Ajker Patrika

রাতে সেচের মিটার চুরি

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
আপডেট : ১৮ নভেম্বর ২০২১, ১৫: ২৯
রাতে সেচের মিটার চুরি

দিনাজপুরের নবাবগঞ্জে এক রাতে নয়টি সেচের মিটার চুরি করে সেচ মালিকদের কাছে টাকা দাবি করেছে একটি চক্র। অন্যথায় বিদ্যুতের খুঁটিতে থাকা ট্রান্সফরমার খুলে নেওয়ার হুমকি দেওয়া হয়েছে। এ ব্যাপারে ভুক্তভোগীসহ পল্লী বিদ্যুৎ সমিতির আঞ্চলিক কার্যালয়ের জেনারেল ম্যানেজার মো. বনিয়ার রহমান থানায় পৃথক দুটি অভিযোগ করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গত রোববার রাতে উপজেলার জিয়া কাঁঠালের আইয়ুব আলী, জগন্নাথপুরের আব্বাস আলী, মালিপাড়ার আ. ওহাব, সগুনখোলার রফিকুল ইসলাম, ফতেপুর মাড়াষ গ্রামের দেলোয়ার হোসেন, আবু হানিফ মিয়া ও সফিল উদ্দিনসহ বড় জালালপুর গ্রামের আবুল কাশেমের দুইটি সেচের মিটারসহ মোট নয়টি ডিজিটাল মিটার চুরি হয়। পরে চক্রটি মোবাইল ফোনে কল দিয়ে যোগাযোগ করতে বলে।

পল্লী বিদ্যুৎ সমিতির নবাবগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের জেনারেল ম্যানেজার মো. বনিয়ার রহমান জানান, সেচসহ বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের ডিজিটাল মিটার চুরির বিষয়ে থানায় অভিযোগ করেছি। আশা করি খুব শিগগিরই আসামিরা ধরা পড়বে।

নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস ওয়াহিদ আজকের পত্রিকাকে জানান, অভিযোগ পেয়েছি, বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। আশা করি দ্রুত অপরাধীরা ধরা পড়বে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আ. লীগ নির্বাচনে অংশ নেবে কি না, তারাই সিদ্ধান্ত নেবে: বিবিসিকে প্রধান উপদেষ্টা

‘মবের হাত থেকে বাঁচাতে’ পলকের বাড়ি হয়ে গেল অস্থায়ী পুলিশ ক্যাম্প

স্বাধীনতা পদক পাচ্ছেন এম এ জি ওসমানীসহ ৮ জন

কনের বাড়িতে প্রবেশের আগমুহূর্তে হৃদ্‌রোগে বরের মৃত্যু

বগুড়ায় মোবাইল ফোনে কথা বলার সময় ছাদ থেকে পড়ে নার্সিং শিক্ষার্থীর মৃত্যু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত