Ajker Patrika

আগৈলঝাড়ায় মৎস্য কর্মকর্তাকে মারধরের ঘটনায় মামলা

আগৈলঝাড়া প্রতিনিধি
আপডেট : ০৪ জানুয়ারি ২০২২, ১০: ২৯
আগৈলঝাড়ায় মৎস্য কর্মকর্তাকে মারধরের ঘটনায় মামলা

আগৈলঝাড়ায় নিষিদ্ধ জাল উদ্ধার করতে গিয়ে সন্ত্রাসীদের হামলায় উপজেলা মৎস্য কর্মকর্তাসহ ৩ জন আহত হওয়ার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। এদিকে উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম আহত হওয়ার সংবাদ পেয়ে বরিশাল বিভাগীয় মৎস্য কার্যালয়ের উপপরিচালক মো. আনিচুর রহমান তালুকদার ও বরিশাল জেলা মৎস্য কর্মকর্তা মো. আসাদুজ্জামান আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাঁকে দেখতে আসেন। এ সময় তাঁর চিকিৎসার সার্বিক খোঁজ খবর নেন তাঁরা।

আহত উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম জানান, দেশীয় প্রজাতির মাছ রক্ষায় কম্বিং অপারেশনের অংশ হিসেবে রোববার দুপুরে উপজেলার কান্দিরপাড় খালে অবৈধ চট জাল উদ্ধার করতে যান। ওই অভিযানের সময় নগরবাড়ি গ্রামের রিপন খান, তার ভাই স্বপন খান, ইলিয়াস খানসহ ৪-৫ জন মিলে হামলা চালায়।

এ ঘটনায় উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম বাদী হয়ে রিপন খানকে আসামি করে আগৈলঝাড়া থানায় মামলা দায়ের করেছেন

এ ব্যাপারে জানতে চাইলে আগৈলঝাড়া থানার উপপরিদর্শক ও মামলার তদন্তকারী কর্মকর্তা মিলটন মন্ডল আজকের পত্রিকাকে জানান, মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলমসহ ৩ জনকে মারধরের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে পুলিশ সদস্যদের অভিযান অব্যাহত রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত