নিজস্ব প্রতিবেদক, ঢাকা
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে মন্ত্রী বা প্রতিমন্ত্রীর জন্য একটিই কক্ষ। ২০১৮ সালে তারানা হালিমকে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ থেকে সরিয়ে তথ্য প্রতিমন্ত্রী করার পর একজন অতিরিক্ত সচিবের কক্ষে তড়িঘড়ি করে তাঁর দপ্তর করা হয়। স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে সরিয়ে মুরাদ হাসানকে তথ্য প্রতিমন্ত্রী করা হলে সেই কক্ষেই বসেন তিনি। অন্য প্রতিমন্ত্রীর মতো অতটা পরিপাটি ছিল না তথ্য প্রতিমন্ত্রীর ৮০১ নম্বর কক্ষটি। কয়েক দিন ধরে সেটি গোছগাছের কাজ চলছিল। মূল দপ্তরের সঙ্গে নতুন করে বানানো হয়েছে ছোট্ট একটি বিশ্রামকক্ষ। কিন্তু দপ্তরেই আর ফেরা হলো না মুরাদ হাসানের। নারীদের নিয়ে বিদ্বেষমূলক বক্তব্য দেওয়ার পর প্রধানমন্ত্রীর নির্দেশে গতকাল মঙ্গলবার মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন তিনি।
মুরাদের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ। এ বিষয়ে গতকাল রাতে সরকারি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে বলা হয়, এ পদত্যাগ অবিলম্বে কার্যকর হবে।
সরকারি কর্মকর্তাদের সঙ্গে বাজে ব্যবহারের কারণে দেড় বছরেরও বেশি সময় একান্ত সচিব (পিএস) পাচ্ছিলেন না মুরাদ হাসান। পিএস না-থাকায় গতকাল দুপুর ১২টার দিকে তাঁর জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ গিয়াস উদ্দিনকে পদত্যাগপত্র ই-মেইল করেন তিনি। সেখানে ব্যক্তিগত কারণ দেখিয়ে প্রতিমন্ত্রীর পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগের কথা জানান মুরাদ।
পদত্যাগপত্রে তথ্য প্রতিমন্ত্রী হিসেবে নিয়োগের তারিখ ভুল লেখায়, সেটি সংশোধন করে আবার পদত্যাগপত্র নেওয়ার চেষ্টা করেন তথ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা। কিন্তু মুরাদ হাসানের সঙ্গে যোগাযোগ করতে না পেরে কলম দিয়ে তারিখ সংশোধন করে সেটি মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়।
এদিকে প্রতিমন্ত্রী মুরাদ হাসানের মধ্যে তিন মাস ধরে পরিবর্তন খেয়াল করেছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ। গতকাল সচিবালয়ে তিনি সাংবাদিকদের বলেন, ‘তিনি (মুরাদ) বেশ কিছু বক্তব্য দল ও সরকারের সঙ্গে আলোচনা না-করেই দিয়েছেন। যেগুলোর কারণে আমাদেরও প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে। সাম্প্রতিক সময়ে কিছু বক্তব্য, কিছু কর্মকাণ্ড নিয়ে সরকার ও দল বিব্রত হয়েছে।
প্রধানমন্ত্রীকে জানিয়ে এসব কথা বলতেন বলে মুরাদ হাসান এর আগে সাংবাদিকদের জানিয়েছেন।’ এ বিষয়ে হাছান মাহমুদ বলেন, ‘প্রধানমন্ত্রীকে জানিয়ে বলেছেন বলে আমার জানা নেই। প্রধানমন্ত্রী এ ধরনের কথা বলা কখনো কারও জন্যই অ্যালাউ করেন না।’
এদিকে প্রতিমন্ত্রীর পদ হারানো মুরাদ হাসানকে জামালপুর জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদকের পদ থেকেও অব্যাহতি দেওয়া হয়েছে। দলীয় ভাবমূর্তি বিনষ্ট, অগঠনতান্ত্রিক ও শৃঙ্খলাপরিপন্থী কর্মকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগে মুরাদ হাসানকে অব্যাহতি দিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে জামালপুর জেলা আওয়ামী লীগ।
শাহবাগ থানায় মামলার আবেদন
মুরাদ হাসানের বিরুদ্ধে গতকাল শাহবাগ থানায় অভিযোগ দায়ের করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল সংসদের সাবেক সাধারণ সম্পাদক (জিএস) ছাত্রলীগ নেতা জুলিয়াস সিজার তালুকদার। এটিকে মামলা নেওয়ার জন্য পুলিশের সাইবার নিরাপত্তা ইউনিটে আবেদনও করেন ঢাবির ওই শিক্ষার্থী।
মামলার আবেদনে উল্লেখ করা হয়, মুরাদ হাসান এক বক্তব্যে বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রস্রাব করার সময়ও আমার নাই।’ আরেক বক্তব্যে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল এবং শামসুন্নাহার হলের শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘তারা রাতে নিজের হলে অবস্থান না করে বিভিন্ন পাঁচ তারকা হোটেলে গিয়ে থাকে।’ এসব বক্তব্যে তিনি দেশের সর্বপ্রাচীন ও ঐতিহ্যবাহী বিদ্যাপীঠকে উদ্দেশ্যমূলকভাবে তাচ্ছিল্য করেছেন।
মুরাদকে গ্রেপ্তারের দাবি বিএনপির
মুরাদ হাসানকে গ্রেপ্তার করে তাঁর বিচার দাবি করেছে বিএনপি। গতকাল নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘এই ব্যক্তির (মুরাদ হাসান) রাজনীতি করার কোনো অধিকার নেই। তিনি যে কুরুচিপূর্ণ কথাবার্তা বলেছেন, সে জন্য তাঁকে রাজনীতি করার অযোগ্য ঘোষণা করতে হবে। তাকে সকল পর্যায় থেকেই সরিয়ে দিতে হবে এবং প্রচলিত আইনে তাঁর বিচার করতে হবে।’
হাইকোর্টের নির্দেশ
প্রতিমন্ত্রীর পদ হারানো ডা. মুরাদ হাসানের অশ্লীল কথাবার্তার অডিও-ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সরাতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সৈয়দ সায়েদুল হক সুমনের আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের বেঞ্চ মৌখিক এই নির্দেশ দেন।
মুরাদ হাসানের বিষয়টি আদালতের নজরে এনে সৈয়দ সায়েদুল হক বলেন, ওই কথাবার্তা এত অশ্লীল যে, কোনো শিশু যদি তা শোনে, তাহলে তাদের মনে বিরূপ প্রভাব পড়বে। সেগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে থেকে গেলে তা হবে সবার জন্য বিব্রতকর। এরপর আদালত ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমারকে বলেন, বিটিআরসির চেয়ারম্যানের সঙ্গে কথা বলে ওই অডিও-ভিডিওগুলো সরানোর পদক্ষেপ নিতে। একই সঙ্গে এ বিষয়ের অগ্রগতি আজ বুধবার আদালতকে জানাতে বলা হয়।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে মন্ত্রী বা প্রতিমন্ত্রীর জন্য একটিই কক্ষ। ২০১৮ সালে তারানা হালিমকে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ থেকে সরিয়ে তথ্য প্রতিমন্ত্রী করার পর একজন অতিরিক্ত সচিবের কক্ষে তড়িঘড়ি করে তাঁর দপ্তর করা হয়। স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে সরিয়ে মুরাদ হাসানকে তথ্য প্রতিমন্ত্রী করা হলে সেই কক্ষেই বসেন তিনি। অন্য প্রতিমন্ত্রীর মতো অতটা পরিপাটি ছিল না তথ্য প্রতিমন্ত্রীর ৮০১ নম্বর কক্ষটি। কয়েক দিন ধরে সেটি গোছগাছের কাজ চলছিল। মূল দপ্তরের সঙ্গে নতুন করে বানানো হয়েছে ছোট্ট একটি বিশ্রামকক্ষ। কিন্তু দপ্তরেই আর ফেরা হলো না মুরাদ হাসানের। নারীদের নিয়ে বিদ্বেষমূলক বক্তব্য দেওয়ার পর প্রধানমন্ত্রীর নির্দেশে গতকাল মঙ্গলবার মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন তিনি।
মুরাদের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ। এ বিষয়ে গতকাল রাতে সরকারি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে বলা হয়, এ পদত্যাগ অবিলম্বে কার্যকর হবে।
সরকারি কর্মকর্তাদের সঙ্গে বাজে ব্যবহারের কারণে দেড় বছরেরও বেশি সময় একান্ত সচিব (পিএস) পাচ্ছিলেন না মুরাদ হাসান। পিএস না-থাকায় গতকাল দুপুর ১২টার দিকে তাঁর জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ গিয়াস উদ্দিনকে পদত্যাগপত্র ই-মেইল করেন তিনি। সেখানে ব্যক্তিগত কারণ দেখিয়ে প্রতিমন্ত্রীর পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগের কথা জানান মুরাদ।
পদত্যাগপত্রে তথ্য প্রতিমন্ত্রী হিসেবে নিয়োগের তারিখ ভুল লেখায়, সেটি সংশোধন করে আবার পদত্যাগপত্র নেওয়ার চেষ্টা করেন তথ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা। কিন্তু মুরাদ হাসানের সঙ্গে যোগাযোগ করতে না পেরে কলম দিয়ে তারিখ সংশোধন করে সেটি মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়।
এদিকে প্রতিমন্ত্রী মুরাদ হাসানের মধ্যে তিন মাস ধরে পরিবর্তন খেয়াল করেছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ। গতকাল সচিবালয়ে তিনি সাংবাদিকদের বলেন, ‘তিনি (মুরাদ) বেশ কিছু বক্তব্য দল ও সরকারের সঙ্গে আলোচনা না-করেই দিয়েছেন। যেগুলোর কারণে আমাদেরও প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে। সাম্প্রতিক সময়ে কিছু বক্তব্য, কিছু কর্মকাণ্ড নিয়ে সরকার ও দল বিব্রত হয়েছে।
প্রধানমন্ত্রীকে জানিয়ে এসব কথা বলতেন বলে মুরাদ হাসান এর আগে সাংবাদিকদের জানিয়েছেন।’ এ বিষয়ে হাছান মাহমুদ বলেন, ‘প্রধানমন্ত্রীকে জানিয়ে বলেছেন বলে আমার জানা নেই। প্রধানমন্ত্রী এ ধরনের কথা বলা কখনো কারও জন্যই অ্যালাউ করেন না।’
এদিকে প্রতিমন্ত্রীর পদ হারানো মুরাদ হাসানকে জামালপুর জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদকের পদ থেকেও অব্যাহতি দেওয়া হয়েছে। দলীয় ভাবমূর্তি বিনষ্ট, অগঠনতান্ত্রিক ও শৃঙ্খলাপরিপন্থী কর্মকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগে মুরাদ হাসানকে অব্যাহতি দিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে জামালপুর জেলা আওয়ামী লীগ।
শাহবাগ থানায় মামলার আবেদন
মুরাদ হাসানের বিরুদ্ধে গতকাল শাহবাগ থানায় অভিযোগ দায়ের করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল সংসদের সাবেক সাধারণ সম্পাদক (জিএস) ছাত্রলীগ নেতা জুলিয়াস সিজার তালুকদার। এটিকে মামলা নেওয়ার জন্য পুলিশের সাইবার নিরাপত্তা ইউনিটে আবেদনও করেন ঢাবির ওই শিক্ষার্থী।
মামলার আবেদনে উল্লেখ করা হয়, মুরাদ হাসান এক বক্তব্যে বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রস্রাব করার সময়ও আমার নাই।’ আরেক বক্তব্যে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল এবং শামসুন্নাহার হলের শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘তারা রাতে নিজের হলে অবস্থান না করে বিভিন্ন পাঁচ তারকা হোটেলে গিয়ে থাকে।’ এসব বক্তব্যে তিনি দেশের সর্বপ্রাচীন ও ঐতিহ্যবাহী বিদ্যাপীঠকে উদ্দেশ্যমূলকভাবে তাচ্ছিল্য করেছেন।
মুরাদকে গ্রেপ্তারের দাবি বিএনপির
মুরাদ হাসানকে গ্রেপ্তার করে তাঁর বিচার দাবি করেছে বিএনপি। গতকাল নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘এই ব্যক্তির (মুরাদ হাসান) রাজনীতি করার কোনো অধিকার নেই। তিনি যে কুরুচিপূর্ণ কথাবার্তা বলেছেন, সে জন্য তাঁকে রাজনীতি করার অযোগ্য ঘোষণা করতে হবে। তাকে সকল পর্যায় থেকেই সরিয়ে দিতে হবে এবং প্রচলিত আইনে তাঁর বিচার করতে হবে।’
হাইকোর্টের নির্দেশ
প্রতিমন্ত্রীর পদ হারানো ডা. মুরাদ হাসানের অশ্লীল কথাবার্তার অডিও-ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সরাতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সৈয়দ সায়েদুল হক সুমনের আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের বেঞ্চ মৌখিক এই নির্দেশ দেন।
মুরাদ হাসানের বিষয়টি আদালতের নজরে এনে সৈয়দ সায়েদুল হক বলেন, ওই কথাবার্তা এত অশ্লীল যে, কোনো শিশু যদি তা শোনে, তাহলে তাদের মনে বিরূপ প্রভাব পড়বে। সেগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে থেকে গেলে তা হবে সবার জন্য বিব্রতকর। এরপর আদালত ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমারকে বলেন, বিটিআরসির চেয়ারম্যানের সঙ্গে কথা বলে ওই অডিও-ভিডিওগুলো সরানোর পদক্ষেপ নিতে। একই সঙ্গে এ বিষয়ের অগ্রগতি আজ বুধবার আদালতকে জানাতে বলা হয়।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
২ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
২ দিন আগে