মহিউদ্দিন রানা, ঈশ্বরগঞ্জ
ঈশ্বরগঞ্জে অনুমোদন ছাড়াই সদর ইউনিয়ন পরিষদ (ইউপি) প্রাঙ্গণে গো-হাট বসানোর অভিযোগ উঠেছে ইউপি চেয়ারম্যান আবু হানিফার বিরুদ্ধে। অনুমোদনহীন ওই হাট অপসারণ ও স্থাপনকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক ও ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর আবেদন করেছেন পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস ছাত্তার।
আবেদন সূত্রে জানা গেছে, ঈশ্বরগঞ্জ পৌর গো-হাটের খুবই কাছে ঈশ্বরগঞ্জ সদর ইউনিয়ন পরিষদ কার্যালয়। ইউপি চেয়ারম্যান আবু হানিফা জেলা প্রশাসকের অনুমোদন ছাড়াই ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে অবৈধ পশুর হাট বসান। এতে পৌরসভার চলমান গো-হাটের সঙ্গে ইউনিয়নে গো-হাট বসানোয় পৌরবাজারের রাজস্ব আদায় কাজে ক্ষতির শঙ্কা দেখা দিয়েছে। শুধু তা-ই নয়, পৌরসভার সার্বিক উন্নয়ন বাধাগ্রস্ত হবে বলেও অভিযোগ করা হয়েছে।
অবৈধ পশুর হাটটি অপসারণের জন্য উপজেলা প্রশাসনের মাধ্যমে ওই ইউপি চেয়ারম্যান হানিফাকে একাধিকবার অবগত করা হলেও তা বন্ধ করা হয়নি। বরং উপজেলা প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে গত শুক্রবার ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে স্থানীয় কৃষক এবং পাইকারদের আনা ৬০ থেকে ৭০টি গরু ও ২৫ থেকে ৩০টি ছাগল নিয়ে ফের হাট জমান তিনি।
স্থানীয় সূত্রে জানা গেছে, জেলা প্রশাসকের অনুমোদনহীন ওই হাটের কার্যক্রম শুরু হয় গত ১৫ এপ্রিল। এ খবর উপজেলা প্রশাসন জানার পর ইউএনও ওই হাটটি বন্ধ করে দেন এবং হানিফাকে সতর্ক করে আসেন। এরপর গত শুক্রবার ফের পশুর হাট বসান তিনি।
এ বিষয়ে সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবু হানিফা বলেন, ‘আমার ইউনিয়ন একটি বেওয়ারিশ ইউনিয়ন। ভূমিহীনদের যেমন কোনো কিছু নাই, তেমনি আমার ইউনিয়নে আয়ের কোনো উৎস নেই। ঈশ্বরগঞ্জ সরকারি কলেজের সামনে ও ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের ওপর পৌর পশুর হাট থাকায় জনসাধারণের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।’
হানিফা আরও বলেন, ‘প্রথম শ্রেণির পৌরসভায় কোরবানির ঈদ ব্যতীত পশুর হাট বসানোর কোনো নিয়ম নেই। তাই আমার ইউনিয়নের মানুষ হাটটি বসিয়েছে। আমি তাদের পক্ষে আছি। হাটের বৈধতার জন্য জেলা প্রশাসক বরাবর আবেদন করেছি।’
এ বিষয়ে ঈশ্বরগঞ্জ পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস ছাত্তার বলেন, ‘জেলা প্রশাসকের অনুমোদন ছাড়াই সদর ইউপি চেয়ারম্যান আবু হানিফা যে অবৈধ পশুর হাট গড়ে তুলেছেন, তা পৌর গো-হাট থেকে ৫০০ গজ দূরে। পৌরসভার মূল আয়কে ব্যাহত করতেই অবৈধ হাট গড়ে তোলা হয়েছে। এ হাট অপসারণ না করা হলে পৌরসভার রাজস্ব আয় ক্ষতিগ্রস্ত হবে।’ এজন্য হাট বন্ধে প্রশাসনকে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি।
ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসা. হাফিজা জেসমিন বলেন, ‘অবৈধ হাট যেন না বসে, এ বিষয়ে ব্যবস্থা গ্রহণের জন্য ইউপি চেয়ারম্যানকে পত্র দেওয়া হয়েছে। জেলা প্রশাসকের অনুমতি ব্যতিরেকে এবং নিষেধাজ্ঞা উপেক্ষা করে হাট বসানোর পরিপ্রেক্ষিতে ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসক বরাবর প্রতিবেদন দেওয়া হয়েছে।’
ঈশ্বরগঞ্জে অনুমোদন ছাড়াই সদর ইউনিয়ন পরিষদ (ইউপি) প্রাঙ্গণে গো-হাট বসানোর অভিযোগ উঠেছে ইউপি চেয়ারম্যান আবু হানিফার বিরুদ্ধে। অনুমোদনহীন ওই হাট অপসারণ ও স্থাপনকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক ও ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর আবেদন করেছেন পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস ছাত্তার।
আবেদন সূত্রে জানা গেছে, ঈশ্বরগঞ্জ পৌর গো-হাটের খুবই কাছে ঈশ্বরগঞ্জ সদর ইউনিয়ন পরিষদ কার্যালয়। ইউপি চেয়ারম্যান আবু হানিফা জেলা প্রশাসকের অনুমোদন ছাড়াই ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে অবৈধ পশুর হাট বসান। এতে পৌরসভার চলমান গো-হাটের সঙ্গে ইউনিয়নে গো-হাট বসানোয় পৌরবাজারের রাজস্ব আদায় কাজে ক্ষতির শঙ্কা দেখা দিয়েছে। শুধু তা-ই নয়, পৌরসভার সার্বিক উন্নয়ন বাধাগ্রস্ত হবে বলেও অভিযোগ করা হয়েছে।
অবৈধ পশুর হাটটি অপসারণের জন্য উপজেলা প্রশাসনের মাধ্যমে ওই ইউপি চেয়ারম্যান হানিফাকে একাধিকবার অবগত করা হলেও তা বন্ধ করা হয়নি। বরং উপজেলা প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে গত শুক্রবার ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে স্থানীয় কৃষক এবং পাইকারদের আনা ৬০ থেকে ৭০টি গরু ও ২৫ থেকে ৩০টি ছাগল নিয়ে ফের হাট জমান তিনি।
স্থানীয় সূত্রে জানা গেছে, জেলা প্রশাসকের অনুমোদনহীন ওই হাটের কার্যক্রম শুরু হয় গত ১৫ এপ্রিল। এ খবর উপজেলা প্রশাসন জানার পর ইউএনও ওই হাটটি বন্ধ করে দেন এবং হানিফাকে সতর্ক করে আসেন। এরপর গত শুক্রবার ফের পশুর হাট বসান তিনি।
এ বিষয়ে সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবু হানিফা বলেন, ‘আমার ইউনিয়ন একটি বেওয়ারিশ ইউনিয়ন। ভূমিহীনদের যেমন কোনো কিছু নাই, তেমনি আমার ইউনিয়নে আয়ের কোনো উৎস নেই। ঈশ্বরগঞ্জ সরকারি কলেজের সামনে ও ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের ওপর পৌর পশুর হাট থাকায় জনসাধারণের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।’
হানিফা আরও বলেন, ‘প্রথম শ্রেণির পৌরসভায় কোরবানির ঈদ ব্যতীত পশুর হাট বসানোর কোনো নিয়ম নেই। তাই আমার ইউনিয়নের মানুষ হাটটি বসিয়েছে। আমি তাদের পক্ষে আছি। হাটের বৈধতার জন্য জেলা প্রশাসক বরাবর আবেদন করেছি।’
এ বিষয়ে ঈশ্বরগঞ্জ পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস ছাত্তার বলেন, ‘জেলা প্রশাসকের অনুমোদন ছাড়াই সদর ইউপি চেয়ারম্যান আবু হানিফা যে অবৈধ পশুর হাট গড়ে তুলেছেন, তা পৌর গো-হাট থেকে ৫০০ গজ দূরে। পৌরসভার মূল আয়কে ব্যাহত করতেই অবৈধ হাট গড়ে তোলা হয়েছে। এ হাট অপসারণ না করা হলে পৌরসভার রাজস্ব আয় ক্ষতিগ্রস্ত হবে।’ এজন্য হাট বন্ধে প্রশাসনকে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি।
ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসা. হাফিজা জেসমিন বলেন, ‘অবৈধ হাট যেন না বসে, এ বিষয়ে ব্যবস্থা গ্রহণের জন্য ইউপি চেয়ারম্যানকে পত্র দেওয়া হয়েছে। জেলা প্রশাসকের অনুমতি ব্যতিরেকে এবং নিষেধাজ্ঞা উপেক্ষা করে হাট বসানোর পরিপ্রেক্ষিতে ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসক বরাবর প্রতিবেদন দেওয়া হয়েছে।’
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
২ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
২ দিন আগে