Ajker Patrika

ট্রাকের চাপায় মোটরসাইকেলচালক নিহত

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি
আপডেট : ০৭ ডিসেম্বর ২০২১, ১৭: ১৪
ট্রাকের চাপায় মোটরসাইকেলচালক নিহত

শেরপুরের শ্রীবরদীতে ট্রাকের চাপায় আলম (৩০) নামে এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হন মোটরসাইকেল আরোহী জিয়া (২৮) নামে আরেকজন। দুজনই ঝিনাইগাতীর তিনআনী এলাকার সামাদ হাজি রাইস মিলের শ্রমিক। গত রোববার বেলা ৩টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয় বাসিন্দারা ট্রাকটি জব্দ করেছেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার বিকেলে শ্রীবরদী উপজেলার সীমান্ত সড়কের বালিজুরি অফিসপাড়া এলাকার সেতুর ওপরে একটি ট্রাক পেছন থেকে চলন্ত মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ট্রাকের চাপায় ঘটনাস্থলেই নিহত হন মোটরসাইকেলচালক আলম মিয়া। আলম মিয়ার বাড়ি কুড়িগ্রামে। এ ঘটনায় গুরুতর আহত হন মোটরসাইকেল আরোহী জিয়া। তাঁর বাড়ি দিনাজপুর বলে প্রাথমিকভাবে জানা গেছে। পরে স্থানীয় লোকজন আহতকে উদ্ধার করে ঝিনাইগাতী হাসপাতালে নিয়ে যান।

এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস বলেন, এ ঘটনায় নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। সেই সঙ্গে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিশ্ববিদ্যালয় ঘোষণা হলেই মেয়াদ শেষ নতুন পরিচালনা কমিটির

ঢাবি ছাত্রীকে যৌন হেনস্তাকারীর পক্ষে নামা ‘তৌহিদী জনতার’ আড়ালে এরা কারা

এনসিপিকে চাঁদা দিচ্ছেন ধনীরা, ক্রাউডফান্ডিং করেও অর্থ সংগ্রহ করা হবে: নাহিদ ইসলাম

ভ্যানিটি ব্যাগ ধরে টান, সন্তানসহ ছিটকে পড়তেই তরুণীর গালে ছুরিকাঘাত

‘মবের হাত থেকে বাঁচাতে’ পলকের বাড়ি হয়ে গেল অস্থায়ী পুলিশ ক্যাম্প

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত