতীয় দলের খেলা নেই, সময়টা কাজে লাগাতে চার ক্রিকেটারকে লিগ খেলার অনুমতি দিয়েছে বিসিবি। জিম আফ্রো টি-টেন লিগ খেলতে গতকালই জিম্বাবুয়ের উদ্দেশে রওনা দেওয়ার কথা ছিল তাসকিনের। কিন্তু ভ্রমণবিষয়ক জটিলতায় গতকাল যেতে পারেননি তিনি। তবে আজ যাওয়ার কথা রয়েছে তাঁর। লিগে বুলাওয়ায়ো ব্রেভসের হয়ে খেলবেন এই পেসার। ২০ থেকে ২৯ জুলাই হবে লিগটি। টুর্নামেন্ট শেষ করে বিশ্বকাপের কন্ডিশনিং ক্যাম্পে দলের সঙ্গে যোগ দেবেন তিনি।
জিম আফ্রো টি-টেন লিগ খেলতে আজ যাওয়ার কথা মুশফিকেরও। আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের পর দুবাইয়ে যাওয়া এই উইকেটকিপার ব্যাটার আজই জিম্বাবুয়ের উদ্দেশে রওনা দেবেন বলে জানা গেছে। লিগে জোবার্গ বাফেলোসের হয়ে খেলবেন তিনি।
আগামী বৃহস্পতিবার কানাডায় শুরু হচ্ছে গ্লোবাল টি-টোয়েন্টি লিগ ২০২৩, চলবে ৬ আগস্ট পর্যন্ত। গতকাল আজকের পত্রিকাকে লিটন জানিয়েছেন, আজ রাতের ফ্লাইটে কানাডায় যাবেন তিনি। লিগে সারে জাগুয়ার্সের হয়ে খেলবেন লিটন। কাল যাচ্ছেন সাকিবও। এই অলরাউন্ডার খেলবেন মন্ট্রিয়ল টাইগার্সের হয়ে।
গ্লোবাল লিগ খেলে সাকিব চলে আসবেন লঙ্কা প্রিমিয়ার লিগ খেলতে শ্রীলঙ্কায়। সরাসরি চুক্তিতে এই অলরাউন্ডারকে দলে ভিড়িয়েছে গল টাইটান্স। একই দলে খেলবেন বাংলাদেশি উইকেটকিপার ব্যাটার মোহাম্মদ মিঠুন। ৩০ জুলাই শুরু হবে এই টুর্নামেন্ট। ফাইনাল ২০ আগস্ট।
বাংলাদেশ দলের চার ক্রিকেটারের ফ্র্যাঞ্চাইজি লিগ খেলা নিয়ে কদিন আগে জালাল ইউনুস বলেছেন, ‘প্রধান কোচ, টিম ম্যানেজমেন্ট সবার সঙ্গে আলাপ-আলোচনা করে (অনাপত্তিপত্র) দেওয়া হয়েছে। এই সময়ে যে সংস্করণেই হোক, আমরা চাই খেলুক।
প্রতিযোগিতামূলক ম্যাচ খেলতে পারলে এটা আমাদের জন্যই ভালো।’
আফগানিস্তান সিরিজ শেষে বাংলাদেশের কোচিং স্টাফরা যাচ্ছেন আট-দশ দিনের ছুটিতে। দলের বেশির ভাগ ক্রিকেটারের ১০ দিনের ছুটি। তবে ছুটি নেই সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তাসকিন আহমেদ ও লিটন দাসের। আন্তর্জাতিক সূচির এই বিরতিতে তাঁরা ব্যস্ত থাকবেন ফ্র্যাঞ্চাইজি লিগে।
সামনে বিশ্বকাপ ও এশিয়া কাপ। বড় দুটি টুর্নামেন্টের আগে যেহেতু জাতীয় দলের খেলা নেই, সময়টা কাজে লাগাতে চার ক্রিকেটারকে লিগ খেলার অনুমতি দিয়েছে বিসিবি। জিম আফ্রো টি-টেন লিগ খেলতে গতকালই জিম্বাবুয়ের উদ্দেশে রওনা দেওয়ার কথা ছিল তাসকিনের। কিন্তু ভ্রমণবিষয়ক জটিলতায় গতকাল যেতে পারেননি তিনি। তবে আজ যাওয়ার কথা রয়েছে তাঁর। লিগে বুলাওয়ায়ো ব্রেভসের হয়ে খেলবেন এই পেসার। ২০ থেকে ২৯ জুলাই হবে লিগটি। টুর্নামেন্ট শেষ করে বিশ্বকাপের কন্ডিশনিং ক্যাম্পে দলের সঙ্গে যোগ দেবেন তিনি।
জিম আফ্রো টি-টেন লিগ খেলতে আজ যাওয়ার কথা মুশফিকেরও। আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের পর দুবাইয়ে যাওয়া এই উইকেটকিপার ব্যাটার আজই জিম্বাবুয়ের উদ্দেশে রওনা দেবেন বলে জানা গেছে। লিগে জোবার্গ বাফেলোসের হয়ে খেলবেন তিনি।
আগামী বৃহস্পতিবার কানাডায় শুরু হচ্ছে গ্লোবাল টি-টোয়েন্টি লিগ ২০২৩, চলবে ৬ আগস্ট পর্যন্ত। গতকাল আজকের পত্রিকাকে লিটন জানিয়েছেন, আজ রাতের ফ্লাইটে কানাডায় যাবেন তিনি। লিগে সারে জাগুয়ার্সের হয়ে খেলবেন লিটন। কাল যাচ্ছেন সাকিবও। এই অলরাউন্ডার খেলবেন মন্ট্রিয়ল টাইগার্সের হয়ে।
গ্লোবাল লিগ খেলে সাকিব চলে আসবেন লঙ্কা প্রিমিয়ার লিগ খেলতে শ্রীলঙ্কায়। সরাসরি চুক্তিতে এই অলরাউন্ডারকে দলে ভিড়িয়েছে গল টাইটান্স। একই দলে খেলবেন বাংলাদেশি উইকেটকিপার ব্যাটার মোহাম্মদ মিঠুন। ৩০ জুলাই শুরু হবে এই টুর্নামেন্ট। ফাইনাল ২০ আগস্ট।
বাংলাদেশ দলের চার ক্রিকেটারের ফ্র্যাঞ্চাইজি লিগ খেলা নিয়ে কদিন আগে জালাল ইউনুস বলেছেন, ‘প্রধান কোচ, টিম ম্যানেজমেন্ট সবার সঙ্গে আলাপ-আলোচনা করে (অনাপত্তিপত্র) দেওয়া হয়েছে। এই সময়ে যে সংস্করণেই হোক, আমরা চাই খেলুক।
প্রতিযোগিতামূলক ম্যাচ খেলতে পারলে এটা আমাদের জন্যই ভালো।’
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে