Ajker Patrika

শিশুদের পাঠদান করলেন ইউএনও

লালমোহন (ভোলা) প্রতিনিধি
আপডেট : ০৩ নভেম্বর ২০২১, ১৫: ৪১
শিশুদের পাঠদান করলেন ইউএনও

লালমোহনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পল্লব কুমার হাজরা উপজেলার ৯ নম্বর পূজা খালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরিদর্শন করেন। গত সোমবার বিদ্যালয়টি পরিদর্শনের একপর্যায়ে তিনি পঞ্চম শ্রেণির শিশুদের পাঠদান করেন।

জানা যায়, সংশ্লিষ্ট শ্রেণি শিক্ষকদের সম্মতি অনুযায়ী ইংরেজি ও গণিত বিষয় পাঠদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পল্লব কুমার হাজরা। এ সময় বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষকমণ্ডলী মনোযোগী শ্রোতা হয়ে পাঠদান উপভোগ করেন।

নির্ধারিত পাঠের বাইরে উপজেলা নির্বাহী কর্মকর্তা পল্লব কুমার হাজরা বলেন, ‘গুরুজনদের সম্মান করা প্রত্যেক শিক্ষার্থীর কর্তব্য। একই সঙ্গে কোমলমতি শিক্ষার্থীদের শিক্ষা গ্রহণের সক্ষমতা ও তাদের যেকোনো সমস্যা আন্তরিকতার সঙ্গে দেখার দায়িত্বও শিক্ষাগুরুদের।’

বিদ্যালয়টির প্রধান শিক্ষক মাকছুদুর রহমান বলেন, ‘ইউএনওর আন্তরিকতাপূর্ণ পাঠদানে শিক্ষার্থীদের মাঝে আনন্দ বিরাজ করতে দেখা গেছে।’ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আক্তারুজ্জামান মিলন বলেন, ‘উপজেলা নির্বাহী কর্মকর্তার সাবলীল পাঠদানের সময় শিক্ষার্থীদের মধ্যে উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চার মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের সেবা ডিজিটাইজ করার নির্দেশ দিল সরকার

গত দশ বছর ভিসা না পাওয়ার কারণে বাংলাদেশে আসতে পারিনি: মাইলাম

মাগুরার শিশুটি এখনো অচেতন, চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান

ঈদে পুলিশের সহযোগী ফোর্স হবে বেসরকারি নিরাপত্তাকর্মী, পাবে গ্রেপ্তারের ক্ষমতা

তিন নারী আমার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ: তারেক রহমান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত