রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ীর কালুখালী উপজেলার রতনদিয়া রজনীকান্ত সরকারি উচ্চবিদ্যালয়ের অফিস সহকারী পদে চাকরি করেও রাজবাড়ী জেলা পরিষদ নির্বাচনে সাধারণ সদস্য পদে প্রার্থী হয়েছেন ইউসুফ হোসেন। ৫ নম্বর ওয়ার্ডে তালা প্রতীক নিয়ে লড়ছেন তিনি। তাঁর বিরুদ্ধে আদালতে বিচারাধীন আটটি মামলা।
হলফনামায় দেওয়া তথ্যানুসারে, ইউসুফ হোসেনের শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাস। পেশায় ইন্টারনেট ব্যবসায়ী। নির্বাচনী ব্যয় ৭০ হাজার টাকার উৎস হিসেবে উল্লেখ করেছেন বেসরকারি চাকরি (শিক্ষকতা)। তাঁর আয়ের উৎসের ঘর শূন্য। সম্পদ হিসেবে নগদ টাকা রয়েছে ২ লাখ, ব্যাংকে ১ লাখ, একটি মোটরসাইকেল এবং এক বিঘা কৃষিজমি।
রতনদিয়া রজনীকান্ত উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আইয়ুব আলী জানান, তাঁদের স্কুল ২০১৮ সালে সরকারি হয়েছে।
ইউসুফ হোসেন বলেন, ‘হলফনামার এক জায়গায় বেসরকারি চাকরি উল্লেখ আছে আর স্কুল সরকারি হলেও আমাদের চাকরি সরকারি হয়নি। এখনো বেসরকারি বেতনই পাই।’
রাজবাড়ী জেলা নির্বাচন কর্মকর্তা মাসুদুর রহমান বলেন, প্রতিষ্ঠান সরকারি হলেও উনি এখনো সরকারি হননি। ওই প্রার্থী সরকারি কোষাগার থেকে টাকা উত্তোলন করেন তাহলে বাদ পড়ে যাবেন।
জানা গেছে, রাজবাড়ীর পাঁচ উপজেলার পাঁচ ওয়ার্ডে সদস্য পদে লড়ছেন ১৮ জন প্রার্থী। ১ নম্বর ওয়ার্ড সদর উপজেলায় ৫, ২ নম্বর ওয়ার্ড গোয়ালন্দ উপজেলায় ৩, ৩ নম্বর ওয়র্ডে পাংশা উপজেলায় ২, ৪ নম্বর ওয়র্ডে বালিয়াকান্দি উপজেলায় ৪ এবং ৫ নম্বর ওয়ার্ড কালুখালী উপজেলায় প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪ জন প্রার্থী। প্রার্থীদের মধ্যে একজন স্বশিক্ষিত, দুজন অষ্টম শ্রেণি পাস, দুজন নবম শ্রেণি, তিনজন এসএসসি, তিনজন এইচএসসি, তিনজন বিএ, দুজন এলএলবি, একজন এমএ এবং একজন প্রযোজ্য নয় বলে উল্লেখ করেছেন। বেশির ভাগ প্রার্থীই পেশা হিসেবে উল্লেখ করেছেন ব্যবসা। আইনজীবী দুজন, একজন আছেন অবসরপ্রাপ্ত শিক্ষক।
হলফনামায় দেওয়া তথ্যানুসারে, ১ নম্বর ওয়ার্ডের শওকত হাসান সম্পদে এগিয়ে রয়েছেন আর বার্ষিক আয় বেশি ৫ নম্বর ওয়ার্ডের প্রার্থী রোকনুজ্জামান।
শওকত হাসানের শিক্ষাগত যোগ্যতা বিকম পাস। তাঁর কৃষিজমির পরিমাণ ৩০ বিঘা। ব্যাংকে জমাকৃত অর্থের পরিমাণ ৪৮ লাখ এবং নগদ আছে ২ লাখ টাকা। কৃষি খাত থেকে ১ লাখ ৪৭ হাজার, বাড়ি-দোকান ভাড়া থেকে ৬০ হাজার এবং পেনশন থেকে ৬০ হাজার টাকা তাঁর বার্ষিক আয়।
প্রার্থীদের মধ্যে বার্ষিক আয়ে এগিয়ে রয়েছেন ৫ নম্বর ওয়ার্ডের প্রার্থী রোকনুজ্জামান। তাঁর পেশা ব্যবসা। তাঁর বার্ষিক আয় ২০ লাখ ৮৪ হাজার ৬০, নগদ টাকা আছে ৫ লাখ এবং ব্যাংকে রয়েছে ২০ লাখ টাকা। তাঁর নামে আদালতে ছয়টি মামলা বিচারাধীন।
১ নম্বর ওয়ার্ডের প্রার্থী আজম মণ্ডলের পেশা ঠিকাদারি। কৃষি খাত থেকে তাঁর আয় ৫০ হাজার টাকা। স্ত্রীর আয়ও তাই। ব্যবসা খাতে আয় ৬ থেকে ৭ লাখ টাকা। স্ত্রীর আয় ১ লাখ টাকা। নগদ টাকার পরিমাণ ২৫ লাখ, স্ত্রীর ২ লাখ টাকা। ব্যাংকে ২৫ লাখ, স্ত্রীর নামে ২ লাখ টাকা।
৪ নম্বর ওয়ার্ডের প্রার্থী আব্দুল বারিক বিশ্বাসের ব্যাংকে দেনার পরিমাণ দেড় কোটি টাকা। পেশা হিসেবে তিনি এটিএম নিটওয়্যার, কুতুবপুর, নারায়ণগঞ্জ বলে হলফনামায় উল্লেখ করেছেন। তাঁর বার্ষিক আয় ৭ লাখ ৭৩ হাজার ৪২০ টাকা। বাড়ি-দোকান ভাড়া থেকে আয় ২ লাখ ৭০ হাজার টাকা। সম্পদের মধ্যে নগদ ২ লাখ, ব্যাংকে জমা ৩০ লাখ টাকা। কৃষিজমি ৪২.৫ শতাংশ এবং রেডিসন অ্যাপারেন্স লিমিটেড, গাজীপুর, যার মূল্য ৩৬ লাখ টাকা। তাঁর স্ত্রীর ব্যাংকে ২০ লাখ টাকা জমা রয়েছে।
রাজবাড়ীর কালুখালী উপজেলার রতনদিয়া রজনীকান্ত সরকারি উচ্চবিদ্যালয়ের অফিস সহকারী পদে চাকরি করেও রাজবাড়ী জেলা পরিষদ নির্বাচনে সাধারণ সদস্য পদে প্রার্থী হয়েছেন ইউসুফ হোসেন। ৫ নম্বর ওয়ার্ডে তালা প্রতীক নিয়ে লড়ছেন তিনি। তাঁর বিরুদ্ধে আদালতে বিচারাধীন আটটি মামলা।
হলফনামায় দেওয়া তথ্যানুসারে, ইউসুফ হোসেনের শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাস। পেশায় ইন্টারনেট ব্যবসায়ী। নির্বাচনী ব্যয় ৭০ হাজার টাকার উৎস হিসেবে উল্লেখ করেছেন বেসরকারি চাকরি (শিক্ষকতা)। তাঁর আয়ের উৎসের ঘর শূন্য। সম্পদ হিসেবে নগদ টাকা রয়েছে ২ লাখ, ব্যাংকে ১ লাখ, একটি মোটরসাইকেল এবং এক বিঘা কৃষিজমি।
রতনদিয়া রজনীকান্ত উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আইয়ুব আলী জানান, তাঁদের স্কুল ২০১৮ সালে সরকারি হয়েছে।
ইউসুফ হোসেন বলেন, ‘হলফনামার এক জায়গায় বেসরকারি চাকরি উল্লেখ আছে আর স্কুল সরকারি হলেও আমাদের চাকরি সরকারি হয়নি। এখনো বেসরকারি বেতনই পাই।’
রাজবাড়ী জেলা নির্বাচন কর্মকর্তা মাসুদুর রহমান বলেন, প্রতিষ্ঠান সরকারি হলেও উনি এখনো সরকারি হননি। ওই প্রার্থী সরকারি কোষাগার থেকে টাকা উত্তোলন করেন তাহলে বাদ পড়ে যাবেন।
জানা গেছে, রাজবাড়ীর পাঁচ উপজেলার পাঁচ ওয়ার্ডে সদস্য পদে লড়ছেন ১৮ জন প্রার্থী। ১ নম্বর ওয়ার্ড সদর উপজেলায় ৫, ২ নম্বর ওয়ার্ড গোয়ালন্দ উপজেলায় ৩, ৩ নম্বর ওয়র্ডে পাংশা উপজেলায় ২, ৪ নম্বর ওয়র্ডে বালিয়াকান্দি উপজেলায় ৪ এবং ৫ নম্বর ওয়ার্ড কালুখালী উপজেলায় প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪ জন প্রার্থী। প্রার্থীদের মধ্যে একজন স্বশিক্ষিত, দুজন অষ্টম শ্রেণি পাস, দুজন নবম শ্রেণি, তিনজন এসএসসি, তিনজন এইচএসসি, তিনজন বিএ, দুজন এলএলবি, একজন এমএ এবং একজন প্রযোজ্য নয় বলে উল্লেখ করেছেন। বেশির ভাগ প্রার্থীই পেশা হিসেবে উল্লেখ করেছেন ব্যবসা। আইনজীবী দুজন, একজন আছেন অবসরপ্রাপ্ত শিক্ষক।
হলফনামায় দেওয়া তথ্যানুসারে, ১ নম্বর ওয়ার্ডের শওকত হাসান সম্পদে এগিয়ে রয়েছেন আর বার্ষিক আয় বেশি ৫ নম্বর ওয়ার্ডের প্রার্থী রোকনুজ্জামান।
শওকত হাসানের শিক্ষাগত যোগ্যতা বিকম পাস। তাঁর কৃষিজমির পরিমাণ ৩০ বিঘা। ব্যাংকে জমাকৃত অর্থের পরিমাণ ৪৮ লাখ এবং নগদ আছে ২ লাখ টাকা। কৃষি খাত থেকে ১ লাখ ৪৭ হাজার, বাড়ি-দোকান ভাড়া থেকে ৬০ হাজার এবং পেনশন থেকে ৬০ হাজার টাকা তাঁর বার্ষিক আয়।
প্রার্থীদের মধ্যে বার্ষিক আয়ে এগিয়ে রয়েছেন ৫ নম্বর ওয়ার্ডের প্রার্থী রোকনুজ্জামান। তাঁর পেশা ব্যবসা। তাঁর বার্ষিক আয় ২০ লাখ ৮৪ হাজার ৬০, নগদ টাকা আছে ৫ লাখ এবং ব্যাংকে রয়েছে ২০ লাখ টাকা। তাঁর নামে আদালতে ছয়টি মামলা বিচারাধীন।
১ নম্বর ওয়ার্ডের প্রার্থী আজম মণ্ডলের পেশা ঠিকাদারি। কৃষি খাত থেকে তাঁর আয় ৫০ হাজার টাকা। স্ত্রীর আয়ও তাই। ব্যবসা খাতে আয় ৬ থেকে ৭ লাখ টাকা। স্ত্রীর আয় ১ লাখ টাকা। নগদ টাকার পরিমাণ ২৫ লাখ, স্ত্রীর ২ লাখ টাকা। ব্যাংকে ২৫ লাখ, স্ত্রীর নামে ২ লাখ টাকা।
৪ নম্বর ওয়ার্ডের প্রার্থী আব্দুল বারিক বিশ্বাসের ব্যাংকে দেনার পরিমাণ দেড় কোটি টাকা। পেশা হিসেবে তিনি এটিএম নিটওয়্যার, কুতুবপুর, নারায়ণগঞ্জ বলে হলফনামায় উল্লেখ করেছেন। তাঁর বার্ষিক আয় ৭ লাখ ৭৩ হাজার ৪২০ টাকা। বাড়ি-দোকান ভাড়া থেকে আয় ২ লাখ ৭০ হাজার টাকা। সম্পদের মধ্যে নগদ ২ লাখ, ব্যাংকে জমা ৩০ লাখ টাকা। কৃষিজমি ৪২.৫ শতাংশ এবং রেডিসন অ্যাপারেন্স লিমিটেড, গাজীপুর, যার মূল্য ৩৬ লাখ টাকা। তাঁর স্ত্রীর ব্যাংকে ২০ লাখ টাকা জমা রয়েছে।
বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
৩ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪দেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২০ নভেম্বর ২০২৪