অভিজিৎ সাহা, নালিতাবাড়ী (শেরপুর)
‘এলাকার একটি ছেলে আমায় বলে, এই গাভি কি দিনে ৫ হাজার টাকা দেবে? গাভি বেইচা টাকা অ্যাপসে দেন, দিনে কম করে হলেও ৩ থেকে ৪ হাজার টাকা দিব। পরে ওর কথা শুনে ৬০ হাজার টাকা গাভিটি বিক্রি কইরা ফোনে টেহা ভরছি। তিন দিনে লাভ পাইছি সাড়ে ৩ হাজার টাকা। পরের দিন ওই সাইট বন্ধ অইয়া গেছে। এমন প্রলোভনে ‘অরোরা’ নামের একটি ওয়েবসাইটে টাকা দিয়ে প্রতারণার শিকার হয়েছেন শেরপুরের নালিতাবাড়ী উপজেলার বাগিচাপুর গ্রামের কৃষক মশিউর রহমান (৩০)।
মশিউরের বাবা আবু বক্কর মারা গেছেন। সংসারে মা, স্ত্রী, সন্তানসহ সাত সদস্যের পরিবার। গাভিটি হারিয়ে সংসার নিয়ে ভীষণ দুর্ভোগে পড়েছেন তিনি।
মশিউর একা নন, তাঁর মতো উপজেলার রূপনারায়ণকুড়া ইউনিয়নের দুই শতাধিক পরিবারকে বেশি লাভ দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে প্রায় দেড় কোটি টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক চক্রটি। থানায় জিডিও করেছেন ভুক্তভোগীরা।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক বলেন, ‘অ্যাপসের মাধ্যমে একটি প্রতারক চক্র মানুষের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পেয়েছি। অভিযোগটি আমরা খতিয়ে দেখছি। অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
ভুক্তভোগীরা জানান, মোবাইল ফোনে ‘অরোরা’ অ্যাপসে বিকাশের মাধ্যমে ৫০ হাজার টাকা বিনিয়োগে প্রতিদিন ২ হাজার ২৫০ টাকা এবং ১ লাখ টাকায় ৫ হাজার ৫০০ টাকা পর্যন্ত মুনাফা পাওয়ার কথাও জানায় চক্রটি। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খৃষ্টফার হিমেল রিছিল বলেন, অ্যাপসগুলো ভুয়া কি না তা যাচাই-বাছাইয়ের প্রয়োজন।
যুবসমাজ ও তরুণ প্রজন্মের উচিত সতর্কতার সঙ্গে অ্যাপস ব্যবহার করা। মামলা হলে তদন্তের মাধ্যমে চক্রের মূল হোতাদের শাস্তির আওতায় আনা সম্ভব।
‘এলাকার একটি ছেলে আমায় বলে, এই গাভি কি দিনে ৫ হাজার টাকা দেবে? গাভি বেইচা টাকা অ্যাপসে দেন, দিনে কম করে হলেও ৩ থেকে ৪ হাজার টাকা দিব। পরে ওর কথা শুনে ৬০ হাজার টাকা গাভিটি বিক্রি কইরা ফোনে টেহা ভরছি। তিন দিনে লাভ পাইছি সাড়ে ৩ হাজার টাকা। পরের দিন ওই সাইট বন্ধ অইয়া গেছে। এমন প্রলোভনে ‘অরোরা’ নামের একটি ওয়েবসাইটে টাকা দিয়ে প্রতারণার শিকার হয়েছেন শেরপুরের নালিতাবাড়ী উপজেলার বাগিচাপুর গ্রামের কৃষক মশিউর রহমান (৩০)।
মশিউরের বাবা আবু বক্কর মারা গেছেন। সংসারে মা, স্ত্রী, সন্তানসহ সাত সদস্যের পরিবার। গাভিটি হারিয়ে সংসার নিয়ে ভীষণ দুর্ভোগে পড়েছেন তিনি।
মশিউর একা নন, তাঁর মতো উপজেলার রূপনারায়ণকুড়া ইউনিয়নের দুই শতাধিক পরিবারকে বেশি লাভ দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে প্রায় দেড় কোটি টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক চক্রটি। থানায় জিডিও করেছেন ভুক্তভোগীরা।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক বলেন, ‘অ্যাপসের মাধ্যমে একটি প্রতারক চক্র মানুষের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পেয়েছি। অভিযোগটি আমরা খতিয়ে দেখছি। অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
ভুক্তভোগীরা জানান, মোবাইল ফোনে ‘অরোরা’ অ্যাপসে বিকাশের মাধ্যমে ৫০ হাজার টাকা বিনিয়োগে প্রতিদিন ২ হাজার ২৫০ টাকা এবং ১ লাখ টাকায় ৫ হাজার ৫০০ টাকা পর্যন্ত মুনাফা পাওয়ার কথাও জানায় চক্রটি। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খৃষ্টফার হিমেল রিছিল বলেন, অ্যাপসগুলো ভুয়া কি না তা যাচাই-বাছাইয়ের প্রয়োজন।
যুবসমাজ ও তরুণ প্রজন্মের উচিত সতর্কতার সঙ্গে অ্যাপস ব্যবহার করা। মামলা হলে তদন্তের মাধ্যমে চক্রের মূল হোতাদের শাস্তির আওতায় আনা সম্ভব।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে