Ajker Patrika

দুই যুগেও হয়নি শহীদ মিনার

মির্জাপুর প্রতিনিধি
আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২২, ১৫: ১৭
দুই যুগেও হয়নি শহীদ মিনার

প্রতিষ্ঠার দুই যুগ পার হলেও মির্জাপুর উপজেলা সদরের মহিলা ডিগ্রি কলেজে নির্মাণ হয়নি শহীদ মিনার। ফলে ওই কলেজের শিক্ষার্থীরা শহীদের প্রতি শ্রদ্ধা জানাতে পারছেন না। দ্রুত শহীদ মিনার নির্মাণের নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।

জানা গেছে, ১৯৯৭ সালে উপজেলা সদরের বাওয়ার কুমারজানী গ্রামে এই কলেজটি প্রতিষ্ঠা করা হয়। পরে ২০১০ সালে কলেজটি এমপিও ভুক্ত হয়। এ ছাড়া ২০১৩-১৪ অর্থবছরে কয়েক কোটি টাকা ব্যয়ে একটি বিশাল চারতলা ভবন নির্মাণ করে দেয় শিক্ষা মন্ত্রণালয়। অথচ ২৫ বছরে কলেজটিতে কোনো শহীদ মিনার হয়নি।

এ বিষয়ে জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা লায়লা বেগম বলেন, শহীদ মিনার নির্মাণের নির্দেশ দিয়ে দুই বছর আগে কলেজ অধ্যক্ষকে চিঠি দেওয়া হয়েছে। তারপরও যেহেতু শহীদ মিনার নির্মাণ করা হয়নি, তাই আবারও নির্দেশ দেওয়া হবে।

কলেজ পরিচালনা পরিষদের সভাপতি মো. জাকির হোসেন বলেন, দ্রুত শহীদ মিনার নির্মাণের জন্য অধ্যক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।

কলেজের অধ্যক্ষ হারুন অর রশিদ বলেন, আর্থিক সংকটের কারণে শহীদ মিনার নির্মাণ করা সম্ভব হয়নি। অর্থসংস্থান হলে শহীদ মিনার নির্মাণ করা হবে।

একাধিক ছাত্রী জানান, শহীদ মিনার না থাকায় তাঁরা ভাষাশহীদসহ অন্য শহীদের প্রতি শ্রদ্ধা জানাতে পারছেন না। এটা তাঁদের জন্য এক ধরনের লজ্জার বিষয় বলে তাঁরা মন্তব্য করেন।

তবে স্থানীয় বাসিন্দারা জানান, মহান বিজয় ও স্বাধীনতা দিবসে উপজেলা সদরের শেখ রাসেল মিনি স্টেডিয়ামে সরকারিভাবে নানা অনুষ্ঠানের আয়োজন করা হলেও মির্জাপুর মহিলা কলেজের ছাত্রীদের সেখানে অংশগ্রহণ করতে দেখা যায় না। অবশ্য অধ্যক্ষ হারুন অর রশিদ জানান, ক্রীড়া শিক্ষক না থাকায় তাঁদের সরকারি কর্মসূচিতে অংশ নেওয়া সম্ভব হয় না। এ ছাড়া ছাত্রীদের নিয়ে ঘরোয়াভাবে এসব কর্মসূচি পালন করে থাকেন বলে জানান তিনি।

এ বিষয়ে মির্জাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর শরীফ মাহমুদ বলেন, আর্থিক সংকটের বিষয়টি অজুহাত মাত্র। সত্যিকার অর্থে ইচ্ছাটাই বড়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জাতীয় নির্বাচন: ভোট কমিটির নেতৃত্বে ডিসি–ইউএনওকে না রাখার চিন্তা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বিলুপ্তের সিদ্ধান্ত হয়নি, নাহিদের মন্তব্যের জবাবে উমামা

আ.লীগ নেতার গ্রেপ্তার নিয়ে রাজশাহীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

মাগুরার শিশুটি এখনো অচেতন, চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান

ঈদে পুলিশের সহযোগী ফোর্স হবে বেসরকারি নিরাপত্তাকর্মী, পাবে গ্রেপ্তারের ক্ষমতা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত