Ajker Patrika

মনিরামপুরে টিকা নিতে আসেনি ২৫৯ শিক্ষার্থী

মনিরামপুর (যশোর) প্রতিনিধি
আপডেট : ২৩ জানুয়ারি ২০২২, ১১: ৩৬
মনিরামপুরে টিকা নিতে আসেনি ২৫৯ শিক্ষার্থী

মনিরামপুরে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের ২৫৯ জন শিক্ষার্থী এখনো করোনার প্রথম ডোজের টিকা নেয়নি। এসব শিক্ষার্থী টিকার আওতায় না আসায় উপজেলার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরে শতভাগ টিকা দেওয়া হয়েছে বলে দাবি করা যাচ্ছে না। ২৪ জানুয়ারি বাদ পড়া শিক্ষার্থীদের টিকার আওতায় নিয়ে আসা হবে বলে জানিয়েছে উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের তথ্য মতে, মনিরামপুরের ১৫টি কলেজ, দুটি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান, ১১৮টি মাধ্যমিক বিদ্যালয় ও ৬৯টি দাখিল মাদ্রাসায় ১২-১৮ বছর বয়সী শিক্ষার্থীর সংখ্যা রয়েছে ৩৩ হাজার ৯০০ জন।

এ পর্যন্ত করোনার টিকার প্রথম ডোজ নিয়েছে ৩৩ হাজার ৬৪১ শিক্ষার্থী। টিকার বাইরে রয়েছে ২৫৯ জন। এ হিসেব অনুযায়ী মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের ৯৯.২৩ শতাংশ শিক্ষার্থী টিকার প্রথম ডোজের আওতায় এসেছে।

উপজেলা মাধ্যমিক স্তরের চাহিদা অনুযায়ী চলতি বছরের ১০ জানুয়ারি মনিরামপুর উপজেলা পরিষদ চত্বরে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের টিকাদান কার্যক্রম শুরু হয়। দুদিন বিরতি দিয়ে ৯ দিনে গত বৃহস্পতিবার টিকাদান সমাপ্ত হয়।

মনিরামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তন্ময় বিশ্বাস বলেন, ‘১২-১৮ বছর বয়সী শিক্ষার্থীদের জন্য ৩৩ হাজার ৯০০ টিকাদানের লক্ষ্যমাত্রা দেয় মাধ্যমিক শিক্ষা কার্যালয়। গত বৃহস্পতিবার পর্যন্ত ৩৩ হাজার ৬৪১ জন শিক্ষার্থী টিকার প্রথম ডোজ নিয়েছে। যে কজন বাকি আছে তাদের তালিকা করে মাধ্যমিক শিক্ষা কার্যালয় আমাদের জানাবে। স্কুল-কলেজ বন্ধ থাকলেও সুযোগ বুঝে বাকি ২৫৯ জনকে টিকা দেওয়া হবে।’

মনিরামপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বিকাশ চন্দ্র সরকার বলেন, ‘বিভিন্ন কারণে ২৫৯ শিক্ষার্থী টিকাকেন্দ্রে উপস্থিত হয়নি। আমরা বাদ পড়াদের তালিকা চেয়ে সব শিক্ষাপ্রতিষ্ঠানকে চিঠি দিয়েছি। তালিকা সম্পন্ন করে ২৪ জানুয়ারি তাঁদের টিকা দেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চূড়ান্ত হচ্ছে সাত কলেজের নতুন বিশ্ববিদ্যালয়ের নাম, শিগগির ঘোষণা

ফ্রিতে নৌকা না পেয়ে ভূমি অফিস সহকারীকে মারধর এসপির

এলডিসি থেকে উত্তরণ হলে রপ্তানি খাতে বছরে ৮ বিলিয়ন ডলার হারাবে বাংলাদেশ

মাগুরায় ধর্ষণের শিকার শিশুর মৃত্যু: আদালতে প্রধান আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি

বাবা, তোমরা আরও অন্তত পাঁচ-দশ বছর আমাদের নেতা থাকো: আসিফ নজরুল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত