দুই ফেরিতে পারাপার ঘাটে দীর্ঘ জট

বেড়া (পাবনা) প্রতিনিধি
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২২, ০৪: ২১
আপডেট : ১৬ জানুয়ারি ২০২২, ০৯: ০৩

পাবনার বেড়ার কাজিরহাট ও মানিকগঞ্জের শিবালয়ের আরিচা নৌপথটি দুটি ফেরি দিয়ে সচল রাখা হয়েছে। এর আগে একটি ফেরি দিয়ে পারাপার করা হচ্ছিল। এতে ভোগান্তিতে পড়েন গাড়িচালক, শ্রমিক ও যাত্রীরা।

সরেজমিন গতকাল শনিবার কাজিরহাট ফেরিঘাটে দেখা গেছে, একমাত্র পন্টুন ও দুটি ফেরি দিয়ে ধীরগতিতে চলছে পরিবহন পারাপার। এতে পরিবহনের দীর্ঘ সারিতে ভোগান্তিতে পড়েছেন ট্রাকচালক ও শ্রমিকেরা।

ফেরি ঘাটের সিরিয়াল নিয়ন্ত্রক আবুল হাসনাইন বলেন, একে একে তিনটি ফেরি নষ্ট হয়ে যাওয়ায় কয়েক দিন ধরে একমাত্র ফেরি দিয়ে পরিবহন পারাপার করা হচ্ছিল। ফেরি ‘কদম’ দিয়ে প্রতিবার ছয়টি পরিবহন পারাপার করায় ঘাটের জট নিরসন করা যাচ্ছিল না। শুক্রবার বিকেল থেকে ড্যাম্প ফেরি ‘রাণীক্ষেত’ যুক্ত হয়ে জট নিরসনে কাজ করছে।

কাজিরহাট ফেরিঘাটে পাঁচ দিন ধরে অপেক্ষা করা ট্রাকচালক আতিয়ার রহমান বলেন, চুয়াডাঙ্গা থেকে ভুট্টাবোঝাই করে পাঁচ দিন আগে ঘাটে এসে আটকা পড়েন তিনি। এ পাঁচ দিনে তিনি ফেরিতে উঠতে পারেননি। কাঁচামাল বোঝাই গাড়িগুলো আগে যাওয়ার ফলে তাঁরা ফেরিতে ওঠার সুযোগ পাচ্ছেন না। কাজিরহাট ফেরিঘাটের ব্যবস্থাপক মাহবুবুর রহমান বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ঘাটের অবস্থা জানিয়ে বারবার বলা হচ্ছে। রাণীক্ষেত নামের ড্যাম্প ফেরি এ নৌপথে নতুন করে যুক্ত করা হয়েছে। ১৪টি পরিবহন ধারণক্ষমতাসম্পন্ন ফেরিটি এ নৌপথে যুক্ত হওয়ায় ২৪ ঘণ্টার মধ্যে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হবে বলে ধারণা করছেন তিনি। মাহবুবুর রহমান আরও বলেন, বিআইডব্লিউটিএর কাছে তাঁরা ফেরির সংখ্যা বাড়ানো ও পন্টুন স্থাপনের দাবি জানিয়ে আসছেন।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত