মুক্তাগাছা প্রতিনিধি
মুক্তাগাছায় নতুন বছরের প্রথম দিন প্রাথমিকের সিংহভাগ শিক্ষার্থীই পাচ্ছে না নতুন বই। উপজেলা শিক্ষা বিভাগ বলছে, চাহিদা অনুযায়ী বই না পাওয়ায় সৃষ্টি হয়েছে এমন পরিস্থিতির। এ নিয়ে শঙ্কায় রয়েছেন অভিভাবক ও শিক্ষার্থীরা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নতুন বছরে উপজেলায় ১৬১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ ৬টি ক্লাসের মোট শিক্ষার্থীর সংখ্যা ৫৬ হাজার ৫৮ জন। এ বছর মোট বইয়ের চাহিদা ছিল প্রাক-প্রাথমিকের ৬ হাজার ৪০০, প্রথম শ্রেণির ১১ হাজার ৫০০, দ্বিতীয় শ্রেণির ১০ হাজার ৫০০, তৃতীয় শ্রেণির ১০ হাজার, চতুর্থ শ্রেণির ৯ হাজার এবং পঞ্চম শ্রেণির ৭ হাজার ৫০০ সেট। এর মধ্যে তৃতীয় এবং চতুর্থ শ্রেণির বইগুলো এসেছে।
বাকি প্রাক-প্রাথমিক, প্রথম, দ্বিতীয় ও পঞ্চম শ্রেণির ৩৭ হাজার ৫৮ জন শিক্ষার্থীর জন্য পাওয়া যায়নি নতুন বই। তাদের হাতে নতুন বই পৌঁছাতে আরও ১০ থেকে ১৫ দিনের মতো সময় লাগবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
পঞ্চম শ্রেণির শিক্ষার্থী সবুজ মিয়া বলেন, ‘প্রতি বছরের মতো এবারও আমরা নতুন বইয়ের আশায় ছিলাম। কিন্তু স্কুলের স্যাররা বলছেন, এ বছর প্রথম দিন আমাদের নতুন বই দেবে না। বছরের প্রথম দিন নতুন বই পেলে অনেক আনন্দ লাগে।’
অভিভাবক খাইরুল ইসলাম বলেন, ‘আমার মেয়ে কয়েক দিন ধরেই বলছে নতুন বইয়ের কথা। আমি স্কুলে যোগাযোগ করে জানতে পারি, এবার চাহিদা অনুযায়ী নতুন বই না আসার কারণে বই বিতরণে বিলম্ব হবে। তবে ছাত্র-ছাত্রীরা বছরের প্রথম দিন নতুন বইয়ের জন্য অপেক্ষায় থাকে।’
উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামান বলেন, ‘আমরা চাহিদা অনুযায়ী নতুন বই এখনো হাতে পাইনি। শুধু তৃতীয় ও চতুর্থ শ্রেণি এবং প্রাক-প্রাথমিকের একটি অংশ পেয়েছি। ইতিমধ্যে স্কুলে সেগুলো পাঠানোর হয়েছে। বাকি বই হাতে পাওয়া মাত্রই স্কুলে পৌঁছে দেওয়া হবে।’
মুক্তাগাছায় নতুন বছরের প্রথম দিন প্রাথমিকের সিংহভাগ শিক্ষার্থীই পাচ্ছে না নতুন বই। উপজেলা শিক্ষা বিভাগ বলছে, চাহিদা অনুযায়ী বই না পাওয়ায় সৃষ্টি হয়েছে এমন পরিস্থিতির। এ নিয়ে শঙ্কায় রয়েছেন অভিভাবক ও শিক্ষার্থীরা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নতুন বছরে উপজেলায় ১৬১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ ৬টি ক্লাসের মোট শিক্ষার্থীর সংখ্যা ৫৬ হাজার ৫৮ জন। এ বছর মোট বইয়ের চাহিদা ছিল প্রাক-প্রাথমিকের ৬ হাজার ৪০০, প্রথম শ্রেণির ১১ হাজার ৫০০, দ্বিতীয় শ্রেণির ১০ হাজার ৫০০, তৃতীয় শ্রেণির ১০ হাজার, চতুর্থ শ্রেণির ৯ হাজার এবং পঞ্চম শ্রেণির ৭ হাজার ৫০০ সেট। এর মধ্যে তৃতীয় এবং চতুর্থ শ্রেণির বইগুলো এসেছে।
বাকি প্রাক-প্রাথমিক, প্রথম, দ্বিতীয় ও পঞ্চম শ্রেণির ৩৭ হাজার ৫৮ জন শিক্ষার্থীর জন্য পাওয়া যায়নি নতুন বই। তাদের হাতে নতুন বই পৌঁছাতে আরও ১০ থেকে ১৫ দিনের মতো সময় লাগবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
পঞ্চম শ্রেণির শিক্ষার্থী সবুজ মিয়া বলেন, ‘প্রতি বছরের মতো এবারও আমরা নতুন বইয়ের আশায় ছিলাম। কিন্তু স্কুলের স্যাররা বলছেন, এ বছর প্রথম দিন আমাদের নতুন বই দেবে না। বছরের প্রথম দিন নতুন বই পেলে অনেক আনন্দ লাগে।’
অভিভাবক খাইরুল ইসলাম বলেন, ‘আমার মেয়ে কয়েক দিন ধরেই বলছে নতুন বইয়ের কথা। আমি স্কুলে যোগাযোগ করে জানতে পারি, এবার চাহিদা অনুযায়ী নতুন বই না আসার কারণে বই বিতরণে বিলম্ব হবে। তবে ছাত্র-ছাত্রীরা বছরের প্রথম দিন নতুন বইয়ের জন্য অপেক্ষায় থাকে।’
উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামান বলেন, ‘আমরা চাহিদা অনুযায়ী নতুন বই এখনো হাতে পাইনি। শুধু তৃতীয় ও চতুর্থ শ্রেণি এবং প্রাক-প্রাথমিকের একটি অংশ পেয়েছি। ইতিমধ্যে স্কুলে সেগুলো পাঠানোর হয়েছে। বাকি বই হাতে পাওয়া মাত্রই স্কুলে পৌঁছে দেওয়া হবে।’
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে