Ajker Patrika

দাউদকান্দিতে গুলিতে তরুণ গুরুতর আহত

দাউদকান্দি প্রতিনিধি
আপডেট : ২৮ অক্টোবর ২০২১, ১২: ৩৩
দাউদকান্দিতে গুলিতে তরুণ গুরুতর আহত

কুমিল্লার দাউদকান্দিতে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের মিছিলে দু পক্ষের সংঘর্ষে মো. ইব্রাহিমকে (২১) নামের এক তরুণ গুলিবিদ্ধ হয়েছেন। বর্তমানে তাঁর অবস্থা গুরুতর। গত মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়নের কুশিয়ারা বাজারে এ ঘটনা ঘটে। ইব্রাহিম ওই এলাকার বাসিন্দা।

জানা যায়, ইলিয়াটগঞ্জ উত্তর ইউপির বর্তমান চেয়ারম্যান মো. জসীম উদ্দীন প্রধান এবারও আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন। তাঁর ভাতিজা সৌরভ (২৮) একই ইউপির সাবেক চেয়ারম্যান ও বর্তমান স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ লোকমান হোসেনের কর্মী মো. ইব্রাহিমকে গুলি করেন বলে অভিযোগ ওঠে। পরে তাঁকে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। খবর পেয়ে দাউদকান্দি সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. জুয়েল রানা এবং দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ বিষয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার জুয়েল রানা বলেন, ‘দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। গুলিবিদ্ধ ইব্রাহিমের শরীর থেকে অস্ত্রোপচারের মাধ্যমে গুলি বের করা হয়েছে বলে জানতে পেরেছি। এ বিষয়ে এলাকা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক দল কাজ করে যাচ্ছে। সিসিটিভির ফুটেজও সংগ্রহ করা হয়েছে। তা পর্যালোচনা করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন প্রধান বলেন, ‘আমি এই ঘটনার কথা শুনেছি। আমি এখন ঢাকায় আছি এলাকায় এসে কথা বলব।’

স্বতন্ত্র প্রার্থী লোকমান হোসেন বলেন, ‘প্রতীক বরাদ্দ পাওয়ামাত্র যদি এমন ঘটনা ঘটে তাহলে আমি কীভাবে নির্বাচন করব? এখন আমার জীবনের ভয়ে আতঙ্কিত আছি। আসলে আমার জনপ্রিয়তা দেখে ইচ্ছে করেই কেউ কেউ মাঠ গরম করার অপকৌশল চালাচ্ছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জাতীয় নির্বাচন: ভোট কমিটির নেতৃত্বে ডিসি–ইউএনওকে না রাখার চিন্তা

মাগুরার শিশুটি এখনো অচেতন, চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান

ঈদে পুলিশের সহযোগী ফোর্স হবে বেসরকারি নিরাপত্তাকর্মী, পাবে গ্রেপ্তারের ক্ষমতা

তিন নারী আমার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ: তারেক রহমান

গত দশ বছর ভিসা না পাওয়ার কারণে বাংলাদেশে আসতে পারিনি: মাইলাম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত