বিনোদন প্রতিবেদক, ঢাকা
অভিনয়ে ফিরছেন রিচি সোলায়মান। অমিতাভ আহমেদ রানা ও সুব্রত মিত্রর একটি নাটকে অভিনয়ের মাধ্যমে আবারও ক্যামেরার সামনে দাঁড়াবেন তিনি। নাটকটির নাম এখনো চূড়ান্ত হয়নি, তবে গল্প, চিত্রনাট্য ও প্রাথমিক অন্যান্য কাজ এগিয়েছে অনেক দূর। এরই মধ্যে নাটকের গল্প পড়ে নির্মাতাদের সঙ্গে শুটিং পরিকল্পনা করেছেন রিচি। সব ঠিক থাকলে এ মাসেই শুটিং শুরু করতে পারবেন তাঁরা।
অন্যদিকে, আগামী ৬ অক্টোবর যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা রিচির। ফিরবেন নভেম্বরের প্রথম সপ্তাহে। দেশে ফিরেই একটি ওয়েব কনটেন্টে কাজ করার কথা রয়েছে বলে জানিয়েছেন তিনি। তবে কৌশলগত কারণে এখনই সেই কাজের বিস্তারিত জানাতে পারছেন না।
নতুন নাটক প্রসঙ্গে রিচি বলেন, ‘রানা ও সুব্রতর সঙ্গে আগেও কাজ করেছি। তাঁরা এসে আমাকে গল্পটা শুনিয়েছেন। আমার খুবই ভালো লেগেছে। রানা আমাকে আগেই বলেছিলেন, গল্পটা আমাকে ভেবে লেখা। আমিও গল্প শুনে বুঝতে পারলাম, আসলেই গল্পটা আমাকে ভেবে লেখা। আমার মনে হয়েছে এমন একটা কাজ দিয়েই অভিনয়ে বিরতি ভাঙা যেতে পারে।’
অমিতাভ আহমেদ রানা বলেন, ‘গল্পটা রিচির পছন্দ হওয়ায় আমি ও সুব্রত শুটিংয়ের প্রস্তুতি নিচ্ছি। আশা করছি তাঁকে নিয়ে আমাদের প্রথম কাজ ভালোভাবে শেষ হবে। চয়নিকা চৌধুরীর অনেক নাটকে রিচি অভিনয় করেছেন, যেখানে আমরা পরিচালকের সহকারী হিসেবে কাজ করেছি। এবারই প্রথম আমাদের পূর্ণ নির্দেশনায় কাজ করবেন রিচি। তাই কাজটা আমাদের কাছেও বিশেষ কিছু।’
বছরের একটা সময় যুক্তরাষ্ট্রে কাটাতে হয় রিচির। বাকি সময়টা থাকেন দেশে। দুই সন্তান বড় হয়েছে। তাদের পড়াশোনা আর সাংসারিক নানা কাজে সময় পেরিয়ে যায়। তবে নিজেকে খানিকটা গুছিয়ে আবারও শুটিং শুরুর পরিকল্পনা করছেন বলে জানালেন রিচি।
এ প্রসঙ্গে রিচি বলেন, ‘সংসারে সময় দিতেই বিরতি নিয়েছিলাম। আবার শুটিং শুরুর পরিকল্পনা করছি। ভালো নির্দেশক আর ভালো গল্প হলে অবশ্যই অভিনয় করব। অনেকের ধারণা আমি যুক্তরাষ্ট্রে থাকি। এটা ভুল। বছরের কিছু সময় যুক্তরাষ্ট্রে থাকলেও বেশির ভাগ সময়ই আমি দেশে থাকি। অভিনয়শিল্পী হিসেবে অভিনয়ের তেষ্টা তো সব সময়ই থাকে। তাই সময় সুযোগ হলে আবারও নিয়মিত অভিনয় করতে চাই।’
অভিনয়ে ফিরছেন রিচি সোলায়মান। অমিতাভ আহমেদ রানা ও সুব্রত মিত্রর একটি নাটকে অভিনয়ের মাধ্যমে আবারও ক্যামেরার সামনে দাঁড়াবেন তিনি। নাটকটির নাম এখনো চূড়ান্ত হয়নি, তবে গল্প, চিত্রনাট্য ও প্রাথমিক অন্যান্য কাজ এগিয়েছে অনেক দূর। এরই মধ্যে নাটকের গল্প পড়ে নির্মাতাদের সঙ্গে শুটিং পরিকল্পনা করেছেন রিচি। সব ঠিক থাকলে এ মাসেই শুটিং শুরু করতে পারবেন তাঁরা।
অন্যদিকে, আগামী ৬ অক্টোবর যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা রিচির। ফিরবেন নভেম্বরের প্রথম সপ্তাহে। দেশে ফিরেই একটি ওয়েব কনটেন্টে কাজ করার কথা রয়েছে বলে জানিয়েছেন তিনি। তবে কৌশলগত কারণে এখনই সেই কাজের বিস্তারিত জানাতে পারছেন না।
নতুন নাটক প্রসঙ্গে রিচি বলেন, ‘রানা ও সুব্রতর সঙ্গে আগেও কাজ করেছি। তাঁরা এসে আমাকে গল্পটা শুনিয়েছেন। আমার খুবই ভালো লেগেছে। রানা আমাকে আগেই বলেছিলেন, গল্পটা আমাকে ভেবে লেখা। আমিও গল্প শুনে বুঝতে পারলাম, আসলেই গল্পটা আমাকে ভেবে লেখা। আমার মনে হয়েছে এমন একটা কাজ দিয়েই অভিনয়ে বিরতি ভাঙা যেতে পারে।’
অমিতাভ আহমেদ রানা বলেন, ‘গল্পটা রিচির পছন্দ হওয়ায় আমি ও সুব্রত শুটিংয়ের প্রস্তুতি নিচ্ছি। আশা করছি তাঁকে নিয়ে আমাদের প্রথম কাজ ভালোভাবে শেষ হবে। চয়নিকা চৌধুরীর অনেক নাটকে রিচি অভিনয় করেছেন, যেখানে আমরা পরিচালকের সহকারী হিসেবে কাজ করেছি। এবারই প্রথম আমাদের পূর্ণ নির্দেশনায় কাজ করবেন রিচি। তাই কাজটা আমাদের কাছেও বিশেষ কিছু।’
বছরের একটা সময় যুক্তরাষ্ট্রে কাটাতে হয় রিচির। বাকি সময়টা থাকেন দেশে। দুই সন্তান বড় হয়েছে। তাদের পড়াশোনা আর সাংসারিক নানা কাজে সময় পেরিয়ে যায়। তবে নিজেকে খানিকটা গুছিয়ে আবারও শুটিং শুরুর পরিকল্পনা করছেন বলে জানালেন রিচি।
এ প্রসঙ্গে রিচি বলেন, ‘সংসারে সময় দিতেই বিরতি নিয়েছিলাম। আবার শুটিং শুরুর পরিকল্পনা করছি। ভালো নির্দেশক আর ভালো গল্প হলে অবশ্যই অভিনয় করব। অনেকের ধারণা আমি যুক্তরাষ্ট্রে থাকি। এটা ভুল। বছরের কিছু সময় যুক্তরাষ্ট্রে থাকলেও বেশির ভাগ সময়ই আমি দেশে থাকি। অভিনয়শিল্পী হিসেবে অভিনয়ের তেষ্টা তো সব সময়ই থাকে। তাই সময় সুযোগ হলে আবারও নিয়মিত অভিনয় করতে চাই।’
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
১৬ ঘণ্টা আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৫ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৫ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৫ দিন আগে