কাভার্ড ভ্যানের ধাক্কায় ছেলে নিহত, আহত বাবা

চুয়াডাঙ্গা ও জীবননগর প্রতিনিধি
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২১, ০৭: ৩৪
আপডেট : ২৫ নভেম্বর ২০২১, ১৬: ২৭

চুয়াডাঙ্গার জীবননগরে কাভার্ড ভ্যানের ধাক্কায় মানিক হোসেন (১০) নামে এক শিশু নিহত হয়েছেন। গতকাল বুধবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার দুধপাথিলা কৃষি ফার্মের নারকেল বাগানের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ সময় নিহত মানিকের বাবা বাবলুর রহমান (৪০) আহত হয়েছেন।

হতাহতরা ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার স্বরূপপুর ইউনিয়নের পোড়াপাড়া গ্রামের বাসিন্দা। গুরুতর আহত বাবলুর যশোর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

এলাকাবাসী এবং পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল সকাল ৯টার দিকে পোড়াপাড়া গ্রামের বাবলু এবং তাঁর ছেলে মানিক পাখি ভ্যানযোগে (ব্যাটারিচালিত) জীবননগরে সাপ্তাহিক হাটে যাচ্ছিলেন। সাড়ে ৯টার দিকে দুধপাথিলা কৃষি ফার্মের নারকেল বাগানের সামনে পৌঁছালে পাখি ভ্যানকে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি কাভার্ড ভ্যান ধাক্কা দেয়। এতে ভ্যান থেকে রাস্তার ওপর ছিটকে পড়ে মানিক ঘটনাস্থলেই মারা যায়। এ সময় আহত হয় বাবলু। পরে স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় বাবলুকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। অবস্থার অবনতি হলে চিকিৎসক যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। খবর পেয়ে জীবননগর থানা–পুলিশ এবং ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল থেকে মানিকের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল খালেক জানান, সড়ক দুর্ঘটনায় নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। এ ছাড়া বাবলুকে উন্নত চিকিৎসার জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। চালক পালিয়ে গেলেও কাভার্ড ভ্যানটির পুলিশের জিম্মায় আছে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত