ভোটের লড়াইয়ে দুই জা

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ : ২১ নভেম্বর ২০২১, ১০: ২৩
আপডেট : ১০ ডিসেম্বর ২০২১, ১৪: ১৫

নেত্রকোনার পূর্বধলা উপজেলার সদর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন দুই জা। ভোটের মাঠে দুজন আলাদা প্রতীকে নিজের গ্রহণযোগ্যতা তুলে ধরছেন। দিন শেষে ফিরছেন একই বাড়িতে। ইউপি নির্বাচনে দুই জায়ের ভোট যুদ্ধ ভোটারদের মধ্যে বেশ কৌতূহল সৃষ্টি করেছে।

দুই জা হলেন- পূর্বধলা সদর ইউনিয়নের তারাকান্দা গ্রামের মো. আব্দুল জব্বারের স্ত্রী সুফিয়া বেগম ও আব্দুল জব্বারের আপন ছোট ভাই মো. আবুল হাশিমের স্ত্রী সাদিয়া আক্তার সুমি।

আগামী ২৮ নভেম্বর উপজেলার ১১টি ইউনিয়নের মধ্যে ধলামূলগাঁও বাদে অন্য ১০টি ইউপিতে নির্বাচন নির্বাচন অনুষ্ঠিত হবে।

জানা গেছে, সুফিয়া ও সুমি দুজনই নির্বাচনে অংশ নিতে মনোনয়ন পত্র দাখিল করেন। প্রথমে দুজনই ভেবেছিলেন তাদের মধ্যে সমঝোতা হবে। এ নিয়ে তাদের মধ্যে একাধিক বৈঠকও হয়। কিন্তু শেষ পর্যন্ত কেউ কাউকে ছাড় দিতে নারাজ। তাই দুজনই চূড়ান্তভাবে প্রার্থী হন। আস্থা রাখেন ভোটারদের ওপর। নিজের গ্রহণযোগ্যতার বিচারের ভার ছেড়ে দেন ভোটারদের হাতে। সুফিয়া বেগম (মাইক) ও সাদিয়া আক্তার সুমি (তালগাছ) এবারের ইউনিয়ন পরিষদ নির্বাচনে সদর ইউনিয়নের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনে সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

Sume-Sufiaএকই পদে দুই জায়ের ভোটযুদ্ধে ভোটাররা বেশ উৎসুক। তাদের বাইরে এই আসনে সদস্য পদে আরও দুই প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সুফিয়া বেগম বলেন, তিনি নির্বাচনে অংশ নিতে বেশ আগে থেকেই মাঠে গণসংযোগ করছিলেন। তখন সুমির নির্বাচনে অংশ গ্রহণের আগ্রহ ছিল না। পরে সেও নির্বাচনে প্রার্থী হন। এখন ভোটাররাই চূড়ান্ত সিদ্ধান্ত দিবেন।

সাদিয়া আক্তার সুমি বলেন, তিনিও নির্বাচনে অংশ নিতে আগে থেকেই পোস্টার করে নিজের প্রার্থিতা ঘোষণা করেন। পরে নিজেদের মধ্যে সমঝোতা না হওয়ার দুজনেই প্রার্থী হয়েছেন।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত