Ajker Patrika

নির্ভার বাংলাদেশ ২-০ করার লক্ষ্য নামবে আজ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম থেকে
নির্ভার বাংলাদেশ ২-০ করার লক্ষ্য নামবে আজ

মাহমুদউল্লাহ রিয়াদের পোস্ট করা ছবিটা ভাইরাল। যদিও পুরাতন, ২০১৯ সালে তোলা–হোটেল রুমে দেশের ক্রিকেটের ‘পঞ্চপাণ্ডব’ তথা তামিম ইকবাল, মাশরাফি বিন মর্তুজা, মাহমুদউল্লাহ, সাকিব আল হাসান ও মুশফিকুর রহিমের আড্ডা। চট্টগ্রামে বিশ্রামের দিনে সেই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে দিয়ে ক্যাপশনে মাহমুদউল্লাহ লিখেছেন, ‘কী এক মধুর সময় ছিল! ফিরিয়ে আনা যাক মুহূর্তগুলো’।

সেই মধুর সময় এই মুহূর্তে ফেরানো কঠিনই! তার চেয়ে বরং আজ সহজ কাজ জিম্বাবুয়ের বিপক্ষে জিতে সিরিজে এগিয়ে যাওয়া। ফুরফুরে মেজাজে থাকা বাংলাদেশের ভাবনায় সে চিন্তাই। সিরিজ ওপেনারে জয়ের পর গতকাল দলের হোটেলে বিশ্রামেই কাটিয়েছেন নাজমুল হোসেন শান্তরা। দুপুরে হোটেলের লবিতে তাসকিন আহমেদকে ছুটতে দেখা গেল ছেলের পেছনে। পরে পরিবার নিয়ে গেলেন ঘুরতে।

সবাই যখন বিশ্রামে, পুরোপুরি ফিট হওয়ার তাগিদে একক অনুশীলন করেছেন সিরিজের চট্টগ্রাম পর্বে দলে জায়গা না পাওয়া সৌম্য সরকার। আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বাঁহাতি ওপেনারকে পুরোপুরি ফিট করে তুলতে কোচদের পুরো বহরই মাঠে, সৌম্যর সঙ্গে। বাংলাদেশ দল বিশ্রাম নিলেও গতকাল অবশ্য অনুশীলন করেছে জিম্বাবুয়ে।

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের পরিসংখ্যান জিম্বাবুয়েকে আশ্বস্ত করছে না। এই সিরিজের আগে এখানে হওয়া একমাত্র টি-টোয়েন্টিতে হেরেছিল সফরকারীরা। আর পরশু তো একরকম অসহায় আত্মসমর্পণই করেছে তারা। তাই সিরিজে ঘুরে দাঁড়াতে হলে প্রস্তুত হয়েই মাঠে নামতে হবে তাদের। দলটির মিডল অর্ডার ব্যাটার ক্লাইভ মাদান্দে অন্তত তেমনই মনে করেন, ‘পরের ম্যাচে আমাদের আরও ভালো হয়ে আসতে হবে। কিছু জায়গা আছে যেখানে আমাদের উন্নতি দরকার। বিশেষ করে শুরুর ব্যাটিং। শুরুতেই এত উইকেট হারানো যাবে না। এখানেই আমাদের কাজ করতে হবে। পরের ম্যাচের জন্য প্রস্তুত হয়ে উইকেট বুঝে ভালো খেলতে হবে।’

আর বাংলাদেশের কোথায় উন্নতি করতে হবে—একপেশে ম্যাচে সেটা অবশ্য ঢাকা পড়ে গেছে! তাসকিন, শরীফুল ইসলামের সঙ্গে মোহাম্মদ সাইফউদ্দিনের কম্বিনেশনে বাংলাদেশের পেস বোলিং আক্রমণের ধারটাকে শাণিতই মনে হয়েছে। ব্যাটিংয়ে সৌম্যর অভাব বুঝতে দেননি ওপেনার তানজিদ হাসান তামিম। ভালো শুরু পাওয়ার জন্য চিন্তা শুধু ছন্দহারা লিটন দাসকে নিয়ে। রানে ফেরাটা জরুরি তাঁর। 

লিটন আগের ম্যাচে রান না পেলেও সহজে জিতেছে বাংলাদেশ। রান পেয়েছেন তানজিদ তামিম, তাওহীদ হৃদয়রা। তাঁরা ছন্দ ধরে রাখতে পারলে বাংলাদেশের সিরিজ না জেতার কোনো কারণ নেই। তবে ম্যাচ ধরে ধরে এগোনোর কথা বললেন বাংলাদেশ দলের ব্যাটিং কোচ ডেভিড হেম্প, ‘আসলে এ মুহূর্তে (সিরিজ জয় নিয়ে) চিন্তা করছি না। গত ম্যাচে দারুণ একটি জয় পেয়েছি আমরা। এই পারফরম্যান্স ধরে রেখে আমাদের এগিয়ে যেতে হবে। আমরা এখন কেবল একটি ম্যাচ ধরেই এগোতে চাচ্ছি।’

আগের ম্যাচে দুই দফায় হানা দিয়েছিল বৃষ্টি। গতকালও চট্টগ্রামের আকাশে ছিল মেঘের আনাগোনা। হালকা বৃষ্টিও হয়েছে একবার। আজও চট্টগ্রামে একই অবস্থা থাকবে বলে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের বিপক্ষে সেমির আগেই ধাক্কা খেল অস্ট্রেলিয়া

পরমাণু শক্তিধর হতে চেয়েছিল তাইওয়ান, সিআইএ এজেন্টের বিশ্বাসঘাতকতায় স্বপ্নভঙ্গ

এলপি গ্যাস, তেল, আটাসহ বেশ কিছু পণ্যে ভ্যাট তুলে দিল এনবিআর

চ্যাম্পিয়নস ট্রফি: রিজার্ভ-ডেতেও সেমিফাইনাল না হলে হৃদয়বিদারক সমীকরণ

অমর্ত্য সেনের বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন জামায়াতের আমির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত