Ajker Patrika

ঊর্ধ্বমুখী বাজারে মলিন আনন্দ

মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি 
ঊর্ধ্বমুখী বাজারে মলিন আনন্দ

বাঙালি হিন্দুদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা শুরু হচ্ছে আজ শনিবার। তবে ঊর্ধ্বমুখী বাজারের চাপে মলিন হয়ে আছে উৎসব। রংপুরের মিঠাপুকুরে সীমিত আয়ের পরিবারগুলোতে এখনো আনন্দমুখর পরিবেশের আবহ গড়ে ওঠেনি।

স্থানীয় বাসিন্দারা জানান, ভোগ্যপণ্যসহ সব পণ্যের দাম বাড়ার কারণে উৎসবে ভাটা পড়েছে। পূজা-পার্বণের জন্য সঞ্চিত টাকায় আগেই টান পড়েছে।

উপজেলার মাহাথির মার্কেটের কাপড় ব্যবসায়ী ফখরুল ইসলাম জানান, পূজা উপলক্ষে বিক্রি কম হয়েছে। শিশুদের জামা কিছুটা বিক্রি হলেও বড়দের পোশাক বিক্রি ছিল অনেক কম।

মিঠাপুকুর গ্রামের সুশীল বর্মণ বলেন, এ বছর নারকেলের দামও বেড়ে গেছে। এখানে প্রতিটি নারকেল ১০০ থেকে ১২৫ টাকা দরে বিক্রি করা হচ্ছে। সব মিলিয়ে টানাপোড়েনের মধ্যেই উদ্‌যাপন করা হচ্ছে শারদীয় উৎসব।

বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদ মিঠাপুকুর শাখার সদস্যসচিব স্বপন সরকার জানান, এ বছর উপজেলায় ১৩৪টি মণ্ডপে দুর্গতিনাশিনী দেবী দুর্গার পূজার আয়োজন করা হয়েছে। ইতিমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। মণ্ডপে মণ্ডপে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা।

এসব মণ্ডপে সরকারি সহায়তা হিসেবে ৬৯ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। প্রতিটি মণ্ডপ ৫০০ কেজি করে চাল পেয়েছে বলে জানান উপজেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী সন্তোষ কেরকেটা।

মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান বলেন, সব পূজা উদ্‌যাপন কমিটির সভাপতি ও সম্পাদকের সঙ্গে মতবিনিময় করে মণ্ডপ ও আশপাশের এলাকায় নিরাপত্তা নিশ্চিত করার দিকনির্দেশনা দেওয়া হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমাতুজ জোহরা বলেন, ‘প্রতিটি মণ্ডপে সিসি ক্যামেরা স্থাপনের পরামর্শ দিয়েছি। এ ছাড়া ১০ জন করে স্বেচ্ছাসেবক নিয়োগ দেওয়া হবে। তাঁদের জন্য জেলা প্রশাসকের স্বাক্ষর করা পরিচয়পত্র সরবরাহ করা হয়েছে। এ উপজেলায় সুষ্ঠু ও আনন্দমুখর পরিবেশে শারদীয় পূজা সম্পন্ন হবে বলে আশাবাদী।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফাইনালে ভারতের ‘যম’কে খেলানো নিয়ে দোটানায় নিউজিল্যান্ড

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বিলুপ্তের সিদ্ধান্ত হয়নি, নাহিদের মন্তব্যের জবাবে উমামা

আ.লীগ নেতার গ্রেপ্তার নিয়ে রাজশাহীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

বোনের বাড়িতে ‘ধর্ষণের’ শিকার: ২৪ ঘণ্টা পরও অচেতন শিশু, মূর্ছা যাচ্ছেন মা

আওয়ামী লীগ নেতা ‘ব্যাটারি বাবু’ ভবনে ঢুকে হাওয়া!

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত