নড়াইল প্রতিনিধি
নড়াইল সদর উপজেলার শেখহাটি ইউনিয়ন পরিষদের (ইউপি) ৮ নম্বর ওয়ার্ড সদস্য এরশাদ শেখের বিরুদ্ধে ওএমএসের চালের কার্ড বিতরণে পক্ষপাতের অভিযোগ উঠেছে। নির্বাচনে যারা তাঁর প্রতিপক্ষের হয়ে কাজ করেছিলেন তাঁদের এ চালের কার্ড দেননি বলে জানা গেছে।
ইউপি কার্যালয় সূত্রে জানা গেছে, শেখহাটি ইউনিয়নে মোট ২১৭ জনকে ওএমএসের চাল কেনার কার্ড বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে ৮ নম্বর ওয়ার্ডে ৭৮টি কার্ড বরাদ্দ দেওয়া হয়েছে।
৮ নম্বর ওয়ার্ডের পচিশা গ্রামের এনামুল মোল্লা বলেন, ‘আমার ৬০ নম্বর কার্ড। ১০ টাকা কেজি দরে মাসে ৩০ কেজি চাল পেতাম। বর্তমান মেম্বর এরশাদ শেখ নতুন করে কার্ড দেবার নাম করে আমার কার্ড নিয়ে গেছে। এ ছাড়া করোনার কার্ড দেবার নামে আমার কাছ থেকে ৫০ টাকা নিয়েছে। কার্ড চাইলে মেম্বর এখন কথা বলে না। ধমক দেয়।’
একই গ্রামের বিধবা চায়না বেগম (৫০) বলেন, ‘জায়গা জমি নেই। পরের জায়গায় ঝুপড়ি ঘরে থাকি। মেম্বরের কাছে আমি একখান কার্ড চাইছিলাম। কিন্তু দেয়নি।’
স্থানীয় মসজিদের ইমাম হাফেজ মো. শাহাবুদ্দিন মোল্লা বলেন, ‘আমি গরিব মানুষ। আমাকে একখান কার্ড দেয়নি। কার্ড চাইলে অপমান করেন মেম্বর।’
নাম প্রকাশ না করার শর্তে গ্রামের কয়েকজন বলেন, গত ইউপি নির্বাচনে যারা মেম্বরের পক্ষে কাজ করেনি ভোটে জিতে যাওয়ার পর সেই পরিবারগুলোর কার্ড কেটে নেওয়া হয়েছে।
জানতে চাইলে ইউপি সদস্য এরশাদ শেখ অভিযোগ অস্বীকার করে বলেন, যে পরিবারে একাধিক কার্ড রয়েছে যেমন বিধবাভাতা, বয়স্কভাতা, প্রতিবন্ধী ভাতাসহ অন্যান্য এবং যাদের পরিবার একটু সচ্ছল শুধুমাত্র সেই পরিবারগুলোর কার্ড চেয়ারম্যানের নির্দেশে কর্তন করে অন্য দুস্থ পরিবারের মধ্যে বিতরণ করা হয়েছে।
শেখহাটি ইউনিয়নের চেয়ারম্যান গোলক কুমার বিশ্বাস বলেন, আমার ইউনিয়নে এমনও পরিবার আছে যে পরিবারে একাধিক কার্ড রয়েছে। যাদের খোলা বাজার থেকে সবকিছু কেনার সামর্থ্য আছে। পরিষদের পক্ষ থেকে তদন্ত সাপেক্ষে যাচাই-বাছাই করে সেই সমস্ত পরিবারগুলোর কার্ড কর্তন করে অসহায় পরিবারের মধ্যে বিতরণ করা হয়েছে। এখানে কোনো প্রকার ছলচাতুরী করা হয়নি। যারা এ ধরনের অভিযোগ করছেন তা সঠিক নয়।
নড়াইল সদর উপজেলার শেখহাটি ইউনিয়ন পরিষদের (ইউপি) ৮ নম্বর ওয়ার্ড সদস্য এরশাদ শেখের বিরুদ্ধে ওএমএসের চালের কার্ড বিতরণে পক্ষপাতের অভিযোগ উঠেছে। নির্বাচনে যারা তাঁর প্রতিপক্ষের হয়ে কাজ করেছিলেন তাঁদের এ চালের কার্ড দেননি বলে জানা গেছে।
ইউপি কার্যালয় সূত্রে জানা গেছে, শেখহাটি ইউনিয়নে মোট ২১৭ জনকে ওএমএসের চাল কেনার কার্ড বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে ৮ নম্বর ওয়ার্ডে ৭৮টি কার্ড বরাদ্দ দেওয়া হয়েছে।
৮ নম্বর ওয়ার্ডের পচিশা গ্রামের এনামুল মোল্লা বলেন, ‘আমার ৬০ নম্বর কার্ড। ১০ টাকা কেজি দরে মাসে ৩০ কেজি চাল পেতাম। বর্তমান মেম্বর এরশাদ শেখ নতুন করে কার্ড দেবার নাম করে আমার কার্ড নিয়ে গেছে। এ ছাড়া করোনার কার্ড দেবার নামে আমার কাছ থেকে ৫০ টাকা নিয়েছে। কার্ড চাইলে মেম্বর এখন কথা বলে না। ধমক দেয়।’
একই গ্রামের বিধবা চায়না বেগম (৫০) বলেন, ‘জায়গা জমি নেই। পরের জায়গায় ঝুপড়ি ঘরে থাকি। মেম্বরের কাছে আমি একখান কার্ড চাইছিলাম। কিন্তু দেয়নি।’
স্থানীয় মসজিদের ইমাম হাফেজ মো. শাহাবুদ্দিন মোল্লা বলেন, ‘আমি গরিব মানুষ। আমাকে একখান কার্ড দেয়নি। কার্ড চাইলে অপমান করেন মেম্বর।’
নাম প্রকাশ না করার শর্তে গ্রামের কয়েকজন বলেন, গত ইউপি নির্বাচনে যারা মেম্বরের পক্ষে কাজ করেনি ভোটে জিতে যাওয়ার পর সেই পরিবারগুলোর কার্ড কেটে নেওয়া হয়েছে।
জানতে চাইলে ইউপি সদস্য এরশাদ শেখ অভিযোগ অস্বীকার করে বলেন, যে পরিবারে একাধিক কার্ড রয়েছে যেমন বিধবাভাতা, বয়স্কভাতা, প্রতিবন্ধী ভাতাসহ অন্যান্য এবং যাদের পরিবার একটু সচ্ছল শুধুমাত্র সেই পরিবারগুলোর কার্ড চেয়ারম্যানের নির্দেশে কর্তন করে অন্য দুস্থ পরিবারের মধ্যে বিতরণ করা হয়েছে।
শেখহাটি ইউনিয়নের চেয়ারম্যান গোলক কুমার বিশ্বাস বলেন, আমার ইউনিয়নে এমনও পরিবার আছে যে পরিবারে একাধিক কার্ড রয়েছে। যাদের খোলা বাজার থেকে সবকিছু কেনার সামর্থ্য আছে। পরিষদের পক্ষ থেকে তদন্ত সাপেক্ষে যাচাই-বাছাই করে সেই সমস্ত পরিবারগুলোর কার্ড কর্তন করে অসহায় পরিবারের মধ্যে বিতরণ করা হয়েছে। এখানে কোনো প্রকার ছলচাতুরী করা হয়নি। যারা এ ধরনের অভিযোগ করছেন তা সঠিক নয়।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে