লোহার সেতু ভেঙে নদীতে ট্রাক

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি
প্রকাশ : ০১ এপ্রিল ২০২২, ০৭: ০৪
আপডেট : ০১ এপ্রিল ২০২২, ২১: ৫০

ঝিনাইদহের কালীগঞ্জে একটি নির্মাণাধীন সেতু ভেঙে বালুবোঝায় ট্রাক নদীতে পড়ে গেছে। গত বুধবার সকাল সাড়ে ১০টার দিকে চিত্রা নদীর চাপরাইল বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে দুর্ভোগে পড়েছেন ওই এলাকার হাজারো মানুষ। ঝুঁকি নিয়ে তাঁরা ভাঙা সেতু পারাপার হচ্ছেন।

এদিকে, দুই দিন হয়ে 
গেলেও পড়ে যাওয়া ট্রাকটি উদ্ধার করা হয়নি।

খোঁজ নিয়ে জানা গেছে, ব্রিজের পশ্চিম পাশে রয়েছে কালীগঞ্জ উপজেলার রায়গ্রাম ইউনিয়নের ভাটাডাঙ্গা, গোমরাইল, রায়গ্রাম, দুলালমুন্দিয়া, মেগুরখিদ্দা, বনখিদ্দা, জটারপাড়াসহ ১৫টি গ্রাম। আর ব্রিজের পূর্বপাশে অবস্থিত চাপরাইল বাজার। এ বাজারটি ওই অঞ্চলের সব থেকে বড় বাজার। প্রতি বৃহস্পতি ও রোববার হাট বসে সেখানে। এ ছাড়া প্রতিদিনই শত শত মানুষ তাদের উৎপাদিত পণ্য বেচাকেনাসহ প্রয়োজনীয় নিত্যপণ্য কেনাকাটা করেন ওই বাজার থেকে। ওই বাজারে রয়েছে একটি কলেজ, প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়, পোস্ট অফিস, ব্যাংক এবং কমিউনিটি ক্লিনিক। ব্রিজটি ভেঙে পড়ায় দুর্ভোগে পড়েছে ওই সব এলাকার মানুষ।

বৃহস্পতিবার বিকেলে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ব্রিজটি ভেঙে পড়ায় অনেকে সাঁতরে পারাপার হচ্ছেন। অনেকে ঝুঁকি নিয়ে ভাঙা সেতুর ওপর দিয়ে যাওয়া-আসা করছেন। ট্রাকটি তখনো পড়ে ছিল।

জানা গেছে, বুধবার লোহার ব্রিজ ভেঙে বালুবোঝাই ট্রাক নদীতে পড়ে যায়। তবে দুর্ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। চালক সামান্য আহত হলে তাঁকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

স্থানীয় কলেজশিক্ষক ইউছুপ আলী জানান, দীর্ঘকাল আগে চাপরাইল বাজার এলাকায় নদীর দুই পাশের মানুষের বেচাকেনাসহ জনসাধারণের চলাচলের জন্য লোহার ব্রিজটি নির্মাণ করা হয়। সম্প্রতি ব্রিজটি চলাচলের অযোগ্য হওয়ায় নতুন ব্রিজের কাজ চলমান রয়েছে। যে কারণে মানুষের চলাচলের জন্য বিকল্প একটি ব্রিজ তৈরি করা হয়। এ ব্রিজ দিয়ে ভারী যানবাহন চলাচল নিষেধ রয়েছে। এরপরও বুধবার ওই লোহার ব্রিজ দিয়ে একটি বালুবোঝাই ট্রাক পার হচ্ছিল। এ সময় ব্রিজের একটি অংশ ধসে পড়ে। মুহূর্তের মধ্যে বালুবোঝাই ট্রাকটি উল্টে পড়ে নদীতে। তবে এ ঘটনায় কেউ আহত হয়নি।

রায়গ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী হোসেন অপু জানান, বুধবার বালুবোঝাই ট্রাকটি যাওয়ার সময় ব্রিজটি ভেঙে নদীতে পড়ে যায়। গতকাল বৃহস্পতিবার বিকেল পর্যন্ত নদীতে পড়ে থাকা ট্রাকটি ওপরে তোলার কাজ চলছিল। তবে জনসাধারণের চলাচলের জন্য ব্রিজটি এখনো নির্মাণ করা সম্ভব হয়নি। 

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন

ভারতের পাল্টা আক্রমণে দিশেহারা অস্ট্রেলিয়া

ঢাকা কলেজে সংঘর্ষকালে বোমা বিস্ফোরণে ছিটকে পড়েন সেনাসদস্য—ভাইরাল ভিডিওটির প্রকৃত ঘটনা

ঐশ্বরিয়ার বিচ্ছেদের খবরে মুখ খুললেন অমিতাভ

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত