নিজস্ব প্রতিবেদক ও ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠির সুগন্ধা নদীতে এমভি অভিযান-১০ লঞ্চে অগ্নি দুর্ঘটনার ৫ দিন পরও নদীতে ভেসে উঠছে লাশ। গতকাল মঙ্গলবার সুগন্ধা ও বিষখালী নদী থেকে ২ জনের লাশ উদ্ধার করা হয়েছে।
গতকাল সকালে ঝালকাঠি লঞ্চঘাট-সংলগ্ন সুগন্ধা নদীর দক্ষিণ তীর থেকে ১ জনের লাশ উদ্ধার করা হয়েছে। তাঁর বয়স ৩৫ বছর হতে পারে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। মরদেহের শরীরে আগুনে পোড়ার চিহ্ন রয়েছে বলে জানিয়েছেন ঝালকাঠি সদর থানার এসআই খোকন হাওলাদার। এরপর গতকাল দুপুরে বিষখালী নদীর চর ভাটারাকান্দা থেকে আরও ১টি লাশ উদ্ধার করা হয়েছে। দুপুর ১টার দিকে নদীতীরের কাছে লাশটি ভেসে উঠলে স্থানীয় কয়েকজন কোস্টগার্ডকে জানায়। কোস্টগার্ডের এডি সুমন খান জানান, উদ্ধার করা লাশটি ১৩-১৪ বছরের এক কিশোরের। তার মুখে কিছুটা পোড়া দাগ রয়েছে।
ডিএনএ নমুনা দিলেন ৪৩ জন: অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত ব্যক্তিদের স্বজনের ডিএনএ নমুনা সংগ্রহের কাজ চলছে বরগুনা সদর হাসপাতালের নতুন ভবনের নিচতলায়। এ কাজের জন্য ঢাকা থেকে সিআইডির চারজন সদস্য এসেছেন। নমুনা সংগ্রহ কার্যক্রমে তালিকা তৈরির দায়িত্বে থাকা সিআইডির পরিদর্শক আমিনুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, এখন পর্যন্ত ৪৩ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে।
নমুনা দিতে আসা বরগুনা সদরের রাসেল মিয়া কালু আজকের পত্রিকাকে বলেন, ‘আমার স্ত্রী, শাশুড়ি, দুই ছেলেমেয়ে নিখোঁজ রয়েছেন। আমি আমার সন্তানদের জন্য ডিএনএ নমুনা দিতে এসেছি। এ ছাড়া আমার স্ত্রীর বোন তাঁর মা ও বোনের জন্য নমুনা দিতে এসেছেন।’ সোহরাব সরদার নামে একজন জানান, ‘আমার ভাইয়ের স্ত্রী ও তাঁর ছেলেমেয়ে নিখোঁজ রয়েছেন। তাঁদের জন্য ভাই ও তাঁর শ্বশুর বাড়ির লোক এসেছেন।’
ডিএনএ নমুনা সংগ্রহ করার পর রিপোর্ট আসতে কত দিন সময় লাগবে জানতে চাইলে সিআইডির কর্মকর্তারা বলেন, ‘ডিএনএ নমুনা সংগ্রহের কাজ শেষ হলে সর্বনিম্ন ৩০ দিন সময় লাগবে। লঞ্চ দুর্ঘটনায় স্বজনদের জন্য আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করব।’
ঝালকাঠিতে আরেকটি মামলা: লঞ্চে আগুনের ঘটনায় গত সোমবার রাত সাড়ে ১১টার দিকে ঝালকাঠি সদর থানায় একটি মামলা করেছেন নিখোঁজ যাত্রীদের এক স্বজন। তাঁর নাম মনির হোসেন (৩৮)। এ মামলায় অভিযান-১০ লঞ্চের মালিক, চালকসহ ৮ জনকে আসামি করা হয়েছে।
মামলার বিষয়টি নিশ্চিত করেছেন ঝালকাঠি সদর থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পরিদর্শক (অপারেশন) মো. মালেক। তিনি বলেন, ‘ঢাকার ডেমরা এলাকার খলিলুর রহমানের ছেলে মনির হোসেনের লিখিত এজাহারটি মামলা হিসেবে নেওয়া হয়েছে। এতে আসামি করা হয়েছে অভিযান-১০ লঞ্চের মালিক হামজালাল শেখ, লঞ্চে থাকা ২ মাস্টার রিয়াজ শিকদার ও মো. খলিল, ২ চালক মো. মাসুম ও কালাম, সুপারভাইজার মো. আনোয়ার, সুকানি আহসান এবং কেরানি কামরুলকে।
মামলার বাদী রাজধানীর ডেমরা থানার পূর্ব বক্সনগর এলাকার বাসিন্দা মনির হোসেন বলেন, ‘লঞ্চে আগুনের ঘটনায় এই লঞ্চে থাকা আমার বোন তাসলিমা আক্তার (৩২), দুই ভাগনি সুমাইয়া আক্তার মীম (১৫) ও সুমনা আক্তার তানিশা (১০) এবং ৭ বছর বয়সী ভাতিজা জোনায়েদ ইসলাম বায়জিত এখনো নিখোঁজ রয়েছে।’
মনির হোসেন মামলার এজাহারে লিখেছেন রাতে লঞ্চের ইঞ্জিনে যখন ত্রুটি দেখা দেয়, তখনো লঞ্চের স্টাফরা যাত্রীদের কাছ থেকে ভাড়া তুলতে থাকেন। লঞ্চটির নিচতলার পেছনের অংশে থাকা ইঞ্জিন রুম থেকে যখন আগুন ধরে যায়, তখন চালক ও স্টাফরা যাত্রীদের বাঁচাতে লঞ্চ তীরে ভেড়ানো বা নোঙর করার চেষ্টাটুকুও করেননি। বরং নিজেরা ঝাঁপিয়ে পড়ে পালিয়েছে। মামলায় এজাহারে লঞ্চটিতে নিরাপত্তা সামগ্রীর ঘাটতির কথাও উল্লেখ করা হয়।
দুই মাস্টার কারাগারে: এমভি অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় করা মামলায় লঞ্চটির ২ মাস্টারকে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল মঙ্গলবার নৌ-আদালতের বিচারক (বিশেষ মহানগর হাকিম) জয়নাব বেগমের আদালতে তাঁরা আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। আদালত তাঁদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। ২ আসামি হলেন লঞ্চের ইনচার্জ মাস্টার মো. রিয়াজ সিকদার ও দ্বিতীয় মাস্টার মো. খলিলুর রহমান।
ঝালকাঠির সুগন্ধা নদীতে এমভি অভিযান-১০ লঞ্চে অগ্নি দুর্ঘটনার ৫ দিন পরও নদীতে ভেসে উঠছে লাশ। গতকাল মঙ্গলবার সুগন্ধা ও বিষখালী নদী থেকে ২ জনের লাশ উদ্ধার করা হয়েছে।
গতকাল সকালে ঝালকাঠি লঞ্চঘাট-সংলগ্ন সুগন্ধা নদীর দক্ষিণ তীর থেকে ১ জনের লাশ উদ্ধার করা হয়েছে। তাঁর বয়স ৩৫ বছর হতে পারে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। মরদেহের শরীরে আগুনে পোড়ার চিহ্ন রয়েছে বলে জানিয়েছেন ঝালকাঠি সদর থানার এসআই খোকন হাওলাদার। এরপর গতকাল দুপুরে বিষখালী নদীর চর ভাটারাকান্দা থেকে আরও ১টি লাশ উদ্ধার করা হয়েছে। দুপুর ১টার দিকে নদীতীরের কাছে লাশটি ভেসে উঠলে স্থানীয় কয়েকজন কোস্টগার্ডকে জানায়। কোস্টগার্ডের এডি সুমন খান জানান, উদ্ধার করা লাশটি ১৩-১৪ বছরের এক কিশোরের। তার মুখে কিছুটা পোড়া দাগ রয়েছে।
ডিএনএ নমুনা দিলেন ৪৩ জন: অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত ব্যক্তিদের স্বজনের ডিএনএ নমুনা সংগ্রহের কাজ চলছে বরগুনা সদর হাসপাতালের নতুন ভবনের নিচতলায়। এ কাজের জন্য ঢাকা থেকে সিআইডির চারজন সদস্য এসেছেন। নমুনা সংগ্রহ কার্যক্রমে তালিকা তৈরির দায়িত্বে থাকা সিআইডির পরিদর্শক আমিনুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, এখন পর্যন্ত ৪৩ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে।
নমুনা দিতে আসা বরগুনা সদরের রাসেল মিয়া কালু আজকের পত্রিকাকে বলেন, ‘আমার স্ত্রী, শাশুড়ি, দুই ছেলেমেয়ে নিখোঁজ রয়েছেন। আমি আমার সন্তানদের জন্য ডিএনএ নমুনা দিতে এসেছি। এ ছাড়া আমার স্ত্রীর বোন তাঁর মা ও বোনের জন্য নমুনা দিতে এসেছেন।’ সোহরাব সরদার নামে একজন জানান, ‘আমার ভাইয়ের স্ত্রী ও তাঁর ছেলেমেয়ে নিখোঁজ রয়েছেন। তাঁদের জন্য ভাই ও তাঁর শ্বশুর বাড়ির লোক এসেছেন।’
ডিএনএ নমুনা সংগ্রহ করার পর রিপোর্ট আসতে কত দিন সময় লাগবে জানতে চাইলে সিআইডির কর্মকর্তারা বলেন, ‘ডিএনএ নমুনা সংগ্রহের কাজ শেষ হলে সর্বনিম্ন ৩০ দিন সময় লাগবে। লঞ্চ দুর্ঘটনায় স্বজনদের জন্য আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করব।’
ঝালকাঠিতে আরেকটি মামলা: লঞ্চে আগুনের ঘটনায় গত সোমবার রাত সাড়ে ১১টার দিকে ঝালকাঠি সদর থানায় একটি মামলা করেছেন নিখোঁজ যাত্রীদের এক স্বজন। তাঁর নাম মনির হোসেন (৩৮)। এ মামলায় অভিযান-১০ লঞ্চের মালিক, চালকসহ ৮ জনকে আসামি করা হয়েছে।
মামলার বিষয়টি নিশ্চিত করেছেন ঝালকাঠি সদর থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পরিদর্শক (অপারেশন) মো. মালেক। তিনি বলেন, ‘ঢাকার ডেমরা এলাকার খলিলুর রহমানের ছেলে মনির হোসেনের লিখিত এজাহারটি মামলা হিসেবে নেওয়া হয়েছে। এতে আসামি করা হয়েছে অভিযান-১০ লঞ্চের মালিক হামজালাল শেখ, লঞ্চে থাকা ২ মাস্টার রিয়াজ শিকদার ও মো. খলিল, ২ চালক মো. মাসুম ও কালাম, সুপারভাইজার মো. আনোয়ার, সুকানি আহসান এবং কেরানি কামরুলকে।
মামলার বাদী রাজধানীর ডেমরা থানার পূর্ব বক্সনগর এলাকার বাসিন্দা মনির হোসেন বলেন, ‘লঞ্চে আগুনের ঘটনায় এই লঞ্চে থাকা আমার বোন তাসলিমা আক্তার (৩২), দুই ভাগনি সুমাইয়া আক্তার মীম (১৫) ও সুমনা আক্তার তানিশা (১০) এবং ৭ বছর বয়সী ভাতিজা জোনায়েদ ইসলাম বায়জিত এখনো নিখোঁজ রয়েছে।’
মনির হোসেন মামলার এজাহারে লিখেছেন রাতে লঞ্চের ইঞ্জিনে যখন ত্রুটি দেখা দেয়, তখনো লঞ্চের স্টাফরা যাত্রীদের কাছ থেকে ভাড়া তুলতে থাকেন। লঞ্চটির নিচতলার পেছনের অংশে থাকা ইঞ্জিন রুম থেকে যখন আগুন ধরে যায়, তখন চালক ও স্টাফরা যাত্রীদের বাঁচাতে লঞ্চ তীরে ভেড়ানো বা নোঙর করার চেষ্টাটুকুও করেননি। বরং নিজেরা ঝাঁপিয়ে পড়ে পালিয়েছে। মামলায় এজাহারে লঞ্চটিতে নিরাপত্তা সামগ্রীর ঘাটতির কথাও উল্লেখ করা হয়।
দুই মাস্টার কারাগারে: এমভি অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় করা মামলায় লঞ্চটির ২ মাস্টারকে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল মঙ্গলবার নৌ-আদালতের বিচারক (বিশেষ মহানগর হাকিম) জয়নাব বেগমের আদালতে তাঁরা আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। আদালত তাঁদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। ২ আসামি হলেন লঞ্চের ইনচার্জ মাস্টার মো. রিয়াজ সিকদার ও দ্বিতীয় মাস্টার মো. খলিলুর রহমান।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে