নতুন ভিসি পেল ইবি ববি ও যবিপ্রবি

আজকের পত্রিকা ডেস্ক
Thumbnail image

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি), যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) ও বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) নতুন উপাচার্য (ভিসি) নিয়োগ দেওয়া হয়েছে। এ ছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) নতুন উপ-উপাচার্য (প্রশাসন ও একাডেমিক) নিয়োগ দেওয়া হয়েছে।

গতকাল সোমবার রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মো. শাহীনুর ইসলাম ও রোখছানা বেগম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর:

ইবি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ১৪ তম ভিসি হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন অধ্যাপক নকীব মোহাম্মদ নসরুল্লাহ। জানা গেছে, আগামী ৪ বছরের জন্য তাঁকে এ দায়িত্ব দেওয়া হয়েছে।

ববি: এদিকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) পঞ্চম উপাচার্য হিসেবে ৪ বছরের জন্য অধ্যাপক ড. শুচিতা শরমিনকে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি ঢাবির ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক ছিলেন।

যবিপ্রবি: যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) চতুর্থ ভিসি হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি বিভাগের অধ্যাপক মো. আব্দুল মজিদ।

চবি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে উপ-উপাচার্য (প্রশাসন) হিসেবে অধ্যাপক ড. কামাল উদ্দিন ও উপ-উপাচার্য (একাডেমিক) হিসেবে অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান নিয়োগ পেয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত