Ajker Patrika

ডুবল ঘাটের পাটাতন যান পারাপারে ভোগান্তি

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি
আপডেট : ২১ জুন ২০২২, ১৩: ২৫
ডুবল ঘাটের পাটাতন  যান পারাপারে ভোগান্তি

টানা বর্ষণে ডুবে গেছে চন্দ্রঘোনা ফেরিঘাটের পাটাতন। গত রোববার সন্ধ্যা ৬টার দিকে রাঙামাটির কাপ্তাই উপজেলার রাইখালী ফেরিঘাটে পাটাতন ডুবে যায়। এ সময় অসংখ্য সিএনজিচালিত অটোরিকশা পার হতে গিয়ে পাটাতনে আটকে যায়। তবে আটকে পড়া প্রতিটি অটোরিকশা ৫০ থেকে ১০০ টাকার বিনিময়ে পার করে দিচ্ছেন ফেরিঘাট এলাকার শ্রমিকেরা।

অটোরিকশা চালক খোকন মল্লিক, মো. ফরিদ, ইস্কান্দর হোসেনসহ অনেকে জানান, অতিরিক্ত পানি ওঠায় ফেরির পাটাতন ডুবে গেছে। বাড়তি টাকার বিনিময়ে লোকজনের সহায়তায় অটোরিকশা কোনোরকমে ফেরিতে তোলা হয়েছে।

মোটরসাইকেল আরোহী জয়ন্ত ধর, আবুল হোসেন জানান, পাটাতনে অতিরিক্ত পানির ফলে ফেরিতে ওঠা যাচ্ছে না।

এদিকে একই দৃশ্য দেখা যায় ফেরির রাঙ্গুনিয়া উপজেলা অংশে ফেরিঘাট এলাকায়। এই অংশেও ফেরির পাটাতন ডুবে হালকা গাড়ি চলাচলে বেশ দুর্ভোগ পোহাতে হচ্ছে চালক এবং যাত্রীদের।

ফেরির তত্ত্বাবধায়ক মো. শাহজাহান ও চালক আমিন জানান, ভারী যানবাহন তীরে উঠতে পারলেও হালকা যানবাহন যেমন অটোরিকশা ও মোটরসাইকেল তীরে উঠতে বেশ কষ্টকর হয়ে পড়ে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

টিআইএন নেওয়ার পরে কিন্তু ঘুমাইতে পারবেন না: এনবিআর চেয়ারম্যান

আ. লীগ নির্বাচনে অংশ নেবে কি না, তারাই সিদ্ধান্ত নেবে: বিবিসিকে প্রধান উপদেষ্টা

এনআইডির তথ্য ফাঁস করে ২০ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ জিয়াউলের বিরুদ্ধে

সাতকানিয়ায় নিহত জামায়াত কর্মীর লাশের পাশে ব্রাজিলের তৈরি অত্যাধুনিক পিস্তল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত