হবিগঞ্জ প্রতিনিধি
ইতালি নেওয়ার নাম করে হবিগঞ্জের ৯ বাংলাদেশিকে মানবপাচারকারীদের জিম্মি করার অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী পরিবারের দাবি—মানবপাচারকারী চক্রটি মুক্তিপণ হিসেবে তাঁদের প্রত্যেকের জন্য ৮ লাখ টাকা করে দাবি করেছে। আগামী সোমবারের মধ্যে জনপ্রতি সাড়ে আট লাখ টাকা দিতে না পারলে সবাইকে মেরে ভূমধ্যসাগরে লাশ ভাসিয়ে দেওয়া হবে বলেও হুমকি দিয়েছে দালাল চক্র।
জানা যায়, ভূমধ্যসাগর হয়ে ইতালির উদ্দেশ্যে রওনা দেওয়ার পর গত বুধবার ওই ৯ অভিবাসনপ্রত্যাশীকে আটক করে মুক্তিপণ দাবি করে চক্রটি। আটক ব্যক্তিদের কয়েকজন তাঁদের পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পেরেছেন।
জিম্মি থাকা নয়জনের মধ্যে চারজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার পশ্চিমবাগ গ্রামের মো. সাজানুর রহমান (৩৫), একই গ্রামের আফজল, নাসির (২০) এবং হবিগঞ্জ শহরের নোয়াবাদ এলাকার উজ্জ্বল (২৭)। বাকিদের নাম-ঠিকানা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
জিম্মি থাকা মো. সাজানুর রহমানের ভাই স্কুলশিক্ষক মো. অছিউর রহমান জানান, গত বছরের ফেব্রুয়ারিতে সাজানুর ইতালি যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। মৌলভীবাজারের মর্তুজা নামে এক দালালের মাধ্যমে তিনি লিবিয়ার বেনগাজি পৌঁছান। পরে ছাবু মিয়া নামের আরেক দালালের কাছে সাজানুরকে বিক্রি করে দেন। সেখানে কোস্ট গার্ডের হাতে ধরা পড়লে তিন লাখ টাকায় মুক্তি পান। পরবর্তী সময়ে দালাল তৈমুর মিয়া ইতালি পাঠানোর দায়িত্ব নেন। তৈমুরের বাড়ি নবীগঞ্জের ইমামবাড়িতে। তাঁর পরিবার বর্তমানে হবিগঞ্জ শহরের নোয়াবাদ এলাকায় বসবাস করছে বলে জানা গেছে। তিনি বর্তমানে ত্রিপোলিতে অবস্থান করছেন। গত বুধবার থেকে প্রত্যেক জিম্মি পরিবারকে সোমবারের মধ্যে সাড়ে আট লাখ টাকা করে দেওয়ার জন্য চাপ দিয়েছে পাচারকারী চক্রটি।
অছিউর রহমান বলেন, ‘আমার ভাইয়ের ৫ মাস বয়সী একটা মেয়ে আছে। পরিবারের আর্থিক অবস্থা ফেরানোর জন্যই সে বিদেশের পথে পা বাড়ায়। এ পর্যন্ত বিভিন্ন সময়ে ১১ লাখ ৮০ হাজার টাকা দালালেরা হাতিয়ে নিয়েছে। একদিকে ভাইয়ের জীবন অন্যদিকে দালালদের দাবি পূরণ কীভাবে কী করব এ নিয়ে চিন্তায় আছি।’
জিম্মি থাকা মো. নাসির মিয়ার বাবা সেকুল মিয়া বলেন, ‘ইতিমধ্যে জমিজমা বিক্রি করে ৯ লাখ টাকা তৈমুর দালালকে দিয়েছি। এখন আরও সাড়ে ৮ লাখ টাকা না দিলে আমার বুকের ধনকে ওরা মেরে ফেলবে বলে হুমকি দিয়েছে।’
সজলু মিয়ার বাবা আফজল মিয়া বলেন, ‘ইতিমধ্যে জমিজমা বিক্রি করে ১৬ লাখ টাকা দালালদের দেওয়া হয়েছে। ৫ মাসেও দালালেরা আমার ছেলেকে ইতালি পৌঁছাতে পারেনি।’
আরেক জিম্মি উজ্জ্বলের শ্বশুর মো. ফারুক মিয়া বলেন, ‘ধার করে আমাদের না জানিয়েই উজ্জ্বল বিদেশ চলে গিয়েছিল। আমার মেয়ের একটি সন্তান রয়েছে। ওর কোনো ক্ষতি হয়ে গেলে মেয়ে ও নাতিদের ভবিষ্যৎ কী হবে?’
এ বিষয়ে জানতে চাইলে হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। যদি এমনটা হয়ে থাকে তাহলে তাদের সহযোগিতা করা দরকার। আমি বিষয়টি খোঁজ নিয়ে দেখছি।’
ইতালি নেওয়ার নাম করে হবিগঞ্জের ৯ বাংলাদেশিকে মানবপাচারকারীদের জিম্মি করার অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী পরিবারের দাবি—মানবপাচারকারী চক্রটি মুক্তিপণ হিসেবে তাঁদের প্রত্যেকের জন্য ৮ লাখ টাকা করে দাবি করেছে। আগামী সোমবারের মধ্যে জনপ্রতি সাড়ে আট লাখ টাকা দিতে না পারলে সবাইকে মেরে ভূমধ্যসাগরে লাশ ভাসিয়ে দেওয়া হবে বলেও হুমকি দিয়েছে দালাল চক্র।
জানা যায়, ভূমধ্যসাগর হয়ে ইতালির উদ্দেশ্যে রওনা দেওয়ার পর গত বুধবার ওই ৯ অভিবাসনপ্রত্যাশীকে আটক করে মুক্তিপণ দাবি করে চক্রটি। আটক ব্যক্তিদের কয়েকজন তাঁদের পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পেরেছেন।
জিম্মি থাকা নয়জনের মধ্যে চারজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার পশ্চিমবাগ গ্রামের মো. সাজানুর রহমান (৩৫), একই গ্রামের আফজল, নাসির (২০) এবং হবিগঞ্জ শহরের নোয়াবাদ এলাকার উজ্জ্বল (২৭)। বাকিদের নাম-ঠিকানা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
জিম্মি থাকা মো. সাজানুর রহমানের ভাই স্কুলশিক্ষক মো. অছিউর রহমান জানান, গত বছরের ফেব্রুয়ারিতে সাজানুর ইতালি যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। মৌলভীবাজারের মর্তুজা নামে এক দালালের মাধ্যমে তিনি লিবিয়ার বেনগাজি পৌঁছান। পরে ছাবু মিয়া নামের আরেক দালালের কাছে সাজানুরকে বিক্রি করে দেন। সেখানে কোস্ট গার্ডের হাতে ধরা পড়লে তিন লাখ টাকায় মুক্তি পান। পরবর্তী সময়ে দালাল তৈমুর মিয়া ইতালি পাঠানোর দায়িত্ব নেন। তৈমুরের বাড়ি নবীগঞ্জের ইমামবাড়িতে। তাঁর পরিবার বর্তমানে হবিগঞ্জ শহরের নোয়াবাদ এলাকায় বসবাস করছে বলে জানা গেছে। তিনি বর্তমানে ত্রিপোলিতে অবস্থান করছেন। গত বুধবার থেকে প্রত্যেক জিম্মি পরিবারকে সোমবারের মধ্যে সাড়ে আট লাখ টাকা করে দেওয়ার জন্য চাপ দিয়েছে পাচারকারী চক্রটি।
অছিউর রহমান বলেন, ‘আমার ভাইয়ের ৫ মাস বয়সী একটা মেয়ে আছে। পরিবারের আর্থিক অবস্থা ফেরানোর জন্যই সে বিদেশের পথে পা বাড়ায়। এ পর্যন্ত বিভিন্ন সময়ে ১১ লাখ ৮০ হাজার টাকা দালালেরা হাতিয়ে নিয়েছে। একদিকে ভাইয়ের জীবন অন্যদিকে দালালদের দাবি পূরণ কীভাবে কী করব এ নিয়ে চিন্তায় আছি।’
জিম্মি থাকা মো. নাসির মিয়ার বাবা সেকুল মিয়া বলেন, ‘ইতিমধ্যে জমিজমা বিক্রি করে ৯ লাখ টাকা তৈমুর দালালকে দিয়েছি। এখন আরও সাড়ে ৮ লাখ টাকা না দিলে আমার বুকের ধনকে ওরা মেরে ফেলবে বলে হুমকি দিয়েছে।’
সজলু মিয়ার বাবা আফজল মিয়া বলেন, ‘ইতিমধ্যে জমিজমা বিক্রি করে ১৬ লাখ টাকা দালালদের দেওয়া হয়েছে। ৫ মাসেও দালালেরা আমার ছেলেকে ইতালি পৌঁছাতে পারেনি।’
আরেক জিম্মি উজ্জ্বলের শ্বশুর মো. ফারুক মিয়া বলেন, ‘ধার করে আমাদের না জানিয়েই উজ্জ্বল বিদেশ চলে গিয়েছিল। আমার মেয়ের একটি সন্তান রয়েছে। ওর কোনো ক্ষতি হয়ে গেলে মেয়ে ও নাতিদের ভবিষ্যৎ কী হবে?’
এ বিষয়ে জানতে চাইলে হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। যদি এমনটা হয়ে থাকে তাহলে তাদের সহযোগিতা করা দরকার। আমি বিষয়টি খোঁজ নিয়ে দেখছি।’
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে