নরসিংদী প্রতিনিধি
নরসিংদী শহরে বাড়িতে ঢুকে এক শিক্ষকের স্ত্রীকে গলা কেটে হত্যার ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার বেলা ৩টার দিকে পৌর শহরের সাটিরপাড়া সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের পেছনের একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।
নিহত গৃহবধূর নাম মানসুরা আক্তার ইতি (২৪)। তিনি শহরের সাটিরপাড়া কে কে ইনস্টিটিউশন স্কুল অ্যান্ড কলেজের পৌরনীতি বিষয়ের প্রভাষক মশিউর রহমান হিমেলের স্ত্রী। তবে কে তাঁকে গলা কেটে হত্যা করেছে তা জানা যায়নি।
মানসুরার স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, এই দম্পতি শিশুসন্তানসহ চারতলা বাড়ির নিচতলার একটি ফ্ল্যাটে এক বছর ধরে ভাড়ায় বাস করছেন। গত বৃহস্পতিবার বিকেলে স্ত্রী মানসুরাকে বাসায় রেখে স্বামী মশিউর রহমান গ্রামের বাড়ি বেলাব উপজেলার সল্লাবাদ এলাকায় যান। গতকাল শুক্রবার ৩টার দিকে ওই বাসায় মানসুরার গলাকাটা লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। খবর পেয়ে নরসিংদী মডেল থানার পুলিশ ঘটনাস্থলে যায়। পরে ওই গৃহবধূর লাশ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
মানসুরার বড়ভাই নূর মোহাম্মদ বলেন, ‘বিকেল ৪টার দিকে স্থানীয় লোকজনের মাধ্যমে বোনের গলাকাটা লাশ ঘরের মেঝেতে পড়ে থাকার খবর পাই। কে বা কারা তাঁকে এমন হত্যা করল, বুঝতে পারছি না। আমরা মামলা করার প্রস্তুতি নিচ্ছি।’
তাৎক্ষণিকভাবে কাউকে সন্দেহ করেন কী না জানতে চাইলে তিনি আরও বলেন, ‘কাকে যে সন্দেহ করব, সেটাই বুঝতে পারছি না। তবে যে বা যারা আমার বোনকে দিনেদুপুরে হত্যা করেছে, আমি তাঁর বিচার চাই।’
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সাহেব আলী পাঠান, জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল বাশার।
নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সাহেব আলী পাঠান বলেন, ‘কে বা কারা ওই গৃহবধূকে গলা কেটে হত্যা করেছে তা বের করতে তদন্ত চলছে। আশা করছি, দ্রুত অপরাধীদের আইনের আওতায় আনতে পারব আমরা।’
নরসিংদী শহরে বাড়িতে ঢুকে এক শিক্ষকের স্ত্রীকে গলা কেটে হত্যার ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার বেলা ৩টার দিকে পৌর শহরের সাটিরপাড়া সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের পেছনের একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।
নিহত গৃহবধূর নাম মানসুরা আক্তার ইতি (২৪)। তিনি শহরের সাটিরপাড়া কে কে ইনস্টিটিউশন স্কুল অ্যান্ড কলেজের পৌরনীতি বিষয়ের প্রভাষক মশিউর রহমান হিমেলের স্ত্রী। তবে কে তাঁকে গলা কেটে হত্যা করেছে তা জানা যায়নি।
মানসুরার স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, এই দম্পতি শিশুসন্তানসহ চারতলা বাড়ির নিচতলার একটি ফ্ল্যাটে এক বছর ধরে ভাড়ায় বাস করছেন। গত বৃহস্পতিবার বিকেলে স্ত্রী মানসুরাকে বাসায় রেখে স্বামী মশিউর রহমান গ্রামের বাড়ি বেলাব উপজেলার সল্লাবাদ এলাকায় যান। গতকাল শুক্রবার ৩টার দিকে ওই বাসায় মানসুরার গলাকাটা লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। খবর পেয়ে নরসিংদী মডেল থানার পুলিশ ঘটনাস্থলে যায়। পরে ওই গৃহবধূর লাশ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
মানসুরার বড়ভাই নূর মোহাম্মদ বলেন, ‘বিকেল ৪টার দিকে স্থানীয় লোকজনের মাধ্যমে বোনের গলাকাটা লাশ ঘরের মেঝেতে পড়ে থাকার খবর পাই। কে বা কারা তাঁকে এমন হত্যা করল, বুঝতে পারছি না। আমরা মামলা করার প্রস্তুতি নিচ্ছি।’
তাৎক্ষণিকভাবে কাউকে সন্দেহ করেন কী না জানতে চাইলে তিনি আরও বলেন, ‘কাকে যে সন্দেহ করব, সেটাই বুঝতে পারছি না। তবে যে বা যারা আমার বোনকে দিনেদুপুরে হত্যা করেছে, আমি তাঁর বিচার চাই।’
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সাহেব আলী পাঠান, জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল বাশার।
নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সাহেব আলী পাঠান বলেন, ‘কে বা কারা ওই গৃহবধূকে গলা কেটে হত্যা করেছে তা বের করতে তদন্ত চলছে। আশা করছি, দ্রুত অপরাধীদের আইনের আওতায় আনতে পারব আমরা।’
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
২ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
২ দিন আগে