Ajker Patrika

শাল্লায় সাংবাদিকের ওপর হামলা

শাল্লা (সুনামগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ২০ জানুয়ারি ২০২২, ১৩: ০৮
শাল্লায় সাংবাদিকের ওপর হামলা

শাল্লায় সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা পরিষদের কর্মীর বিরুদ্ধে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ উঠেছে।

গতকাল বুধবার সকাল সাড়ে ১১টায় ঘুঙ্গিয়ারগাঁও বাজারের এক দোকানে এই হামলা চালানো হয়। এদিন বাদক চন্দ্র দাস বাদী হয়ে ইউএনও আল মুক্তাদির হোসেন ও উপজেলা পরিষদ কর্মী সুব্রত কুমার দাসের নামে শাল্লা থানায় অভিযোগ করেন।

অভিযোগে উল্লেখ করা হয়, সাংবাদিক বাদল চন্দ্র দাসের ঠিকাদারি প্রতিষ্ঠান মুজিববর্ষ উপলক্ষে আশ্রয়ণ প্রকল্পের মালামাল সরবরাহ করে। মালামাল সরবরাহের ৪৭ লাখ টাকা ইউএনওর কাছে পাওয়া রয়ে যায়। টাকা না পাওয়ায় সিলেট বিভাগীয় কর্মকর্তার কাছে ইউএনওর বিরুদ্ধে লিখিত অভিযোগ দেন তিনি। অভিযোগে ইউএনও ক্ষিপ্ত হয়ে সুব্রত কুমার দাসের নেতৃত্বে সাংবাদিকের ওপর হামলা চালায়।

ভুক্তভোগী বাদল চন্দ্র দাস বলেন, পূর্বপরিকল্পিতভাবে ইউএনও নির্দেশে আমার ওপর হামলা করা হয়। এমনকি ইউএনওর বিরুদ্ধে দেওয়া অভিযোগের প্রয়োজনীয় কাগজপত্র আমার কাছ থেকে ছিনিয়ে নেয়।

এ বিষয়ে ইউএনও বলেন, ‘এ ঘটনার কিছুই আমি জানি না। এই ঘটনার সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই।’

শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, অভিযোগটি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আ. লীগ নির্বাচনে অংশ নেবে কি না, তারাই সিদ্ধান্ত নেবে: বিবিসিকে প্রধান উপদেষ্টা

‘মবের হাত থেকে বাঁচাতে’ পলকের বাড়ি হয়ে গেল অস্থায়ী পুলিশ ক্যাম্প

স্বাধীনতা পদক পাচ্ছেন এম এ জি ওসমানীসহ ৮ জন

কনের বাড়িতে প্রবেশের আগমুহূর্তে হৃদ্‌রোগে বরের মৃত্যু

বগুড়ায় মোবাইল ফোনে কথা বলার সময় ছাদ থেকে পড়ে নার্সিং শিক্ষার্থীর মৃত্যু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত