রিক্তা রিচি, ঢাকা
মনের মাধুরী মিশিয়ে নখ সাজান অনেকে। কখনো নখের ওপর ফুটিয়ে তোলেন রঙিন ক্যানভাস আবার কখনো ফুল বা অন্য কিছু। মোটকথা, নখকে ফ্যাশনেবল করে তুলতে সাজের শেষ নেই। নখের সাজসজ্জা করতে অনেকে বেশ অর্থ ও সময় ব্যয় করেন। তবে ঘরে থাকা উপাদান দিয়ে অল্প সময় ব্যয় করে নখ সাজানো যায়। পছন্দ অনুযায়ী নখের ওপর বিন্দু আঁকা যায়। আর এই ছোট ছোট সরঞ্জামের ব্যবহারে আপনার নখ হয়ে উঠতে পারে সুন্দর ও আকর্ষণীয়।
চুলের ক্লিপ
আপনার বাসায় নিশ্চয় চুলের ক্লিপ আছে। আরে হ্যাঁ, স্কুল-কলেজে যাওয়ার সময় যে ক্লিপগুলো দিয়ে চুল আটকান, সেগুলোর কথাই বলছি। এই ক্লিপ নখ সাজাতে কাজে লাগে। দাওয়াতে যাওয়ার আগে কিংবা নিজের অবসরের কোনো এক বিকেলে নখ সাজাতে পারেন এগুলো দিয়ে। প্রথমে নখের ওপর পছন্দ অনুযায়ী নেইলপলিশ লাগিয়ে নিন। তারপর অন্য একটি রঙের নেইলপলিশে ক্লিপের এক পাশ ডুবিয়ে নিন। তা দিয়ে নখের ওপর বিন্দু কিংবা মনের মতো নকশা এঁকে নিন। এ ছাড়া নখের ওপর জরি বসাতেও ক্লিপ ব্যবহার করতে পারেন। খুব সহজে, কোনো ঝামেলা ছাড়াই নেল আর্ট করতে পারবেন।
পেইন্ট ব্রাশ বা তুলির ব্যবহার
যাঁরা ছবি আঁকতে পছন্দ করেন, তাঁদের বাসায় নিশ্চয় পেইন্ট ব্রাশ রয়েছে। নখের সাজসজ্জায় অভিনব নকশা আঁকার জন্য পেইন্ট ব্রাশ ব্যবহার করতে পারেন। একাধিক পেইন্ট ব্রাশ থাকলে একাধিক রঙের নেইলপলিশে ব্রাশ ডুবিয়ে নখে রঙের বৈচিত্র্য সৃষ্টি করা যায়। নখে এক স্তর করে সাদা নেইলপলিশ লাগিয়ে, তার ওপর গাঢ় রঙের আইশ্যাডো বসিয়ে নিন পেইন্ট ব্রাশের সাহায্যে। তারপর নখের কোনায় কিংবা নখের মাঝ বরাবর আড়াআড়ি করে স্টোন বসিয়ে নিন। এতে নখ অনন্য হয়ে উঠবে।
পেইন্ট ব্রাশের পরিবর্তে চিকন মেকআপ ব্রাশও ব্যবহার করতে পারবেন। চিকন তুলি কিংবা মেকআপ ব্রাশের সাহায্যে নখে ক্যানভাস আঁকতে পারবেন। নখে আড়াআড়িভাবে দুই শেডের নেইলপলিশ লাগাতে পারবেন।
বলপেন
যাঁরা ব্রাশ ব্যবহার করে নখের ওপর নকশা করতে ভয় পান, তাঁরা বলপেনের সাহায্য নিতে পারেন। বলপেন দিয়ে পছন্দের যেকোনো রেখা আঁকা যায়। এতে ডিজাইন নষ্ট হওয়ার ভয় থাকে না। বলপেন ব্যবহার করে নখে জরি ও পাথর বসানো যায়। ইচ্ছেমতো নকশাও আঁকা যায়।
কালি শেষ হয়ে গেছে এমন একটি কলম নিন। তারপর নেইলপলিশে কলমের নিব ডুবিয়ে নিয়ে তা দিয়ে নখের ওপর মনের মতো রেখা কিংবা নকশা এঁকে নিন।
ম্যাচের কাঠি
ম্যাচের কাঠি নখ সাজাতে ব্যবহৃত হতে পারে। অবাক হওয়ার কিছু নেই। এখন থেকে ম্যাচের কাঠি শুধু আগুন জ্বালানোর কাজে ব্যবহার না করে নেইল আর্টেও কাজে লাগান। ম্যাচের কাঠি দিয়ে নখে প্রিয় কোনো পাতা, ফুল ইত্যাদি আঁকতে পারবেন। কোনো আঁকাবাঁকা বাড়তি লাইন সৃষ্টি হবে না।
ম্যাচের কাঠির গোড়ার দিকটি নেইলপলিশে ডুবিয়ে নিন। তারপর ইচ্ছেমতো রঙের বিন্দু কিংবা নকশা আঁকুন আপনার নখে।
টুথপিক
টুথপিক শুধু দাঁত পরিষ্কার করতে সহায়তা করে, তা-ই নয়; এটি দিয়ে অনেক কিছুই সৃষ্টি করা যায়। কেউ দেয়ালের ম্যাট বানান টুথপিক দিয়ে। কেউবা আবার টুথপিক দিয়ে বিভিন্ন নকশা আঁকেন। শুধু তা-ই নয়, টুথপিক ব্যবহার করে নখের কারুকাজ বাড়ানো যায়। নখে একটি বেজ রঙের নেইলপলিশ দিয়ে নিন। টুথপিক অন্য রঙের নেইলপলিশে ডুবিয়ে তার সরু অংশ দিয়ে মনের মাধুরী মিশিয়ে বৈচিত্র্যপূর্ণ নকশা আঁকতে পারেন নখে।
সেফটিপিন
সেফটিপিন শাড়ির আঁচল কিংবা শাড়ির কুঁচি ঠিক রাখার কাজে ব্যবহৃত হয়। সেফটিপিন ব্যবহার করে নখের নকশাও সাজানো যায়। নখে বিভিন্ন ধরনের বিন্দু ব্যবহার করার প্রয়োজন হলে হাতের কাছে থাকা সেফটিপিন ব্যবহার করতে পারেন। সেফটিপিন নেইল কালারের মধ্যে ডুবিয়ে হাতের নখে আলপনায় বিন্দু আঁকতে পারেন।
পেনসিল
পেনসিল দিয়ে দুইভাবে নকশা করা যায়। প্রথমত, শার্প করা অংশ, অর্থাৎ ধারালো অংশ নেইলপলিশে ডুবিয়ে ছোট বিন্দু আঁকা যায়। দ্বিতীয়ত, পেছনের গোলাকার অংশ দিয়ে বড় বিন্দু আঁকা যায়। বিভিন্ন বিন্দুর মিশেলে আপনি নানা নকশায় নখ সাজাতে পারবেন।
আলপিন
ঘরের আনাচকানাচে আলপিন পড়ে থাকে। পড়ে থাকা আলপিন নেইলপলিশে ডুবিয়ে নখের ওপর সুন্দর নকশা করা যায়।
ঘরোয়া এ জিনিসগুলো নেইলপলিশে ডুবিয়ে সেই রং দিয়ে নখ সাজানো যায় বিভিন্নভাবে। প্রথমে ভেবে নিন আপনি নখে কোন নকশা করতে চান। তারপর সেই অনুসারে চুলের ক্লিপ, ম্যাচের কাঠি নাকি পেনসিল ব্যবহার করবেন, তা ঠিক করে নিন। এ জিনিসগুলো ব্যবহারের সময় এগুলোর গঠনগত নমনীয়তা বিষয়ে খেয়াল রাখবেন।
সূত্র: স্টাইলক্রেজ
মনের মাধুরী মিশিয়ে নখ সাজান অনেকে। কখনো নখের ওপর ফুটিয়ে তোলেন রঙিন ক্যানভাস আবার কখনো ফুল বা অন্য কিছু। মোটকথা, নখকে ফ্যাশনেবল করে তুলতে সাজের শেষ নেই। নখের সাজসজ্জা করতে অনেকে বেশ অর্থ ও সময় ব্যয় করেন। তবে ঘরে থাকা উপাদান দিয়ে অল্প সময় ব্যয় করে নখ সাজানো যায়। পছন্দ অনুযায়ী নখের ওপর বিন্দু আঁকা যায়। আর এই ছোট ছোট সরঞ্জামের ব্যবহারে আপনার নখ হয়ে উঠতে পারে সুন্দর ও আকর্ষণীয়।
চুলের ক্লিপ
আপনার বাসায় নিশ্চয় চুলের ক্লিপ আছে। আরে হ্যাঁ, স্কুল-কলেজে যাওয়ার সময় যে ক্লিপগুলো দিয়ে চুল আটকান, সেগুলোর কথাই বলছি। এই ক্লিপ নখ সাজাতে কাজে লাগে। দাওয়াতে যাওয়ার আগে কিংবা নিজের অবসরের কোনো এক বিকেলে নখ সাজাতে পারেন এগুলো দিয়ে। প্রথমে নখের ওপর পছন্দ অনুযায়ী নেইলপলিশ লাগিয়ে নিন। তারপর অন্য একটি রঙের নেইলপলিশে ক্লিপের এক পাশ ডুবিয়ে নিন। তা দিয়ে নখের ওপর বিন্দু কিংবা মনের মতো নকশা এঁকে নিন। এ ছাড়া নখের ওপর জরি বসাতেও ক্লিপ ব্যবহার করতে পারেন। খুব সহজে, কোনো ঝামেলা ছাড়াই নেল আর্ট করতে পারবেন।
পেইন্ট ব্রাশ বা তুলির ব্যবহার
যাঁরা ছবি আঁকতে পছন্দ করেন, তাঁদের বাসায় নিশ্চয় পেইন্ট ব্রাশ রয়েছে। নখের সাজসজ্জায় অভিনব নকশা আঁকার জন্য পেইন্ট ব্রাশ ব্যবহার করতে পারেন। একাধিক পেইন্ট ব্রাশ থাকলে একাধিক রঙের নেইলপলিশে ব্রাশ ডুবিয়ে নখে রঙের বৈচিত্র্য সৃষ্টি করা যায়। নখে এক স্তর করে সাদা নেইলপলিশ লাগিয়ে, তার ওপর গাঢ় রঙের আইশ্যাডো বসিয়ে নিন পেইন্ট ব্রাশের সাহায্যে। তারপর নখের কোনায় কিংবা নখের মাঝ বরাবর আড়াআড়ি করে স্টোন বসিয়ে নিন। এতে নখ অনন্য হয়ে উঠবে।
পেইন্ট ব্রাশের পরিবর্তে চিকন মেকআপ ব্রাশও ব্যবহার করতে পারবেন। চিকন তুলি কিংবা মেকআপ ব্রাশের সাহায্যে নখে ক্যানভাস আঁকতে পারবেন। নখে আড়াআড়িভাবে দুই শেডের নেইলপলিশ লাগাতে পারবেন।
বলপেন
যাঁরা ব্রাশ ব্যবহার করে নখের ওপর নকশা করতে ভয় পান, তাঁরা বলপেনের সাহায্য নিতে পারেন। বলপেন দিয়ে পছন্দের যেকোনো রেখা আঁকা যায়। এতে ডিজাইন নষ্ট হওয়ার ভয় থাকে না। বলপেন ব্যবহার করে নখে জরি ও পাথর বসানো যায়। ইচ্ছেমতো নকশাও আঁকা যায়।
কালি শেষ হয়ে গেছে এমন একটি কলম নিন। তারপর নেইলপলিশে কলমের নিব ডুবিয়ে নিয়ে তা দিয়ে নখের ওপর মনের মতো রেখা কিংবা নকশা এঁকে নিন।
ম্যাচের কাঠি
ম্যাচের কাঠি নখ সাজাতে ব্যবহৃত হতে পারে। অবাক হওয়ার কিছু নেই। এখন থেকে ম্যাচের কাঠি শুধু আগুন জ্বালানোর কাজে ব্যবহার না করে নেইল আর্টেও কাজে লাগান। ম্যাচের কাঠি দিয়ে নখে প্রিয় কোনো পাতা, ফুল ইত্যাদি আঁকতে পারবেন। কোনো আঁকাবাঁকা বাড়তি লাইন সৃষ্টি হবে না।
ম্যাচের কাঠির গোড়ার দিকটি নেইলপলিশে ডুবিয়ে নিন। তারপর ইচ্ছেমতো রঙের বিন্দু কিংবা নকশা আঁকুন আপনার নখে।
টুথপিক
টুথপিক শুধু দাঁত পরিষ্কার করতে সহায়তা করে, তা-ই নয়; এটি দিয়ে অনেক কিছুই সৃষ্টি করা যায়। কেউ দেয়ালের ম্যাট বানান টুথপিক দিয়ে। কেউবা আবার টুথপিক দিয়ে বিভিন্ন নকশা আঁকেন। শুধু তা-ই নয়, টুথপিক ব্যবহার করে নখের কারুকাজ বাড়ানো যায়। নখে একটি বেজ রঙের নেইলপলিশ দিয়ে নিন। টুথপিক অন্য রঙের নেইলপলিশে ডুবিয়ে তার সরু অংশ দিয়ে মনের মাধুরী মিশিয়ে বৈচিত্র্যপূর্ণ নকশা আঁকতে পারেন নখে।
সেফটিপিন
সেফটিপিন শাড়ির আঁচল কিংবা শাড়ির কুঁচি ঠিক রাখার কাজে ব্যবহৃত হয়। সেফটিপিন ব্যবহার করে নখের নকশাও সাজানো যায়। নখে বিভিন্ন ধরনের বিন্দু ব্যবহার করার প্রয়োজন হলে হাতের কাছে থাকা সেফটিপিন ব্যবহার করতে পারেন। সেফটিপিন নেইল কালারের মধ্যে ডুবিয়ে হাতের নখে আলপনায় বিন্দু আঁকতে পারেন।
পেনসিল
পেনসিল দিয়ে দুইভাবে নকশা করা যায়। প্রথমত, শার্প করা অংশ, অর্থাৎ ধারালো অংশ নেইলপলিশে ডুবিয়ে ছোট বিন্দু আঁকা যায়। দ্বিতীয়ত, পেছনের গোলাকার অংশ দিয়ে বড় বিন্দু আঁকা যায়। বিভিন্ন বিন্দুর মিশেলে আপনি নানা নকশায় নখ সাজাতে পারবেন।
আলপিন
ঘরের আনাচকানাচে আলপিন পড়ে থাকে। পড়ে থাকা আলপিন নেইলপলিশে ডুবিয়ে নখের ওপর সুন্দর নকশা করা যায়।
ঘরোয়া এ জিনিসগুলো নেইলপলিশে ডুবিয়ে সেই রং দিয়ে নখ সাজানো যায় বিভিন্নভাবে। প্রথমে ভেবে নিন আপনি নখে কোন নকশা করতে চান। তারপর সেই অনুসারে চুলের ক্লিপ, ম্যাচের কাঠি নাকি পেনসিল ব্যবহার করবেন, তা ঠিক করে নিন। এ জিনিসগুলো ব্যবহারের সময় এগুলোর গঠনগত নমনীয়তা বিষয়ে খেয়াল রাখবেন।
সূত্র: স্টাইলক্রেজ
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে