Ajker Patrika

দাম ভালো, বাড়ছে শসা চাষ

মো. জাকিরুল ইসলাম, হালুয়াঘাট
আপডেট : ২৮ নভেম্বর ২০২১, ১৬: ১১
দাম ভালো, বাড়ছে শসা চাষ

লাভজনক হওয়ায় হালুয়াঘাটে চলতি মৌসুমে শসার আবাদ বেড়েছে কৃষকের। এ বছর ভালো দাম এবং আবহাওয়া অনুকূলে থাকায় কৃষকেরা শসার চাষে আগ্রহ দেখিয়েছেন। স্বল্প খরচে অধিক লাভ হওয়ায় শসা চাষে আগ্রহ বাড়ছে বলে মনে করছে উপজেলার কৃষি অফিস।

উপজেলার কয়েকটি ইউনিয়ন ঘুরে দেখা যায়, সদর ইউনিয়ন, জুগলী, গাজীরভিটা, ধুরাইল, ধারা, কৈচাপুর, আমতৈল, নাগলা ইউনিয়নে কৃষকেরা শসা খেতে ব্যস্ত সময় পার করছেন। কেউ কেউ শসা বাজার নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। আবার অনেকে নতুন করে শসার মাচা তৈরি করছে।

উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা যায়, চলতি মৌসুমে উপজেলার বিভিন্ন ইউনিয়নে প্রায় ৭৫ হেক্টর জমিতে শসার আবাদ হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় ফলনও ভালো। প্রান্তিক কৃষকেরা দামও ভালো পাওয়ায় শসা চাষে আগ্রহী হচ্ছেন।

জুগলী ইউনিয়নের গামারীতলা এলাকায় দেখা যায়, মাচা তৈরি করছেন কয়েকজন কৃষক। তাঁদের সঙ্গে কথা বলে জানা যায়, খেতে ফুল আসতে শুরু করেছে। তাই মাচা তৈরি করছেন।

কৃষক আক্রাম হোসেন বলেন, ‘আমি ১৫ শতাংশ খেতে এ বছর শসা লাগাইলাম। আমার সব মিলাইয়া ১৫ হাজার ট্যাহা লাগছে।’ একই গ্রামের আরেক কৃষক বিতু ইসলাম এবার ২০ শতাংশ জমিতে প্রথমবারের মতো শসার আবাদ করেছেন।

উপজেলার ধুরাইল ইউনিয়নের চরগোরকপুর গ্রামের কৃষক ভাবনা বলেন, ‘প্রতি বছর পালানের (উঁচু) ২৫ শতাংশ জমিতে শসা লাগাই। গত বছর মণ প্রতি ১২ শ থেকে ১৪ শ টাকায় বিক্রি করেছি। এ বছর আরও ৩০ শতাংশ জমি বর্গা নিয়ে শসা লাগাইছি। ধানের চাইতে শসায় সময় কম লাগে, লাভ হয় বেশি।’

একই ইউনিয়নের রামনগর গ্রামের কৃষক কবির ইসলাম বলেন, ‘আমি এইবার প্রথম ৫০ শতক জমিতে শসা লাগাইছি। গাছের চেহারা আল্লাহর রহমতে ভালোই দেখা যাইতেছে। আশা করছি সামনের সপ্তাহে শসা বাজারে তুলতে পারুম।’

এ বিষয়ে কৃষি কর্মকর্তা মো. মাসাদুর রহমান জানান, বীজ বপনের ৩০ থেকে ৩৫ দিনের মধ্যে শসা ধরা শুরু হয়। কম খরচে বেশি লাভ হওয়ায় শসা চাষে আগ্রহী হচ্ছেন অনেকেই।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

রাজধানীতে ছিনতাইকারী সন্দেহে ইরানের দুই নাগরিককে মারধর

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত