অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি
পঞ্চম ধাপে অনুষ্ঠিত কিশোরগঞ্জের অষ্টগ্রাম ও মিঠামইন উপজেলায় ইউপি নির্বাচনে পরাজিত প্রার্থীদের মধ্যে কারা জামানত হারিয়েছেন, তা এখনো চূড়ান্ত হয়নি। তবে যেসব চেয়ারম্যান প্রার্থী মাত্র ৫০ ভোটের সীমাও পেরোতে পারেননি, তাঁদের নিয়ে এলাকায় চলছে আলোচনা-সমালোচনা। দুই উপজেলার ৭টি ইউপিতে ৯ প্রার্থী এবার ৯ থেকে ৫০ ভোট পেয়েছেন।
সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন কার্যালয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, পঞ্চম ধাপে কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামে ৮ চেয়ারম্যান পদে ৩৮ ও মিঠামইনে ৬ চেয়ারম্যান পদে ৩৫ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। ৫ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে ১৩ জন ও ১ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। ঘাগড়া ইউপির একটি কেন্দ্রে বিশৃঙ্খলায় ফলাফল স্থগিত রয়েছে।
এই নির্বাচনে ভোট-পরবর্তী নানা সমীকরণ নিয়ে হাটবাজার ও নানা স্থানে সামাজিক আড্ডায় আলোচনা ও হাস্যরস জোগাচ্ছে ৫০ ভোটের সীমা অতিক্রম করেননি এমন প্রার্থীদের নিয়ে। খোঁজ নিয়ে জানা গেছে, দুই উপজেলার ৭টি ইউপির নয়জন প্রার্থী ৯ থেকে ৫০টি ভোট পেয়েছেন।
তাঁদের মধ্যে অষ্টগ্রাম উপজেলার কলমা ইউপিতে ফাগুন দাস অটোরিকশা প্রতীকে ৩৬ ভোট, দেওঘর ইউপিতে রহমত আলী ৫০ ভোট, কাস্তুল ইউপির মো. আলাল মিয়া অটোরিকশা প্রতীকে ৩৩ ভোট, আদমপুর ইউপিতে মো. শফিকুল ইসলাম চশমা প্রতীকে ৯ ভোট ও মো. নাছিরুল ইসলাম অটোরিকশা প্রতীকে ২১ ভোট পেয়েছেন।
মিঠামইন উপজেলার গোপদিঘী ইউপিতে মিজানুল হক চশমা প্রতীকে ২৪ ভোট ও মো. রাসেল ভূঁইয়া ঘোড়া প্রতীকে ১৬ ভোট, কেওয়ারজোড় ইউপিতে মো. সেফুল মিয়া অটোরিকশা প্রতীকে ৪৫ ভোট। ঘাগড়া ইউপির ওমর ফারুক ভূইয়া ঘোড়া প্রতীকে ১৮ ভোট পেয়েছেন। ১টি কেন্দ্রের ফলাফল স্থগিত রয়েছে।
আদমপুর ইউনিয়নের ভোটার আনিসুল ইসলাম (৪৩) বলেন, নির্বাচন এলে এমন কিছু প্রার্থীর উপস্থিতি নির্বাচনে হাস্যরস জোগায়।
কলেজ শিক্ষার্থী সানিয়া আক্তার বলেন, সময়-সুযোগ থাকলেও নিজের অবস্থান নির্ধারণে যদি তাঁরা (প্রার্থীরা) আরও সচেষ্ট হতেন, তাহলে ভালো হতো।
কলমা ইউপিতে চেয়ারম্যান প্রার্থী ফাল্গুন দাস বলেন, ‘বিরোধী পক্ষ আমার ব্যাপারে অপপ্রচার এবং ভোটারদের ভয় দেখানোয় সামান্য কিছু ভোট কম পেয়েছি। আগামী নির্বাচনের জন্য এখন থেকে প্রস্তুতি নিব।’
রিটার্নিং কর্মকর্তা (খয়েরপুর-আব্দুল্লাপুর ও কলমা) মোহাম্মদ আশরাফুল আলম বলেন, নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ ও প্রার্থী হওয়ার অধিকার সব নাগরিকের সমান। নির্বাচনী বিধিমতে প্রতিদ্বন্দ্বিতা করা ও জামানত রক্ষায় সম-অধিকার ভোগ করবেন।
পঞ্চম ধাপে অনুষ্ঠিত কিশোরগঞ্জের অষ্টগ্রাম ও মিঠামইন উপজেলায় ইউপি নির্বাচনে পরাজিত প্রার্থীদের মধ্যে কারা জামানত হারিয়েছেন, তা এখনো চূড়ান্ত হয়নি। তবে যেসব চেয়ারম্যান প্রার্থী মাত্র ৫০ ভোটের সীমাও পেরোতে পারেননি, তাঁদের নিয়ে এলাকায় চলছে আলোচনা-সমালোচনা। দুই উপজেলার ৭টি ইউপিতে ৯ প্রার্থী এবার ৯ থেকে ৫০ ভোট পেয়েছেন।
সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন কার্যালয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, পঞ্চম ধাপে কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামে ৮ চেয়ারম্যান পদে ৩৮ ও মিঠামইনে ৬ চেয়ারম্যান পদে ৩৫ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। ৫ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে ১৩ জন ও ১ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। ঘাগড়া ইউপির একটি কেন্দ্রে বিশৃঙ্খলায় ফলাফল স্থগিত রয়েছে।
এই নির্বাচনে ভোট-পরবর্তী নানা সমীকরণ নিয়ে হাটবাজার ও নানা স্থানে সামাজিক আড্ডায় আলোচনা ও হাস্যরস জোগাচ্ছে ৫০ ভোটের সীমা অতিক্রম করেননি এমন প্রার্থীদের নিয়ে। খোঁজ নিয়ে জানা গেছে, দুই উপজেলার ৭টি ইউপির নয়জন প্রার্থী ৯ থেকে ৫০টি ভোট পেয়েছেন।
তাঁদের মধ্যে অষ্টগ্রাম উপজেলার কলমা ইউপিতে ফাগুন দাস অটোরিকশা প্রতীকে ৩৬ ভোট, দেওঘর ইউপিতে রহমত আলী ৫০ ভোট, কাস্তুল ইউপির মো. আলাল মিয়া অটোরিকশা প্রতীকে ৩৩ ভোট, আদমপুর ইউপিতে মো. শফিকুল ইসলাম চশমা প্রতীকে ৯ ভোট ও মো. নাছিরুল ইসলাম অটোরিকশা প্রতীকে ২১ ভোট পেয়েছেন।
মিঠামইন উপজেলার গোপদিঘী ইউপিতে মিজানুল হক চশমা প্রতীকে ২৪ ভোট ও মো. রাসেল ভূঁইয়া ঘোড়া প্রতীকে ১৬ ভোট, কেওয়ারজোড় ইউপিতে মো. সেফুল মিয়া অটোরিকশা প্রতীকে ৪৫ ভোট। ঘাগড়া ইউপির ওমর ফারুক ভূইয়া ঘোড়া প্রতীকে ১৮ ভোট পেয়েছেন। ১টি কেন্দ্রের ফলাফল স্থগিত রয়েছে।
আদমপুর ইউনিয়নের ভোটার আনিসুল ইসলাম (৪৩) বলেন, নির্বাচন এলে এমন কিছু প্রার্থীর উপস্থিতি নির্বাচনে হাস্যরস জোগায়।
কলেজ শিক্ষার্থী সানিয়া আক্তার বলেন, সময়-সুযোগ থাকলেও নিজের অবস্থান নির্ধারণে যদি তাঁরা (প্রার্থীরা) আরও সচেষ্ট হতেন, তাহলে ভালো হতো।
কলমা ইউপিতে চেয়ারম্যান প্রার্থী ফাল্গুন দাস বলেন, ‘বিরোধী পক্ষ আমার ব্যাপারে অপপ্রচার এবং ভোটারদের ভয় দেখানোয় সামান্য কিছু ভোট কম পেয়েছি। আগামী নির্বাচনের জন্য এখন থেকে প্রস্তুতি নিব।’
রিটার্নিং কর্মকর্তা (খয়েরপুর-আব্দুল্লাপুর ও কলমা) মোহাম্মদ আশরাফুল আলম বলেন, নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ ও প্রার্থী হওয়ার অধিকার সব নাগরিকের সমান। নির্বাচনী বিধিমতে প্রতিদ্বন্দ্বিতা করা ও জামানত রক্ষায় সম-অধিকার ভোগ করবেন।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে