ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি
বাংলা পঞ্জিকায় এখন চলছে অগ্রহায়ণ মাস। সাধারণত দু-তিন মাস পরই মুকুল আসা শুরু করে আমগাছে। কিন্তু খানিকটা হলেও চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় ব্যত্যয় ঘটেছে এবার। অনেক আমগাছেই চলতি মাসের শুরুতে আসতে শুরু করেছে আগাম মুকুল। এতে আমচাষিদের মনে আশার প্রদীপ জ্বলে উঠেছে। তবে সংশ্লিষ্ট কৃষি কর্মকর্তারা বলছেন, শীতে গাছে মুকুল আসা তেমন ভালো লক্ষণ নয়। গাছের আগাম মুকুল ঘন কুয়াশায় ক্ষতিগ্রস্ত হতে পারে। ফলে শঙ্কাও রয়েছে আমের ফলন নিয়ে।
সরেজমিনে উপজেলার ১৫ নম্বর রূপসা উত্তর ইউনিয়নের বদরপুর এলাকায় দেখা গেছে, মুকুলে সুশোভিত হয়ে আছে বিভিন্ন আমগাছ। মুকুলের পরিমাণ কম হলেও মিষ্টি ঘ্রাণে এরই মধ্যে ম-ম করতে শুরু করেছে চারিদিক। মুকুলের সেই সুমিষ্ট সুবাসে আনন্দে ভরে উঠছে চাষির মনও। গাছের কচি শাখা-প্রশাখায় ফোটা স্বর্ণালি ফুলগুলোর ওপর সূর্যচ্ছটা পড়তেই চিকচিক করে উঠছে। একই সঙ্গে উপজেলার বিভিন্ন এলাকায় বারোমাসি ও লোকাল জাতের আমগাছে মুকুল আসার খবর পাওয়া গেছে।
বদরপুর এলাকার আমচাষি মাইন উদ্দিন বিটু জানান, ফরিদগঞ্জে সবেমাত্র শীতের তীব্রতা বিরাজ করলেও গাছে আগাম মুকুল আসতে শুরু করেছে। অগ্রহায়ণের মাঝামাঝিতে গাছে মুকুল বের হয়েছে। তার বাড়িতে অধিকাংশ গাছেই মুকুল দেখা দিয়েছে। মুকুলের মাথাগুলোকে পোকা-মাকড়ের আক্রমণ থেকে রক্ষার জন্য কীটনাশক ছিটানো হচ্ছে। তবে কিছুদিন থেকে ঘন কুয়াশার কারণে কিছু মুকুল নষ্ট হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে আগামী মাসের প্রথম দিকে সবগুলো গাছে মুকুল দেখা যাবে বলেও জানান তিনি।
ফরিদগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায়, ডিসেম্বরের শেষ দিক থেকে জানুয়ারির মাঝামাঝি সময়ে বারোমাসি বা লোকাল জাতের আমগাছে মুকুল আসা শুরু হয়। তবে এবার ফরিদগঞ্জে নভেম্বরের মাঝামাঝি মুকুল আসা শুরু হয়েছে। ফেব্রুয়ারি মাসে মূলত মুকুল আসা শুরু হয়। শীতের তীব্রতা, তাপমাত্রা ও ঘন কুয়াশার কারণে গাছের মুকুল নষ্ট হতে পারে।
ফরিদগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা আশিক জামিল মাহমুদ জানান, আমগাছের মুকুল আসার কথা মাঘ মাস থেকে; অর্থাৎ ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে। তবে প্রাকৃতিকভাবেই হয়তো কিছু গাছে মুকুল আসতে পারে। আমগাছের মালিকদের সঙ্গে যোগাযোগ করে এসব গাছের পরিচর্যার ব্যবস্থা করা হবে।
বাংলা পঞ্জিকায় এখন চলছে অগ্রহায়ণ মাস। সাধারণত দু-তিন মাস পরই মুকুল আসা শুরু করে আমগাছে। কিন্তু খানিকটা হলেও চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় ব্যত্যয় ঘটেছে এবার। অনেক আমগাছেই চলতি মাসের শুরুতে আসতে শুরু করেছে আগাম মুকুল। এতে আমচাষিদের মনে আশার প্রদীপ জ্বলে উঠেছে। তবে সংশ্লিষ্ট কৃষি কর্মকর্তারা বলছেন, শীতে গাছে মুকুল আসা তেমন ভালো লক্ষণ নয়। গাছের আগাম মুকুল ঘন কুয়াশায় ক্ষতিগ্রস্ত হতে পারে। ফলে শঙ্কাও রয়েছে আমের ফলন নিয়ে।
সরেজমিনে উপজেলার ১৫ নম্বর রূপসা উত্তর ইউনিয়নের বদরপুর এলাকায় দেখা গেছে, মুকুলে সুশোভিত হয়ে আছে বিভিন্ন আমগাছ। মুকুলের পরিমাণ কম হলেও মিষ্টি ঘ্রাণে এরই মধ্যে ম-ম করতে শুরু করেছে চারিদিক। মুকুলের সেই সুমিষ্ট সুবাসে আনন্দে ভরে উঠছে চাষির মনও। গাছের কচি শাখা-প্রশাখায় ফোটা স্বর্ণালি ফুলগুলোর ওপর সূর্যচ্ছটা পড়তেই চিকচিক করে উঠছে। একই সঙ্গে উপজেলার বিভিন্ন এলাকায় বারোমাসি ও লোকাল জাতের আমগাছে মুকুল আসার খবর পাওয়া গেছে।
বদরপুর এলাকার আমচাষি মাইন উদ্দিন বিটু জানান, ফরিদগঞ্জে সবেমাত্র শীতের তীব্রতা বিরাজ করলেও গাছে আগাম মুকুল আসতে শুরু করেছে। অগ্রহায়ণের মাঝামাঝিতে গাছে মুকুল বের হয়েছে। তার বাড়িতে অধিকাংশ গাছেই মুকুল দেখা দিয়েছে। মুকুলের মাথাগুলোকে পোকা-মাকড়ের আক্রমণ থেকে রক্ষার জন্য কীটনাশক ছিটানো হচ্ছে। তবে কিছুদিন থেকে ঘন কুয়াশার কারণে কিছু মুকুল নষ্ট হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে আগামী মাসের প্রথম দিকে সবগুলো গাছে মুকুল দেখা যাবে বলেও জানান তিনি।
ফরিদগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায়, ডিসেম্বরের শেষ দিক থেকে জানুয়ারির মাঝামাঝি সময়ে বারোমাসি বা লোকাল জাতের আমগাছে মুকুল আসা শুরু হয়। তবে এবার ফরিদগঞ্জে নভেম্বরের মাঝামাঝি মুকুল আসা শুরু হয়েছে। ফেব্রুয়ারি মাসে মূলত মুকুল আসা শুরু হয়। শীতের তীব্রতা, তাপমাত্রা ও ঘন কুয়াশার কারণে গাছের মুকুল নষ্ট হতে পারে।
ফরিদগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা আশিক জামিল মাহমুদ জানান, আমগাছের মুকুল আসার কথা মাঘ মাস থেকে; অর্থাৎ ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে। তবে প্রাকৃতিকভাবেই হয়তো কিছু গাছে মুকুল আসতে পারে। আমগাছের মালিকদের সঙ্গে যোগাযোগ করে এসব গাছের পরিচর্যার ব্যবস্থা করা হবে।
বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
৪ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪দেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২০ নভেম্বর ২০২৪