মিঠাপুকুর প্রতিনিধি
সবজি চাষের মডেল ইউনিয়নে পরিণত হয়েছে মিঠাপুকুরের পায়রাবন্দ। জেলার মধ্যে পায়রাবন্দকে পরিবেশবান্ধব কৌশলে সবজি চাষের এই মডেল হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে বলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে।
অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক ড. সরওয়ারুল হক ইতিমধ্যে পায়রাবন্দ ইউনিয়নে সবজি চাষ কার্যক্রম পরিদর্শন এবং কৃষকদের সঙ্গে মতবিনিময় করেছেন।
কৃষি বিভাগ জানায়, সমন্বিত বালাই ব্যবস্থাপনা (আইপিএম) কর্মসূচির আওতায় বিষমুক্ত সবজি উৎপাদনের লক্ষ্যে সারা দেশে কিছু মডেল ইউনিয়ন গড়ে তোলার কাজ শুরু করা হয়েছে। রংপুরের মধ্যে বেগম রোকেয়ার স্মৃতিবিজড়িত পায়রাবন্দকে এই মডেল ইউনিয়ন হিসেবে নির্বাচিত করা হয়েছে। গঠন করা হয়েছে কৃষক দল। প্রতিটি দলে কৃষক আছেন ২৫ জন।
পায়রাবন্দ ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা পরিমল চন্দ্র সরকার জানান, প্রতিটি দলের মাধ্যমে পাঁচ একর জমিতে পরিবেশবান্ধব কৌশলে সবজি চাষ করা হচ্ছে। মনোনীত দলের কৃষকদের সবজির বীজ, জৈব বালাইনাশক ও কীটপতঙ্গ দমনের জন্য বিভিন্ন ফাঁদ সরবরাহ করা হয়েছে।
পরিমল চন্দ্র বলেন, গত ৩১ অক্টোবর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক ড. সরওয়ারুল পায়রাবন্দের তকেয়া কেশবপুর গ্রামে সবজি চাষ পরিদর্শন করেন। এ সময় রংপুরের উপপরিচালক ওবায়দুর রহমান মণ্ডল ও উপজেলা কৃষি কর্মকর্তা আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন।
আনোয়ার হোসেন জানান, কীটনাশক ও রাসায়নিক সার ব্যবহার না করে পরিবেশবান্ধব কৌশলে সবজি উৎপাদন বৃদ্ধি ও বাজারজাত করার লক্ষ্যে মডেল ইউনিয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। একটি ইউনিয়নে এই কার্যক্রম সফল হলে পর্যায়ক্রমে অন্যান্য ইউনিয়নেও বিষমুক্ত সবজি চাষে কৃষককে উৎসাহিত করা হবে।
উপজেলা কৃষি কর্মকর্তা বলেন, কীটনাশক ও রাসায়নিক সারের ব্যবহার কমিয়ে জৈব বালাইনাশক এবং আলোক ও সেক্স ফেরোমনসহ বিভিন্ন ধরনের ফাঁদ ব্যবহার আগের তুলনায় বেড়েছে।
উল্লেখ, কৃষিতে সফলতার স্বীকৃতি হিসেবে পায়রাবন্দ ইউনিয়নের একজন উপসহকারী কৃষি কর্মকর্তা এবং একজন পুরুষ ও তিনজন নারী কৃষক বঙ্গবন্ধু কৃষি পুরস্কার পেয়েছেন।
সবজি চাষের মডেল ইউনিয়নে পরিণত হয়েছে মিঠাপুকুরের পায়রাবন্দ। জেলার মধ্যে পায়রাবন্দকে পরিবেশবান্ধব কৌশলে সবজি চাষের এই মডেল হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে বলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে।
অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক ড. সরওয়ারুল হক ইতিমধ্যে পায়রাবন্দ ইউনিয়নে সবজি চাষ কার্যক্রম পরিদর্শন এবং কৃষকদের সঙ্গে মতবিনিময় করেছেন।
কৃষি বিভাগ জানায়, সমন্বিত বালাই ব্যবস্থাপনা (আইপিএম) কর্মসূচির আওতায় বিষমুক্ত সবজি উৎপাদনের লক্ষ্যে সারা দেশে কিছু মডেল ইউনিয়ন গড়ে তোলার কাজ শুরু করা হয়েছে। রংপুরের মধ্যে বেগম রোকেয়ার স্মৃতিবিজড়িত পায়রাবন্দকে এই মডেল ইউনিয়ন হিসেবে নির্বাচিত করা হয়েছে। গঠন করা হয়েছে কৃষক দল। প্রতিটি দলে কৃষক আছেন ২৫ জন।
পায়রাবন্দ ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা পরিমল চন্দ্র সরকার জানান, প্রতিটি দলের মাধ্যমে পাঁচ একর জমিতে পরিবেশবান্ধব কৌশলে সবজি চাষ করা হচ্ছে। মনোনীত দলের কৃষকদের সবজির বীজ, জৈব বালাইনাশক ও কীটপতঙ্গ দমনের জন্য বিভিন্ন ফাঁদ সরবরাহ করা হয়েছে।
পরিমল চন্দ্র বলেন, গত ৩১ অক্টোবর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক ড. সরওয়ারুল পায়রাবন্দের তকেয়া কেশবপুর গ্রামে সবজি চাষ পরিদর্শন করেন। এ সময় রংপুরের উপপরিচালক ওবায়দুর রহমান মণ্ডল ও উপজেলা কৃষি কর্মকর্তা আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন।
আনোয়ার হোসেন জানান, কীটনাশক ও রাসায়নিক সার ব্যবহার না করে পরিবেশবান্ধব কৌশলে সবজি উৎপাদন বৃদ্ধি ও বাজারজাত করার লক্ষ্যে মডেল ইউনিয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। একটি ইউনিয়নে এই কার্যক্রম সফল হলে পর্যায়ক্রমে অন্যান্য ইউনিয়নেও বিষমুক্ত সবজি চাষে কৃষককে উৎসাহিত করা হবে।
উপজেলা কৃষি কর্মকর্তা বলেন, কীটনাশক ও রাসায়নিক সারের ব্যবহার কমিয়ে জৈব বালাইনাশক এবং আলোক ও সেক্স ফেরোমনসহ বিভিন্ন ধরনের ফাঁদ ব্যবহার আগের তুলনায় বেড়েছে।
উল্লেখ, কৃষিতে সফলতার স্বীকৃতি হিসেবে পায়রাবন্দ ইউনিয়নের একজন উপসহকারী কৃষি কর্মকর্তা এবং একজন পুরুষ ও তিনজন নারী কৃষক বঙ্গবন্ধু কৃষি পুরস্কার পেয়েছেন।
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
৩ ঘণ্টা আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৪ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৪ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৪ দিন আগে