আজকের পত্রিকা ডেস্ক
প্রতিষ্ঠার ৬৯ বছর পর ১৯৯১ সালে সোভিয়েত রাশিয়ার বিলুপ্তি ঘোষণা করার হয়। তার দুই বছর আগে ১৯৮৯ সালে বার্লিন দেয়ালের পতনের মধ্য দিয়ে এক হয় পূর্ব ও পশ্চিম জার্মানি। এসব ঘটনার মধ্য দিয়ে স্নায়ুযুদ্ধের একটি পর্ব শেষ হয় বলে মনে করেন কোনো কোনো বিশ্লেষক।
চলমান ইউক্রেন সংকট, ব্যাপক অর্থ ইউরোপের নিরাপত্তাসংকট নতুন স্নায়ুযুদ্ধের জন্ম দিয়েছে বলে মত দিয়েছে বিশ্লেষকদের একটা দল। কিন্তু এর বিরুদ্ধমতের বিশেষজ্ঞরা মনে করেন—না, চলমান সংকটে স্নায়ুযুদ্ধের মূল শর্ত অনুপস্থিত। তবে বিদ্যমান সংকটের মূল পক্ষ যুক্তরাষ্ট্র ও রাশিয়ার আপসহীন মনোভাব ইউক্রেনে যুদ্ধ অনিবার্য করে তুলতে পারে বলে উল্লেখ করা হয়েছে সিএনএনের এক বিশ্লেষণে।
সিএনএনের বিশ্লেষণে বলা হয়, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সারা বিশ্ব তো বটেই, বিশেষত ইউরোপে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও সোভিয়েত রাশিয়ার মধ্যে স্নায়ুযুদ্ধ শুরু হয়। দীর্ঘ সময় চলমান ওই সংকটের মূল দ্বন্দ্ব ছিল, অর্থব্যবস্থা নিয়ে দুই পক্ষের ভিন্ন মত। যুক্তরাষ্ট্রের পুঁজিবাদ বা পুঁজির ব্যক্তি মালিকানার বিপরীতে রাষ্ট্রনিয়ন্ত্রিত অর্থব্যবস্থা হাজির করেছিল সোভিয়েত রাশিয়া।
অর্থনীতি, সামরিক শক্তি, বিজ্ঞান ও প্রযুক্তিসহ উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ জায়গায় যুক্তরাষ্ট্রের নেতৃত্ব বর্তমানে পড়তির দিকে। চীন ও রাশিয়া এসব জায়গা দখল করছে। চীন ঘোষিত কমিউনিস্ট রাষ্ট্র হলেও তাদের অর্থনীতি যথেষ্ট পরিমাণে পুঁজিবাদী, যা রাষ্ট্রনিয়ন্ত্রিত পুঁজিবাদ বলে পরিচিত। আর রাশিয়া তো পুঁজিবাদী রাষ্ট্রই। অর্থাৎ ইউক্রেনসংকটে জড়িত পক্ষগুলোর মধ্যে বলতে গেলে অর্থব্যবস্থা নিয়ে গুণগত কোনো তর্ক, প্রতিযোগিতা নেই।
এক অর্থে আদর্শিক দ্বন্দ্ব না থাকলেও যা আছে, তা যুদ্ধ বাধানোর জন্য যথেষ্ট। উদাহরণস্বরূপ যুক্তরাষ্ট্রের প্রতারণার কথা বলা যায়। ১৯৯৭ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন ও রাশিয়ার প্রেসিডেন্ট বরিস ইয়েলৎসিনের প্রতিনিধিদের মধ্যে অলিখিত চুক্তি হয়েছিল, পূর্ব ইউরোপের আর কোনো রাষ্ট্রকে ন্যাটোর সদস্য করা হবে না। কিন্তু এরপর পূর্ব ইউরোপের ১১টি দেশকে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোটটির সদস্য করা হয়।
মৌখিকভাবে করলেও সমর্থ না থাকায় যুক্তরাষ্ট্রের এসব হস্তক্ষেপের সামরিক প্রতিবাদ করতে পারেনি রাশিয়া। বর্তমান রাশিয়া ও বিশ্ব পরিস্থিতি দুই দশক আগের অবস্থানে দাঁড়িয়ে নেই।
পরিবর্তিত বিশ্ব পরিস্থিতি অনুকূলে হওয়ায় পূর্ব ইউরোপে ন্যাটোর আগ্রাসনের সামরিক প্রতিবাদ জানাল রাশিয়া। পশ্চিম দিক ছাড়া ইউক্রেনের তিন দিকে রাশিয়ার সৈন্য সমাবেশ তারই প্রকাশ। রাশিয়ার এক দফা—ইউক্রেনসহ পূর্ব ইউরোপের আরও কোনো দেশকে ন্যাটোর সদস্য করা যাবে না।
নিজেদের দাবিদাওয়া জানিয়ে গত বছরের ডিসেম্বরে ন্যাটো ও যুক্তরাষ্ট্রকে দুটি খসড়া প্রস্তাব দেয় রাশিয়া। সৈন্য প্রস্তুত রেখে রাশিয়ার দর-কষাকষি যুক্তরাষ্ট্রের আঁতে ঘা দিয়েছে। যুক্তরাষ্ট্রের পরোক্ষ দাবি, আগে সৈন্য সরাও, বাকিটা পরে। কিন্তু রাশিয়া এসব আলগা কথায় বিশ্বাস করে না।
এসব কারণে উদ্ভূত সংকট সমাধানে প্রায় তিন মাসের কূটনৈতিক আলোচনা কোনো ফল আনতে পারেনি বলে উল্লেখ করা হয়েছে সিএনএনের প্রতিবেদনে। এ অবস্থায় সসম্মানে পক্ষগুলো আপস না করলে যুদ্ধ অনিবার্য বলেও এতে শঙ্কা প্রকাশ করা হয়েছে।
রাশিয়া ইউক্রেন সংকট সম্পর্কিত খবর আরও পড়ুন:
প্রতিষ্ঠার ৬৯ বছর পর ১৯৯১ সালে সোভিয়েত রাশিয়ার বিলুপ্তি ঘোষণা করার হয়। তার দুই বছর আগে ১৯৮৯ সালে বার্লিন দেয়ালের পতনের মধ্য দিয়ে এক হয় পূর্ব ও পশ্চিম জার্মানি। এসব ঘটনার মধ্য দিয়ে স্নায়ুযুদ্ধের একটি পর্ব শেষ হয় বলে মনে করেন কোনো কোনো বিশ্লেষক।
চলমান ইউক্রেন সংকট, ব্যাপক অর্থ ইউরোপের নিরাপত্তাসংকট নতুন স্নায়ুযুদ্ধের জন্ম দিয়েছে বলে মত দিয়েছে বিশ্লেষকদের একটা দল। কিন্তু এর বিরুদ্ধমতের বিশেষজ্ঞরা মনে করেন—না, চলমান সংকটে স্নায়ুযুদ্ধের মূল শর্ত অনুপস্থিত। তবে বিদ্যমান সংকটের মূল পক্ষ যুক্তরাষ্ট্র ও রাশিয়ার আপসহীন মনোভাব ইউক্রেনে যুদ্ধ অনিবার্য করে তুলতে পারে বলে উল্লেখ করা হয়েছে সিএনএনের এক বিশ্লেষণে।
সিএনএনের বিশ্লেষণে বলা হয়, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সারা বিশ্ব তো বটেই, বিশেষত ইউরোপে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও সোভিয়েত রাশিয়ার মধ্যে স্নায়ুযুদ্ধ শুরু হয়। দীর্ঘ সময় চলমান ওই সংকটের মূল দ্বন্দ্ব ছিল, অর্থব্যবস্থা নিয়ে দুই পক্ষের ভিন্ন মত। যুক্তরাষ্ট্রের পুঁজিবাদ বা পুঁজির ব্যক্তি মালিকানার বিপরীতে রাষ্ট্রনিয়ন্ত্রিত অর্থব্যবস্থা হাজির করেছিল সোভিয়েত রাশিয়া।
অর্থনীতি, সামরিক শক্তি, বিজ্ঞান ও প্রযুক্তিসহ উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ জায়গায় যুক্তরাষ্ট্রের নেতৃত্ব বর্তমানে পড়তির দিকে। চীন ও রাশিয়া এসব জায়গা দখল করছে। চীন ঘোষিত কমিউনিস্ট রাষ্ট্র হলেও তাদের অর্থনীতি যথেষ্ট পরিমাণে পুঁজিবাদী, যা রাষ্ট্রনিয়ন্ত্রিত পুঁজিবাদ বলে পরিচিত। আর রাশিয়া তো পুঁজিবাদী রাষ্ট্রই। অর্থাৎ ইউক্রেনসংকটে জড়িত পক্ষগুলোর মধ্যে বলতে গেলে অর্থব্যবস্থা নিয়ে গুণগত কোনো তর্ক, প্রতিযোগিতা নেই।
এক অর্থে আদর্শিক দ্বন্দ্ব না থাকলেও যা আছে, তা যুদ্ধ বাধানোর জন্য যথেষ্ট। উদাহরণস্বরূপ যুক্তরাষ্ট্রের প্রতারণার কথা বলা যায়। ১৯৯৭ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন ও রাশিয়ার প্রেসিডেন্ট বরিস ইয়েলৎসিনের প্রতিনিধিদের মধ্যে অলিখিত চুক্তি হয়েছিল, পূর্ব ইউরোপের আর কোনো রাষ্ট্রকে ন্যাটোর সদস্য করা হবে না। কিন্তু এরপর পূর্ব ইউরোপের ১১টি দেশকে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোটটির সদস্য করা হয়।
মৌখিকভাবে করলেও সমর্থ না থাকায় যুক্তরাষ্ট্রের এসব হস্তক্ষেপের সামরিক প্রতিবাদ করতে পারেনি রাশিয়া। বর্তমান রাশিয়া ও বিশ্ব পরিস্থিতি দুই দশক আগের অবস্থানে দাঁড়িয়ে নেই।
পরিবর্তিত বিশ্ব পরিস্থিতি অনুকূলে হওয়ায় পূর্ব ইউরোপে ন্যাটোর আগ্রাসনের সামরিক প্রতিবাদ জানাল রাশিয়া। পশ্চিম দিক ছাড়া ইউক্রেনের তিন দিকে রাশিয়ার সৈন্য সমাবেশ তারই প্রকাশ। রাশিয়ার এক দফা—ইউক্রেনসহ পূর্ব ইউরোপের আরও কোনো দেশকে ন্যাটোর সদস্য করা যাবে না।
নিজেদের দাবিদাওয়া জানিয়ে গত বছরের ডিসেম্বরে ন্যাটো ও যুক্তরাষ্ট্রকে দুটি খসড়া প্রস্তাব দেয় রাশিয়া। সৈন্য প্রস্তুত রেখে রাশিয়ার দর-কষাকষি যুক্তরাষ্ট্রের আঁতে ঘা দিয়েছে। যুক্তরাষ্ট্রের পরোক্ষ দাবি, আগে সৈন্য সরাও, বাকিটা পরে। কিন্তু রাশিয়া এসব আলগা কথায় বিশ্বাস করে না।
এসব কারণে উদ্ভূত সংকট সমাধানে প্রায় তিন মাসের কূটনৈতিক আলোচনা কোনো ফল আনতে পারেনি বলে উল্লেখ করা হয়েছে সিএনএনের প্রতিবেদনে। এ অবস্থায় সসম্মানে পক্ষগুলো আপস না করলে যুদ্ধ অনিবার্য বলেও এতে শঙ্কা প্রকাশ করা হয়েছে।
রাশিয়া ইউক্রেন সংকট সম্পর্কিত খবর আরও পড়ুন:
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
১৭ ঘণ্টা আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৫ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৫ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৫ দিন আগে