টানা তিন দিনের ছুটিতেও পর্যটক নেই সুন্দরবনে

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি 
প্রকাশ : ২০ মার্চ ২০২২, ০৭: ০৮
আপডেট : ২০ মার্চ ২০২২, ১৫: ৫৮

টানা তিন দিনের ছুটিতেও আশানুরূপ পর্যটকের দেখা মেলেনি পূর্ব সুন্দরবনে। তিন দিনের ছুটির প্রথম দিন বৃহস্পতিবার যে পর্যটক হয়েছে দ্বিতীয় দিন শুক্রবার হয়েছে তাঁর চেয়েও কম। শনিবার আরও কম।

কিন্তু বন বিভাগের ধারণা ছিল প্রথম দিনের তুলনায় অন্তত তিন গুন পর্যটক বাড়বে দ্বিতীয় ও তৃতীয় দিনে। এতে বন বিভাগের আশা নিরাশায় পরিণত হয়েছে।

পূর্ব সুন্দরবন বিভাগ সূত্রে জানা যায়, সুন্দরবনের পর্যটন মৌসুম সাধারণত অক্টোবর থেকে মার্চ মাস পর্যন্ত। তবে সুন্দরবনের সবচেয়ে কাছাকাছি ও আকর্ষণীয় পর্যটন কেন্দ্র করমজলে সারা বছর ধরেই দর্শনার্থী বেশি হয়ে থাকে। কুমির, হরিণ, বানর ও কচ্ছপের প্রজননকেন্দ্র হওয়ায় পর্যটকদের একটি বাড়তি আকর্ষণ থাকে এ কেন্দ্রের প্রতি।

এ ছাড়া সুন্দরবনের হিরণ পয়েন্ট, নীলকমল, আন্ধারমানিক, কটকা, কচিখালী ও দুবলায় পর্যটন মৌসুম ছাড়াও বছর জুড়ে কম বেশি পর্যটকদের আনাগোনা থাকে।

পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের করমজল পর্যটন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজাদ কবির জানান, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার ছিল ছুটির দিন। সেই সঙ্গে আরও দুই দিন সাপ্তাহিক ছুটি। এ ছুটির প্রথম দিন বৃহস্পতিবার করমজলে সহস্রাধিক পর্যটক আসেন। কিন্তু এমনিতেই সপ্তাহের অন্যান্য দিনের তুলনায় শুক্রবার পর্যটকদের আনাগোনা বেশি থাকে।

তবে এই শুক্রবার তার ব্যতিক্রম হয়েছে। ধারণা ছিল বৃহস্পতিবারের হিসেবে শুক্রবার তিন গুন পর্যটক আসবে করমজলে। কিন্তু শুক্রবার হয়েছে তার চেয়ে কম। ৭-৮শ লোক হয়েছে। বন বিভাগ ধারণা করেছিল, শুক্রবার দিবাগত রাতে শবে বরাতের নামাজ তাই হয়তো পর্যটক কমে হয়েছে। শনিবারে পর্যটক বেশি হওয়ার আশা করলেও শুক্রবারের তুলনায় শনিবারে পর্যটক আরও কম হয়েছে। ফলে আমাদের রাজস্ব আদায়ও কম হয়েছে।

তিনি আরও বলেন, পর্যটক ও দর্শনার্থী না থাকলে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরাও বিপদে পড়েন। তাদের জীবন ও জীবিকার ওপর এর প্রভাব পড়ে। এবার আশানুরূপ পর্যটক না আসায় বন বিভাগের মতো তাঁরাও হতাশ।

টুরিস্ট বোট মালিক মিজানুর রহমান ও মো. এমদদুল হক বলেন, ‘লম্বা ছুটি থাকলে সাধারণত সুন্দরবনে পর্যটকের আনাগোনা বেড়ে যায়। আমরা টুরিস্ট বোট মালিকেরা তাঁদের পর্যটন কেন্দ্রে পৌঁছে দেওয়ার কাজে ব্যস্ত থাকি। আমাদের ব্যবসাও তখন ভালো হয়। কিন্তু এবারের টানা তিন দিনের ছুটিতে পর্যটকদের সংখ্যা আমাদের হতাশ করেছে।’

শবে বরাতের কারণেই পর্যটকদের আগমন কম বলে তাঁরা ধারণা করছেন।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত