Ajker Patrika

কলকাতায় অপু

বিনোদন প্রতিবেদক, ঢাকা
কলকাতায় অপু

সংগীতশিল্পী নচিকেতা চক্রবর্তী ‘শর্টকাট’ নামে একটি গল্প লিখেছেন ‘নচিকেতা অমনিবাস’ বইয়ে। এ গল্প অবলম্বনে সিনেমা বানিয়েছেন কলকাতার সুবীর মণ্ডল। আর তাতে অভিনয় করেছেন বাংলাদেশের অপু বিশ্বাস। সিনেমাটি মুক্তি পাবে আগামী ১৬ সেপ্টেম্বর। এরই মধ্যে শুরু হয়েছে প্রচার-প্রচারণা।

টালিউডে এটি অপুর প্রথম সিনেমা। তাই অপু বিশ্বাস এখন কলকাতায়। প্রতিদিনই কোনো না কোনো ইভেন্টে অংশ নিচ্ছেন, জানাচ্ছেন ‘আজকের শর্টকাট’ সিনেমা নিয়ে তাঁর অভিজ্ঞতা-অনুভূতির কথা।

এ সিনেমায় অভিনয়ের পেছনে তাঁর মায়ের যথেষ্ট ভূমিকা ছিল বলে জানিয়েছেন অপু। তিনি বলেন, ‘মা বলেছিলেন, নচিকেতার মতো প্রতিভাবান মানুষের গল্প যেহেতু, তুমি যাও, কাজ করো। নতুন কিছু শিখতে পারবে।’ কেমন ছিল এ সিনেমায় অভিনয়ের অভিজ্ঞতা? অপু বলেন, ‘আমি খুব ভাগ্যবান, এ সিনেমায় কিছু ভালো মানুষ পেয়েছি। তাই টালিউডে আমার প্রথম যাত্রা এত ভালো হলো। আমি যেসব সিনেমায় অভিনয় করেছি এত দিন, সেগুলোতে প্রম্পট করা হতো, তারপর আমি সংলাপ বলতাম। কিন্তু এ সিনেমায় কখন যে সংলাপ মুখস্থ হয়ে গেছে, কখন যে অভিনয় করেছি, তা টেরই পাইনি!’

‘আজকের শর্টকাট’ সিনেমায় আরও অভিনয় করেছেন পরমব্রত চট্টোপাধ্যায়, গৌরব চক্রবর্তী, সুমন্ত মুখোপাধ্যায়, চন্দন সেন, শঙ্কর দেবনাথ, রাজশ্রী ভৌমিক, বিশ্বনাথ বসুর মতো জনপ্রিয় অভিনয়শিল্পীরা। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন সুগত সিংহ।

বেকারত্বের সমস্যা নিয়ে লেখা ‘আজকের শর্টকাট’ সিনেমার গল্পের কেন্দ্রে রয়েছে দুই যুবক। একজন বিশু, বস্তির ছেলে। তার ঝুপড়ির পাশেই বহুতল ভবন। সেখানে থাকে গৌরব। বিশু চরিত্রে আছেন পরমব্রত। বাংলাদেশের একটা বড়সংখ্যক মানুষ প্রতিদিন ভারতে যান চিকিৎসার উদ্দেশ্যে। তেমনই এক তরুণীর ভূমিকায় আছেন অপু বিশ্বাস। ঘটনাচক্রে তাঁর সঙ্গে গৌরবের পরিচয় হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চার মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের সেবা ডিজিটাইজ করার নির্দেশ দিল সরকার

গত দশ বছর ভিসা না পাওয়ার কারণে বাংলাদেশে আসতে পারিনি: মাইলাম

মাগুরার শিশুটি এখনো অচেতন, চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান

ঈদে পুলিশের সহযোগী ফোর্স হবে বেসরকারি নিরাপত্তাকর্মী, পাবে গ্রেপ্তারের ক্ষমতা

তিন নারী আমার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ: তারেক রহমান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত