বান্দরবান প্রতিনিধি
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেছেন, সরকার চলে জনগণের কাছ থেকে প্রাপ্ত কর দিয়ে। সরকার রাষ্ট্রের কল্যাণ ও উন্নয়নমূলক কাজে বরাদ্দ ও অনুদান দিয়ে থাকে। এসব সামগ্রীর সর্বোচ্চ সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে সংশ্লিষ্টদের। তা না হলে সরকারের কল্যাণমূলক কর্মকাণ্ডের সুফল মানুষ পাবে না।
গতকাল রোববার দুপুরে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ মিলনায়তনে প্রশিক্ষিত নারীদের মধ্যে অটোমেটিক এমব্রয়ডারি মেশিন ও কৃষক সমবায় সমিতির মধ্যে ট্রাক্টর ও পাওয়ার টিলার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।
পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকার নারীবান্ধব সরকার। তাই নারীকে স্বাবলম্বী ও কর্মক্ষম করে তোলার জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করছে। এর সুফল ইতিমধ্যে নারীরা পাচ্ছে। এর ইতিবাচক প্রভাব সমাজ ও রাষ্ট্রেও প্রতিফলিত হচ্ছে। তবে সব সময় সরকারের দিকে না চেয়ে নিজেদেরও কাজ করতে হবে। নিজের স্বল্প স্বল্প অর্থ সঞ্চয় করে বড় কর্মকাণ্ড করার মানসিকতা নারীদের মধ্যে জাগ্রত করতে হবে।
বীর বাহাদুর আরও বলেন, সরকার কৃষকদের জন্য নানা উদ্যোগ নিয়েছে। ভর্তুকি মূল্যে সার বিক্রি করছে, প্রান্তিক পর্যায়ের কৃষকদের সরল সুদে ঋণ দিচ্ছে, বিনা মূল্যে সার, কীটনাশক ও বীজ বিতরণ করছে। এমনকি কৃষকদের কাজের সুবিধার্থে বিনা মূল্যে ট্রাক্টর ও পাওয়ার টিলারও বিতরণ করছে। এখন কৃষকেরা যদি এসবের সর্বোচ্চ ব্যবহার করতে পারেন, তাহলেই বাংলাদেশ কৃষি ক্ষেত্রে আরও উন্নত হবে।
বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ক্য শৈ হ্লা-এর সভাপতিত্বে এতে আরও বক্তব্য দেন, জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা কাউছার হোসেন, পর্যটন পুলিশের বান্দরবান আঞ্চলিক প্রধান (পুলিশ সুপার) মোহাম্মদ আবদুল হালিম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. সাইফুল ইসলাম, পার্বত্য জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী মো. জিয়াউর রহমান, উপকারভোগী হোমায়ারা তাসনিম প্রমুখ।
বান্দরবান পার্বত্য জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা উচিং মং জানান, গতকাল পার্বত্য জেলা পরিষদের পক্ষ থেকে ২৮৪টি অটোমেটিক এমব্রয়ডারি মেশিন বিতরণ করা হয়।
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেছেন, সরকার চলে জনগণের কাছ থেকে প্রাপ্ত কর দিয়ে। সরকার রাষ্ট্রের কল্যাণ ও উন্নয়নমূলক কাজে বরাদ্দ ও অনুদান দিয়ে থাকে। এসব সামগ্রীর সর্বোচ্চ সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে সংশ্লিষ্টদের। তা না হলে সরকারের কল্যাণমূলক কর্মকাণ্ডের সুফল মানুষ পাবে না।
গতকাল রোববার দুপুরে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ মিলনায়তনে প্রশিক্ষিত নারীদের মধ্যে অটোমেটিক এমব্রয়ডারি মেশিন ও কৃষক সমবায় সমিতির মধ্যে ট্রাক্টর ও পাওয়ার টিলার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।
পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকার নারীবান্ধব সরকার। তাই নারীকে স্বাবলম্বী ও কর্মক্ষম করে তোলার জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করছে। এর সুফল ইতিমধ্যে নারীরা পাচ্ছে। এর ইতিবাচক প্রভাব সমাজ ও রাষ্ট্রেও প্রতিফলিত হচ্ছে। তবে সব সময় সরকারের দিকে না চেয়ে নিজেদেরও কাজ করতে হবে। নিজের স্বল্প স্বল্প অর্থ সঞ্চয় করে বড় কর্মকাণ্ড করার মানসিকতা নারীদের মধ্যে জাগ্রত করতে হবে।
বীর বাহাদুর আরও বলেন, সরকার কৃষকদের জন্য নানা উদ্যোগ নিয়েছে। ভর্তুকি মূল্যে সার বিক্রি করছে, প্রান্তিক পর্যায়ের কৃষকদের সরল সুদে ঋণ দিচ্ছে, বিনা মূল্যে সার, কীটনাশক ও বীজ বিতরণ করছে। এমনকি কৃষকদের কাজের সুবিধার্থে বিনা মূল্যে ট্রাক্টর ও পাওয়ার টিলারও বিতরণ করছে। এখন কৃষকেরা যদি এসবের সর্বোচ্চ ব্যবহার করতে পারেন, তাহলেই বাংলাদেশ কৃষি ক্ষেত্রে আরও উন্নত হবে।
বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ক্য শৈ হ্লা-এর সভাপতিত্বে এতে আরও বক্তব্য দেন, জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা কাউছার হোসেন, পর্যটন পুলিশের বান্দরবান আঞ্চলিক প্রধান (পুলিশ সুপার) মোহাম্মদ আবদুল হালিম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. সাইফুল ইসলাম, পার্বত্য জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী মো. জিয়াউর রহমান, উপকারভোগী হোমায়ারা তাসনিম প্রমুখ।
বান্দরবান পার্বত্য জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা উচিং মং জানান, গতকাল পার্বত্য জেলা পরিষদের পক্ষ থেকে ২৮৪টি অটোমেটিক এমব্রয়ডারি মেশিন বিতরণ করা হয়।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে