উজিরপুর প্রতিনিধি
বরিশালের উজিরপুরের কাংশি গ্রামে ধামুরা-উজিরপুর খালের ওপর গার্ডার সেতু ৯ মাসের মধ্যে নির্মাণ করার কথা থাকলেও দীর্ঘ দেড় বছরেও নির্মিত হয়নি। সেতু নির্মাণে খালে বাঁধ দিয়ে রাখায় পানি চলাচল বন্ধ হয়ে বিপাকে পড়েছেন এলাকার বোরোচাষিরা।
উপজেলা এলজিইডি কার্যালয় সূত্রে জানা গেছে, ২০২০ সালে আইবিআরপি প্রকল্পের আওতায় ১৫ মিটার দৈর্ঘ্যের গার্ডার সেতুটি নির্মাণের জন্য ১ কোটি ৪৪ লাখ ৪০ হাজার ৬৪ টাকা বরাদ্দ করা হয়। ২০২০ সালের ১৮ অক্টোবর সেতু নির্মাণের কার্যাদেশ পায় মেসার্স রুপালী কনস্ট্রাকশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। কার্যাদেশ পাওয়ার ৯ মাসের মধ্যে (অর্থাৎ ২০২১ সালের ১৮ জুলাই) নির্মাণকাজ সম্পন্ন হওয়ার কথা ছিল।
স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, সেতু নির্মাণের শুরু থেকে এ পর্যন্ত ঠিকাদারি প্রতিষ্ঠানটি ব্রিজের গার্ডার নির্মাণের কাজই সম্পন্ন করতে পারেনি। বর্তমানে কাজ বন্ধ রয়েছে। কবে নাগাদ সেতুটি নির্মাণ শেষ হবে তা কেউ বলতে পাড়ছেন না।
স্থানীয় কৃষকদের অভিযোগ, দুই বছর আগে নির্মাণের জন্য খালে বাঁধ দেওয়া হয়েছে। ফলে গত বছর ওই এলাকার পাঁচটি বোরো ব্লকে সেচ সংকট দেখা দেয়। খালে বাঁধ থাকায় চলতি বোরো মৌসুমেও চরম সেচ সংকট দেখা দিয়েছে। ফলে বোরো ধানের ফলন বিপর্যয়ের আশঙ্কায় আছেন তাঁরা।
এ বিষয়ে মেসার্স রুপালী কনস্ট্রাকশনের স্বত্বাধিকারী অরুন সুমনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও ফোন নম্বর বন্ধ থাকায় বক্তব্য পাওয়া যায়নি। করে বরিশাল এলজিইডি বিভাগের নির্বাহী প্রকৌশলী শরীফ মো. জামাল উদ্দিন বলেন, ইতিমধ্যে ঠিকাদারের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। পাশাপাশি নির্মাণকাজ দ্রুত সম্পন্ন করার জন্য এলজিইডি থেকে তদারকি করা হবে।
বরিশালের উজিরপুরের কাংশি গ্রামে ধামুরা-উজিরপুর খালের ওপর গার্ডার সেতু ৯ মাসের মধ্যে নির্মাণ করার কথা থাকলেও দীর্ঘ দেড় বছরেও নির্মিত হয়নি। সেতু নির্মাণে খালে বাঁধ দিয়ে রাখায় পানি চলাচল বন্ধ হয়ে বিপাকে পড়েছেন এলাকার বোরোচাষিরা।
উপজেলা এলজিইডি কার্যালয় সূত্রে জানা গেছে, ২০২০ সালে আইবিআরপি প্রকল্পের আওতায় ১৫ মিটার দৈর্ঘ্যের গার্ডার সেতুটি নির্মাণের জন্য ১ কোটি ৪৪ লাখ ৪০ হাজার ৬৪ টাকা বরাদ্দ করা হয়। ২০২০ সালের ১৮ অক্টোবর সেতু নির্মাণের কার্যাদেশ পায় মেসার্স রুপালী কনস্ট্রাকশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। কার্যাদেশ পাওয়ার ৯ মাসের মধ্যে (অর্থাৎ ২০২১ সালের ১৮ জুলাই) নির্মাণকাজ সম্পন্ন হওয়ার কথা ছিল।
স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, সেতু নির্মাণের শুরু থেকে এ পর্যন্ত ঠিকাদারি প্রতিষ্ঠানটি ব্রিজের গার্ডার নির্মাণের কাজই সম্পন্ন করতে পারেনি। বর্তমানে কাজ বন্ধ রয়েছে। কবে নাগাদ সেতুটি নির্মাণ শেষ হবে তা কেউ বলতে পাড়ছেন না।
স্থানীয় কৃষকদের অভিযোগ, দুই বছর আগে নির্মাণের জন্য খালে বাঁধ দেওয়া হয়েছে। ফলে গত বছর ওই এলাকার পাঁচটি বোরো ব্লকে সেচ সংকট দেখা দেয়। খালে বাঁধ থাকায় চলতি বোরো মৌসুমেও চরম সেচ সংকট দেখা দিয়েছে। ফলে বোরো ধানের ফলন বিপর্যয়ের আশঙ্কায় আছেন তাঁরা।
এ বিষয়ে মেসার্স রুপালী কনস্ট্রাকশনের স্বত্বাধিকারী অরুন সুমনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও ফোন নম্বর বন্ধ থাকায় বক্তব্য পাওয়া যায়নি। করে বরিশাল এলজিইডি বিভাগের নির্বাহী প্রকৌশলী শরীফ মো. জামাল উদ্দিন বলেন, ইতিমধ্যে ঠিকাদারের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। পাশাপাশি নির্মাণকাজ দ্রুত সম্পন্ন করার জন্য এলজিইডি থেকে তদারকি করা হবে।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে