Ajker Patrika

সর্বোচ্চ ভোট গোপালগঞ্জে, কম ঢাকায়

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৯ জানুয়ারি ২০২৪, ১০: ৩৩
সর্বোচ্চ ভোট গোপালগঞ্জে, কম ঢাকায়

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সব আসন মিলে সারা দেশে গড়ে ৪১ দশমিক ৮ শতাংশ ভোট পড়েছে। তবে শতাংশের হিসাবে সবচেয়ে বেশি ভোট পড়েছে গোপালগঞ্জে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসনে। আর সবচেয়ে কম রাজধানী ঢাকায় কামাল আহমেদ মজুমদারের আসনে।

মাঠপর্যায় থেকে নির্বাচন কমিশনে (ইসি) আসা ফলাফল বিশ্লেষণ করে দেখা যায়, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার গোপালগঞ্জ-৩ আসনে ভোট পড়েছে ৮৭ দশমিক ২৪ শতাংশ। ২ লাখ ৯০ হাজার ২৯৭ ভোটারের এই আসনে ২ লাখ ৪৯ হাজার ৯৬২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন শেখ হাসিনা।

এরপর দ্বিতীয় সর্বোচ্চ ৮৩ দশিমক ২০ শতাংশ ভোট পড়েছে গোপালগঞ্জ-২ আসনে। এখানে ভোটার ৩ লাখ ৬০ হাজার ৬৩৩ জন। ২ লাখ ৯৫ হাজার ২৯১ ভোটে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের শেখ ফজলুল করিম সেলিম।

তৃতীয় অবস্থানে আছে ব্রাহ্মণবাড়িয়া-৬ আসন, ভোট পড়েছে ৭৬ শতাংশ। ২ লাখ ৬৪ হাজার ৪৩৩ ভোটারের আসনে ১ লাখ ৯৩ হাজার ৮৭০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন নৌকার ক্যাপ্টেন (অব.) এ বি তাজুল ইসলাম।

আর শতকরা হারে সবচেয়ে কম ভোট ঢাকা-১৫ আসনে। ভোট পড়েছে ১৩ দশমিক শূন্য ৪ শতাংশ; ৩ লাখ ৪৪ হাজার ৫০৭ ভোটার এখানে। ৩৯ হাজার ৬৩২ ভোট পেয়ে বিজয়ী নৌকার কামাল আহমেদ মজুমদার।

এরপর ঢাকা-১৭ আসনে ভোট পড়েছে ১৬ দশমিক ৬৬ শতাংশ। ৩ লাখ ২৩ হাজার ৯৩২ ভোটারের এই আসনে ৪৮ হাজার ৫৯ ভোট পেয়ে বিজয়ী নৌকার প্রার্থী মোহাম্মদ আলী আরাফাত। 

এ ছাড়া ঢাকা-৮ আসনে ভোট পড়েছে ১৮ দশমিক ৭০ শতাংশ। ২ লাখ ৭০ হাজার ৬৫০ ভোটারের আসনে ৪৬ হাজার ৬১০ ভোট পেয়ে বিজয়ী নৌকার আ ফ ম বাহাউদ্দিন নাছিম।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত