Ajker Patrika

কথা রাখলেন মেহজাবীন, আসছে নতুন নাটক

বিনোদন প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৩, ০৮: ৫৬
কথা রাখলেন মেহজাবীন, আসছে নতুন নাটক

ওটিটি আসার পর নাটকের সংখ্যা কমে গেছে মেহজাবীন চৌধুরীর। এ বছর দুটি নাটক প্রচার হলেও অভিনয় করেছেন মাত্র একটিতে। গত জুনে ভিকি জাহেদের ‘পুনর্জন্ম অন্তিম পর্ব’ নাটকে আফরান নিশোর সঙ্গে হাজির হয়েছিলেন দর্শকের সামনে। এরপর আর নতুন কোনো নাটকে অভিনয়ে দেখা যায়নি তাঁকে। দুই ঈদ ও ভালোবাসা দিবসের নাটকেও দেখা মেলেনি মেহজাবীনের।

টিভি নাটকে অভিনয় কমিয়ে দেওয়ায় গুঞ্জন ওঠে, নাটক ছেড়ে দিচ্ছেন মেহজাবীন। তখন মেহজাবীন জানিয়েছিলেন, নাটক ছাড়ছেন না তিনি। বলেছিলেন, ‘এ রকম কোনো বাইন্ডিংস নাই যে এখন ওয়েব প্ল্যাটফর্মে কাজ করছি বলে আর নাটক করব না। আমি নাটকের মানুষ। নাটক আমাকে পরিচিতি দিয়েছে, দর্শকের ভালোবাসা দিয়েছে। কাজেই জায়গাটা আমি একেবারেই ছেড়ে যেতে পারি না।’

‘অনন্যা’ নাটকের দৃশ্যে মেহজাবীন। ছবি: সংগৃহীতকথা রাখলেন অভিনেত্রী। অভিনয় করলেন ‘অনন্যা’ নামের নতুন নাটকে। এতে নামভূমিকায় দেখা যাবে তাঁকে। শিশুসন্তানকে নিয়ে একজন নারীর সংগ্রামের গল্পে তৈরি হয়েছে অনন্যা। সম্প্রতি ঢাকায় এর শুটিং সম্পন্ন হয়েছে। পরিচালনা করেছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। 

নতুন নাটক প্রসঙ্গে মেহজাবীন বলেন, ‘নাটকে এখন নিয়মিত কাজ করা হচ্ছে না। দারুণ একটি গল্প ও চরিত্র পাওয়ায় অনেক দিন পর অভিনয় করলাম। পরিচালক মোস্তফা কামাল রাজের ওপর আমার আস্থা আছে। তবে দর্শকের ভালো লাগাটাই আমার জন্য গুরুত্বপূর্ণ।’
নির্মাতা মোস্তফা কামাল রাজ বলেন, ‘এটি একটি নারীকেন্দ্রিক গল্প। সংগ্রাম করে টিকে থাকার ক্ষেত্রে মেয়েদের অনুপ্রেরণা জোগাতে পারে এই নাটক। মেহজাবীন খুব ভালো অভিনয় করেছেন।’

অনন্যায় মেহজাবীনের সঙ্গে আরও অভিনয় করেছেন শাশ্বত দত্ত, ডলি জহুর প্রমুখ। চিত্রনাট্য লিখেছেন জাহান সুলতানা। মুক্তি পাবে ১৬ ডিসেম্বর সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আমিনুল ইসলাম নন, শিক্ষা উপদেষ্টা হচ্ছেন অধ্যাপক আবরার

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোঁড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

উপদেষ্টা হচ্ছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

বসুন্ধরায় ছিনতাইকারী সন্দেহে ২ বিদেশি নাগরিককে মারধর

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত