কালাই (জয়পুরহাট) প্রতিনিধি
দ্রব্যমূল্যের সঙ্গে পাল্লা দিয়ে নির্মাণসামগ্রী রড-সিমেন্টের দাম বাড়ায় বিপাকে পড়েছেন জয়পুরহাটের কালাই উপজেলার নিম্নবিত্ত ও মধ্যবিত্ত মানুষ। খরচ বেড়ে যাওয়ায় অনেকেই নির্মাণকাজ বন্ধ রেখেছেন।
সংশ্লিষ্ট ব্যবসায়ীরা বলছেন, বহির্বিশ্বে রড-সিমেন্ট তৈরির কাঁচামালের দাম বেড়ে যাওয়ায় রড-সিমেন্টের দাম বাড়ছে। দাম বাড়ার কারণ হিসেবে তাঁরা আন্তর্জাতিক বাজারকে দায়ী করছেন।
১৫ দিনের ব্যবধানে রডের দাম কেজিতে ৫-৭ টাকা বেড়েছে। আর এক সপ্তাহে সিমেন্টের দাম বেড়েছে প্রতি বস্তায় পরিবহন খরচসহ ১০০ টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে সিমেন্টের দাম বেড়েছে প্রতি বস্তায় ৫০ থেকে ৭০ টাকা।
রড-সিমেন্টের দাম বেড়ে যাওয়ায় থমকে আছে উন্নয়ন প্রকল্পের কাজও। নির্মাণসামগ্রীর দাম বাড়ার কারণে কাজ বন্ধ রাখা হয়েছে বলে জানান ঠিকাদারেরা।
সরেজমিনে দেখা গেছে, উপজেলার রড-সিমেন্টের ব্যবসায়ীরা কোম্পানি অনুসারে প্রতি কেজি রড বিক্রি করছেন ৯২-৯৫ টাকা। ১৫ দিন আগে ৮৮ টাকায় প্রতি কেজি বিক্রি হয়। সিমেন্ট প্রতি বস্তা বিক্রি হচ্ছে ৫৫০-৬২০ টাকা। অথচ গত সপ্তাহে প্রতি বস্তা সিমেন্ট বিক্রি হয়েছে ৪৫০ থেকে ৫২০ টাকা।
উপজেলার ধাপ-শিকটা গ্রামে বাড়ি নির্মাণ করছেন মেহেদী হাসান। কিন্তু ২০-২৫ দিন ধরে তিনি বাড়ির নির্মাণকাজ বন্ধ রেখেছেন।
কারণ জানতে চাইলে মেহেদী হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘বাজারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে নির্মাণসামগ্রীর দাম। সংসার চালানো যখন কষ্টকর হয়ে পড়েছে, সেখানে হঠাৎ রড-সিমেন্টের দাম বেড়ে যাওয়ায় খুব বেকায়দায় পড়েছি। এ জন্য বাড়ির নির্মাণকাজ বন্ধ রেখেছি।’
রড ও সিমেন্ট কোম্পানিগুলোর প্রতিনিধিদের সঙ্গে কথা বলে জানা গেছে, রড নির্মাণের প্রধান কাঁচামাল মূলত ইউরোপ থেকে আসে। বহির্বিশ্বে সেগুলোর দাম প্রচুর বেড়েছে। সেই সঙ্গে সেখানে এ শিল্পের কাঁচামালের সংকট দেখা দিয়েছে। পরিবহনের জন্য জাহাজ ঠিকমতো পাওয়া যায় না। জ্বালানি তেলের দাম বাড়ার কারণে পরিবহন খরচ বেড়ে গেছে। আরও বাড়বে বলে তিনি জানিয়েছেন।
উপজেলার মেসার্স রাসেল ট্রেডার্সের স্বত্বাধিকারী আমিনুল ইসলাম বুলু বলেন, গত দেড় মাস রডের দাম ক্রমাগত বৃদ্ধি পেয়েছে। প্রতিদিন কোম্পানিগুলোর মার্কেটিং অফিসারেরা এসে দাম বৃদ্ধির কথা শোনান। ১৫ দিন আগে যে রড তিনি ৮৮ টাকায় বিক্রি করেছেন এখন তা ৯৫ টাকায় বিক্রি করতে হচ্ছে এবং এক সপ্তাহে পরিবহন খরচসহ প্রতি বস্তা সিমেন্টে দাম বেড়েছে ১০০ টাকা।
কালাইয়ের মেসার্স মণ্ডল ট্রেডার্সের স্বত্বাধিকারী আনিছার রহমান বলেন, এ মাসের শুরুতে রড ও সিমেন্টের দাম স্থিতিশীল ছিল। এখন অর্ডার দিয়েও মিলছে না রড-সিমেন্ট। রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ শুরুর পর থেকে এ দুটি পণ্যের দাম বাড়তে শুরু করে। সর্বকালের সর্বোচ্চ দাম চলছে বর্তমানে। এতে বিপাকে পড়েছেন নিম্নবিত্ত ও মধ্যবিত্ত মানুষেরা।
দ্রব্যমূল্যের সঙ্গে পাল্লা দিয়ে নির্মাণসামগ্রী রড-সিমেন্টের দাম বাড়ায় বিপাকে পড়েছেন জয়পুরহাটের কালাই উপজেলার নিম্নবিত্ত ও মধ্যবিত্ত মানুষ। খরচ বেড়ে যাওয়ায় অনেকেই নির্মাণকাজ বন্ধ রেখেছেন।
সংশ্লিষ্ট ব্যবসায়ীরা বলছেন, বহির্বিশ্বে রড-সিমেন্ট তৈরির কাঁচামালের দাম বেড়ে যাওয়ায় রড-সিমেন্টের দাম বাড়ছে। দাম বাড়ার কারণ হিসেবে তাঁরা আন্তর্জাতিক বাজারকে দায়ী করছেন।
১৫ দিনের ব্যবধানে রডের দাম কেজিতে ৫-৭ টাকা বেড়েছে। আর এক সপ্তাহে সিমেন্টের দাম বেড়েছে প্রতি বস্তায় পরিবহন খরচসহ ১০০ টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে সিমেন্টের দাম বেড়েছে প্রতি বস্তায় ৫০ থেকে ৭০ টাকা।
রড-সিমেন্টের দাম বেড়ে যাওয়ায় থমকে আছে উন্নয়ন প্রকল্পের কাজও। নির্মাণসামগ্রীর দাম বাড়ার কারণে কাজ বন্ধ রাখা হয়েছে বলে জানান ঠিকাদারেরা।
সরেজমিনে দেখা গেছে, উপজেলার রড-সিমেন্টের ব্যবসায়ীরা কোম্পানি অনুসারে প্রতি কেজি রড বিক্রি করছেন ৯২-৯৫ টাকা। ১৫ দিন আগে ৮৮ টাকায় প্রতি কেজি বিক্রি হয়। সিমেন্ট প্রতি বস্তা বিক্রি হচ্ছে ৫৫০-৬২০ টাকা। অথচ গত সপ্তাহে প্রতি বস্তা সিমেন্ট বিক্রি হয়েছে ৪৫০ থেকে ৫২০ টাকা।
উপজেলার ধাপ-শিকটা গ্রামে বাড়ি নির্মাণ করছেন মেহেদী হাসান। কিন্তু ২০-২৫ দিন ধরে তিনি বাড়ির নির্মাণকাজ বন্ধ রেখেছেন।
কারণ জানতে চাইলে মেহেদী হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘বাজারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে নির্মাণসামগ্রীর দাম। সংসার চালানো যখন কষ্টকর হয়ে পড়েছে, সেখানে হঠাৎ রড-সিমেন্টের দাম বেড়ে যাওয়ায় খুব বেকায়দায় পড়েছি। এ জন্য বাড়ির নির্মাণকাজ বন্ধ রেখেছি।’
রড ও সিমেন্ট কোম্পানিগুলোর প্রতিনিধিদের সঙ্গে কথা বলে জানা গেছে, রড নির্মাণের প্রধান কাঁচামাল মূলত ইউরোপ থেকে আসে। বহির্বিশ্বে সেগুলোর দাম প্রচুর বেড়েছে। সেই সঙ্গে সেখানে এ শিল্পের কাঁচামালের সংকট দেখা দিয়েছে। পরিবহনের জন্য জাহাজ ঠিকমতো পাওয়া যায় না। জ্বালানি তেলের দাম বাড়ার কারণে পরিবহন খরচ বেড়ে গেছে। আরও বাড়বে বলে তিনি জানিয়েছেন।
উপজেলার মেসার্স রাসেল ট্রেডার্সের স্বত্বাধিকারী আমিনুল ইসলাম বুলু বলেন, গত দেড় মাস রডের দাম ক্রমাগত বৃদ্ধি পেয়েছে। প্রতিদিন কোম্পানিগুলোর মার্কেটিং অফিসারেরা এসে দাম বৃদ্ধির কথা শোনান। ১৫ দিন আগে যে রড তিনি ৮৮ টাকায় বিক্রি করেছেন এখন তা ৯৫ টাকায় বিক্রি করতে হচ্ছে এবং এক সপ্তাহে পরিবহন খরচসহ প্রতি বস্তা সিমেন্টে দাম বেড়েছে ১০০ টাকা।
কালাইয়ের মেসার্স মণ্ডল ট্রেডার্সের স্বত্বাধিকারী আনিছার রহমান বলেন, এ মাসের শুরুতে রড ও সিমেন্টের দাম স্থিতিশীল ছিল। এখন অর্ডার দিয়েও মিলছে না রড-সিমেন্ট। রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ শুরুর পর থেকে এ দুটি পণ্যের দাম বাড়তে শুরু করে। সর্বকালের সর্বোচ্চ দাম চলছে বর্তমানে। এতে বিপাকে পড়েছেন নিম্নবিত্ত ও মধ্যবিত্ত মানুষেরা।
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
৫ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৯ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৯ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৯ দিন আগে